Site icon Book PDF Down.com

২৫ শে মার্চ PDF Download রবিন জামান খান

২৫ শে মার্চ PDF Download রবিন জামান খান

বর্তমান সময়ের একজন জনপ্রিয় থ্রিলার লেখক হলেন রবিন জামান খান। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি থ্রিলার বই লিখেছেন এবং পাঠক মহলে বেশ সাড়া জাগিয়েছেন। যারা রবিন জামান খান এর ২৫ শে মার্চ বইটি পড়তে চাচ্ছেন, তারা আমাদের ওয়েবসাইটে এ বইটির পিডিএফ এর পেয়ে যাবেন। সিপাহী বিদ্রোহের আন্দোলনকে কেন্দ্র করে আবর্তিত একটি কাল্ট এবং প্রচলিত ছিল। সেটাকে কেন্দ্র করে লেখক 1971 সালের ঘটনা এবং বর্তমানের ঘটনায় একই সুতোয় গেঁথেছেন। যে কোন ছেলের পাঠকের কাছে ইতিহাস নির্ভর এই বইটি ভালো লাগবে। তাই আপনারা আজকেই আমাদের ওয়েবসাইট থেকে এই বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করে নিন এবং পড়ে নিন।

২৫ শে মার্চ বইটি রবিন জামান খানের লেখা প্রথম বই। এই বইটি বাংলাদেশের স্বনামধন্য থ্রিলার প্রকাশক বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তবে বইটি বর্তমানে নালন্দা প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে। বইটির পৃষ্ঠা সংখ্যাঃ 270 টি। যেকোনো অনলাইন বুক শপ অথবা নিকটস্থ লাইব্রেরীতে আপনারা এই বইটি কিনতে পারবেন। আর পিডিএফ ফাইল এর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে যা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।

২৫ শে মার্চ বইটির কাহিনী সংক্ষেপ/ রিভিউ

এই বইটির প্রথম দেখে সিপাহী বিদ্রোহের আন্দোলন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। সেই সময়ের একটি ইতিহাস এবং রহস্যকে কেন্দ্র করে কতিপয় সংঘ একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে এর চর্চা করে আসছিল। কিন্তু হঠাৎ করেই সিপাহী বিদ্রোহের আন্দোলনের কারণে একজন মানুষ সেই রহস্যকে এবং ম্যাপকে ইংরেজদের চোখ ফাঁকি দিয়ে নিয়ে পালিয়ে আসে।

কাহিনী বর্তমানের সাথে আবর্তিত হয়। মূলত সেই ঘটনাটি হল ব্রোকেন হর্স নামে পরিচিত। আসলে এই মেয়েটা আজ থেকে অনেক বছর আগে পুরান ঢাকায় ব্যাপক প্রচলিত ছিল। তাছাড়া এই ব্রকেন হটস এর ভেতর দিয়েই অনেক সম্পদ গঠিত ছিল যা এদেশের মানুষের পরবর্তীতে কাজে লাগবে বলে ধারণা করা হয়। ঘটনাক্রমে এই অমূল্য সম্পদের মালিকানা চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক মনিরুজ্জামানের কাছে। এদিকে তখন দেশের উত্তাল অবস্থা এবং অপারেশন সার্চলাইট এর কারণে তারা সেই মিথ এবং রহস্য রক্ষা করতে চাই।

একদিকে ঢাকা শহর জুড়ে উত্তাল আবহাওয়া অন্যদিকে পঁচিশে মার্চ রাতে তাদের অভিযান চালিয়ে সেই রহস্য উদঘাটন করার কাজ চলেছে। আসলে এই রহস্য পাকিস্তান সরকারের কাছে চলে যায় এবং এই রহস্যের মাধ্যমে তারা বিপুল সম্পত্তির অধিকার লাভ করার জন্য মনিরুজ্জামানের পেছনে কর্নেল হাবিবুর রহমানকে লেলিয়ে দেওয়া হয়। একপর্যায়ে মনিরুজ্জামান তাদের গ্রামের বাড়িতে চলে আসে এবং কর্নেল হাবিবের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে এই রহস্যকে রক্ষা করে চলে। সেই রহস্যের দায়ভার দেওয়া হয় তার একমাত্র ছাত্র আবু কে।

ঘটনা বর্তমানের সঙ্গেও আবর্তিত হয়। পাঁচ বছর আগে বিদেশে চলে যাওয়া এক মেয়ে হঠাৎ করে মায়ের মৃত্যুর সংবাদ শুনে চলে আসে দেশে। বিভিন্ন চর্চার মাধ্যমে জানতে পারে যে তার মা মৃত্যুর আগে এমন একটি চিঠি রেখে গেছে যার মাধ্যমে সে তার মায়ের প্রিয় ছাত্রকে বিশ্বাস যেন পড়ে। এদিকে তার মায়ের হত্যার পেছনে সেই ছেলেটি কে উদ্ধার করা হয় এবং অরণি নামক মেয়েটি সেই ছেলেকে রক্ষা করে এবং বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মাধ্যমে একে একে মায়ের দেওয়া দিক নির্দেশনা অনুসারে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করে।

পরিশেষে তার আগে উপস্থিত হয় গাজীপুরের সেই বাড়িতে যেখানে মনিরুজ্জামান ব্যাপক সংঘর্ষের মাধ্যমে সেই গোপন রহস্যকে রক্ষা করে চলে। অবশেষে এই গোপন রহস্য উদঘাটন ঘটে গাজীপুরেই এবং সেখানে ব্যাপক সংঘর্ষের মাধ্যমে আসল রহস্য উদঘাটন হয় এবং রহস্যের মালিকানা ঠিকঠাকমতো পাই। আমি মনে করেছি নির্ধিদায় এ বইটি ছেলের পাঠকদের কাছে অনেক ভালো লাগবে। তাই আপনারা বইটি ডাউনলোড করে আজকে পড়ুন।

Link :-1 | Link :-2 | Link :-3Link :-4Link :-5

Exit mobile version