Site icon Book PDF Down.com

থ্রি ফোরটি সিক্স এএম 3:46 am PDF Download নিক পিরোগ/সালমান হক

থ্রি ফোরটি সিক্স এএম 3:46 am PDF Download নিক পিরোগ/সালমান হক

থ্রি : ফোরটি সিক্স এ এম – নিক পিরোগ / সালমান হক 3:46 am – Nick Pirog /Salman Haque
থ্রি ফোরটি সিক্স এ এম বইটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা যদি এই বইটি ডাউনলোড করতে চান আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। থ্রিলার পাঠকদের মধ্যে হেনরি বিনস সিরিজ অনেকেই পছন্দ করেন।

ইতোমধ্যে যদি আপনি আগের বইগুলো পড়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী বই থ্রি ফোরটি সিক্স এ এম বইটি ডাউনলোড করে নিন। আর হেনরি বিনস এর পরবর্তী জগতে কি হচ্ছে সে সম্পর্কে জেনে নিন। তবে অন্যান্য বই এর চাইতে হেনরি বিনস সিরিজ বইয়ের শেষের পর্বটা অনেক চমকপ্রদ।

থ্রি :ফোরটি সিক্স এ এম নিক পিরোগ পিডিএফ ডাউনলোড

আপনি কি থ্রি ফোরটি সিক্স এ এম বইটি ডাউনলোড করতে চান? তাহলে ডাউনলোড করে নিন। এ বইটি লিখেছেন আমেরিকান থ্রিলার লেখক নিক পিরোগ। এ বইটির পিডিএফ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তাই ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করে নিন। আর ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটের নিচে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করুন।

থ্রি :ফোরটি সিক্স এ এম নিক পিরোগ বই ডাউনলোড

থ্রি ফোরটি সিক্স এ এম বইটি নিক পিরোগ এর পঞ্চম বই। বইটির পৃষ্ঠা সংখ্যা১২৪। বইটি বাংলাদেশের জনপ্রিয় প্রকাশনী বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। আপনারা যারা বই সংগ্রহ করেননি, তারা আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন। আর হেনরি বিনস এর পঞ্চম পর্ব সম্পর্কে জেনে নিন।

3:46 am Pdf Download

পূর্বের বইগুলো পড়ে যতটা না মজা পেয়েছি, তার চেয়ে বেশি মজা পেয়েছি নিক পিরোগ এর পঞ্চম বই থ্রি ফোরটি সিক্স এ এম বইটি পড়ে। আপনারা যারা এখনো পঞ্চম বইটি পড়েননি, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে নিন। আর পড়ে ফেলুন। নিচে এই বইটির সংক্ষিপ্ত আলোচনা তুলে দেওয়া হলঃ-

প্রত্যেকটি মানুষের মতোই হেনরি বিনস এর জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা আসে। আর সেটি হল তার বিয়ে। বিয়ের কন্যা আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। আমাদের হোমিসাইড ডিটেকটিভ ইনগ্রিড। তবে হেনরি বিনসএর যেহেতু হেনরি বিনস অসুখ রয়েছে, সেহেতু তার বিয়ের অনুষ্ঠান শুরু হয় রাত তিনটায়।

সকল কিছু প্ল্যান করে রাত তিনটায় এক ঘণ্টার মধ্যে তাদের বিয়ে সম্পন্ন হবে, এমনটাই পরিকল্পনা করা হয়েছিল। আর সব ক্ষেত্রেই তাদেরকে সময়ই ব্যবস্থাপনার মাধ্যমে চলতে হবে। কারণ সময় এমন তেমন হলে বিয়ের কাজ সম্পন্ন হবে না।

হেনরি বিনস এর বিয়েতে আসে আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং ইনগ্রিডের বাবা-মা আত্মীয়-স্বজন এসেছিল। এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু হলো আমেরিকার প্রেসিডেন্ট কনোর সুলিভান। তিনটা বাজার কিছু পরে কনর সুলিভান হেনরি বিনস এর বিয়েতে উপস্থিত হয়। অবশ্য আগে থেকেই তাকে দাওয়াত করা হয়েছিল।

বিয়ের সুন্দরভাবে সম্পন্ন হয়। কনর সুলিভানের উপস্থিতিতে সকলেই বিমোহিত হয়। হেনরি বিনস সকল কাজ সম্পন্ন হওয়ার পর, বিছানায় ঘুমাতে যাই। পরের দিন সে যখন ঘুম থেকে উঠে, তখন কাউকে খুঁজে পায়না। ধড়ফড় করে বাইরে বেরিয়ে আসে।

একমাত্র বিড়াল আরচি তাকে জানান দেয়, বাড়িতে কিছু একটা ঘটেছে। সে বাইরে এসে দুটো লাশ দেখতে পাই। লাশ দুটো রেড এবং ক্যাপ্টেন মার্শালের তাদেরকে খুন করে। কোন এক অপহরণকারী দল বিলি এবং প্রেসিডেন্টকে অপহরণ করে। সেই খবর জানতে পারে, যখন ব্রয়লার রুমে যাই।

সেখানে গিয়ে দেখতে পাই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যকে বেঁধে রাখা হয়েছে। সে খুব দ্রুত সকলকে মুক্ত করে। পরবর্তীতে সকল ঘটনা তার কাছে প্রকাশ হয়ে যায়। যেহেতু সেই বাড়িতে দুটো খুন হয়েছে, তারা সকলে গিয়ে আশ্রয় নেয় তাদের প্রতিবেশীর বাড়িতে।

হোমিসাইড ডিটেকটিভ ইনগ্রিড এর তথ্য মতে সেই বাড়িতে চলে আসে। সেই বাড়িতে প্রবেশ সকল কিছুর জন্য বন্ধ করে দেয়। পরবর্তীতে একটি ভিডিও বের হয়। যে ভিডিওতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্টকে ছেড়ে দেয়া হবে। যদি আমেরিকার সৈন্যদল মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয়া হয়, তাহলেই প্রেসিডেন্ট কে এবং বিলিকে মুক্ত করে দেয়া হবে।

কয়েক ঘন্টা পর হেনরি বিনস আবার যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে ভিডিওটি দেখে এবং বাইরে বেরিয়ে আসে। সে একটি বিকট শব্দ শুনতে পাই। পরে ভিডিওর সাথে সে শব্দের মিল করে দেখে। সেখানে একটি কুকুর শব্দ ছিল এটিও জানতে পারি।আর ভিডিওতে ডেকে উঠে তার বাবার কুকুর মারডক।

যে কাজ অনেক চেষ্টা তদবির করেও হোমিসাইড ডিটেকটিভ করতে পারেনি, সেই কাজ হেনরি বিনস খুব সহজে করে ফেলে। সে বুঝতে পারে প্রেসিডেন্টকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়নি। প্রেসিডেন্ট আশেপাশেই কোন একটা বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। তবে নির্দিষ্ট সময় পর তাকে মেরে ফেলা হবে। সে দেখে তার হাতে খুব বেশি সময় নেই।

সে তার বাবাকে সাথে করে কয়েকটা বাড়ি খোঁজ করে। একসময় প্রেসিডেন্টকে পেয়ে যাই। কিছুতো ধস্তাধস্তি হয়। বিলিও আগে থেকে নিজেকে প্রস্তুত করে রেখেছিল। তার হাতের বাঁধন অনেক কষ্ট সে খুলেছিল। পরে বিলি এবং হেনরি বিনস ঝাঁপিয়ে পড়ে অপহরণকারীদের উপর।

সময় শেষ হলে সেখানে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে হেনরি বিনস এর বাবা গিয়ে সেই পরিস্থিতি মোকাবিলা করে। এভাবেই প্রেসিডেন্ট ছাড়া পাই। তারপরে হেনরি বিনস এর বাবা রিচার্ড বিন্সকে ধরার জন্য বাড়িতে আমেরিকার আর্মি সংস্থা হানা দেয়। সেখান থেকে তার বাবাকে ধরে নিয়ে যায়। এভাবেই নিক পিরোগ এর পঞ্চম বইটি শেষ হয়। পুরো বৈচিত্র্যে ভরপুর ছিল। আশাকরি বইটি পড়লে আপনাদের অনেক ভালো লাগবে।

থ্রি ফোরটি সিক্স এএম 3:46 am PDF

Exit mobile version