Site icon Book PDF Down.com

আজ হিমুর বিয়ে PDF Download হুমায়ূন আহমেদ

আজ হিমুর বিয়ে PDF Download হুমায়ূন আহমেদ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র গুলোর মধ্যে হিমু অন্যতম। হিমু সিরিজের বই গুলোর মধ্যে আজ হিমুর বিয়ে ১৬ তম। বইটি প্রকাশিত হয় ২০১১ সালে এবং এর পৃষ্ঠা সংখ্যা ৭০০ টি। অসাধারণ এই বইটির প্রকাশক আপসার ব্রাদার্স।

গল্পের কেন্দ্রীয় চরিত্র হিমু ওরফে হিমালয় নামের একজন হলুদ পাঞ্জাবি পরা ছেলে। তার ইচ্ছা মহাপুরুষ হওয়ার। কিন্তু তার একমাত্র খালা, মাজেদা খালা হিমুর বিয়ে ঠিক করেছেন রেনু নামের একটি মেয়ের সাথে। রেনু একটি ড্রাগ এডিক্টেড ছেলের সাথে প্রেম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাই তারাহুরো করে হিমুর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা।

হিমুও তার স্বভাবমত এই কথায় রাজি হয়ে যায়। রেনুর বাবা আমেরিকার আর মা বাঙালি। রেনুর বাবা মার সাথে হিমুর খালুর পরিচিতি রয়েছে। রেনু যে ছেলেকে বিয়ে করতে চায় তার নাম তূর্য। তূর্য কে পুলিশ মাজেদা খালার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়।

এদিকে হিমু কাউকে না বলে খালুর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। গাড়ি ট্র্যাফিক জ্যামে আটকা পড়েছে। জ্যামের বাজার শুরু হয়েছে। ফেরিওয়ালা এক গাড়ি থেকো আরেক গাড়ির কাচের জানালায় যাচ্ছে। তাদের কারনে ভিক্ষুরা সুযোগ পাচ্ছে না। তারা কুনোইয়ের গুঁতো দিয়ে ভিক্ষুকদের সরিয়ে দিচ্ছে। কেউ দুটো হাতে পাকা পেঁপে নিয়ে ঘুরছে, কনকোর সাথে দড়ি লাগিয়ে কাতল মাছ নিয়ে ঘুরছে।

পপকর্ণের প্যাকেট নিয়ে কেউ ঘুরছে, এই আইটেম টা চালু মনে হয়। এতকিছু থাকতে পপকর্ণ এই আইটেম টা চালু কেনো কে বলবে। ভ্রাম্যমান লাইব্রেরি ও আছে। দশ বারোটা পেপারব্যাক নিয়ে কেউ ঘুরছে । হ্যারি পটার, জেনারেল মোশাররফ ইত্যাদির বই। বিক্রিও হচ্ছে। গাড়ির ভেতর আরামদায়ক শীতলতা। বাইরে তেজি রোদ। সেই রোদ আমাকে স্পর্শ করছে না।

রোদের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে। সারা শরীরে আরাম আরাম ভাব। আরাম ব্যাপারটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ঘুমের মধ্যে স্বপ্ন। বট গাছের নিচে শান্তি নিকেতনি কায়দায় ক্লাস হচ্ছে। ক্লস নিচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ। তার মাথায় একজন ছাতা ধরে আছেন। তার হাতে এক ঠোঙা পপকর্ণ। পপকর্ণ হাতে নিয়ে চিবুতে চিবুতে আরামে কি যেনো বোঝাচ্ছেন। তিনি বলছেন আরাম দুই প্রকার- শারীরিক ও মানসিক।

তার পর হঠাৎ করেই জাগা পেয়ে হিমু দেখে একটা লোকের উপর গাড়ি চালিয়ে দিয়েছে। লোকটা মনে হয় একটু পাগল গোছের আার গাঁজা বিড়ি খেয়ে মাতাল হয়ে ছিল। তার সাথে গল্প করে তার থেকে গাঁজা সিগারেট হেরোইন নিয়ে হাজতে যায়। হাজতে গিয়ে সে তূর্য কে দিয়ে আসে। কিন্তু তূর্য হেরোইনের নেশা ছেড়ে দেয়।

এদিকে রেনুর বাবাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার সময় পুলিশ তাঁকে হিমুসহ তানায় নিয়ে আসে। সেখানে রেনুর বাবার সাথে তূর্যর কতা হয়। রেনুর বাবার তূর্য কে পছন্দ হয়। তারপর রেনুর সাথে তূর্যর বিয়ে হয়ে যায়। শেষ পর্যন্ত হিমুর বসে থাকে থানায়। বাঙালিয়ানার শত ভাগ মিশ করে হুমায়ুন স্যার বইটি তৈরি করেছেন। অসাধারণ এই উপন্যাসটি পড়তে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন।

আজ হিমুর বিয়ে PDF

Exit mobile version