Site icon Book PDF Down.com

অচিনপুর PDF Download হুমায়ূন আহমেদ

অচিনপুর PDF Download হুমায়ূন আহমেদ

আমাদের ওয়েবসাইট থেকে আপনারা হুমায়ূন আহমেদ স্যারের অচিনপুর বইটি ডাউনলোড করতে পারবেন। অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া অচিনপুর বইটির পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। এই বইটির পৃষ্ঠা সংখ্যাঃ 64 টি এবং মুদ্রিত মূল্য 120 টাকা। সমকালীন এই বইয়ে আপনারা বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাবেন এবং গল্পটি আপনার উপভোগ করবেন বলে মনে করি। এই বইটি যারা পড়েননি তারা আমাদের ওয়েবসাইটে নিচের দিকে চলে যান এবং সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন।

অচিনপুর কাহিনী সংক্ষেপ

অচিনপুর বইটির কেন্দ্রীয় চরিত্র হলো রঞ্জু। তার বাবা মারা গিয়েছে। সেই জন্য তার মা যখন তার বয়স তিন মাস তখন তাকে নিয়ে এবং তার এক বোনকে নিয়ে তার মা বাবার বাড়িতে উঠে। এক সময় তার মা-ও মারা যায়। তখন সে এবং তার বোন এই বাড়িতে বড় হতে থাকে। বোন বড় হয়ে গেলে বিয়ে হয়েছে শশুর বাড়িতে চলে যাই। রঞ্জু এই বাড়িতে সম্পূর্ণভাবে একা হয়ে পড়ে। তার একাকীত্ব কাটানোর জন্য সে নবু আমার সঙ্গে ভাব জমায় এবং সময় কাটাতে থাকে। নবু মামা মত সব সময় তাকে সাথে সাথে রাখে এবং তাদের মধ্যে একটি প্রতিযোগিতায় চলতে থাকে।

সেই বাড়িতে বড় মামা বাদশার স্ত্রীকে নবু এবং রঞ্জু প্রচন্ড পছন্দ করত। এই দুই চরিত্র সব সময় চাইত এই মেয়েকে খুশি রাখার। তার জন্য তাদের ভেতরে এক অলৌকিক প্রতিযোগিতা চলত। একদিন হঠাৎ করেই নবু মামা রাজশাহীতে পড়ালেখার উদ্দেশ্যে চলে আসে। এতে রঞ্জু আরো একলা হয়ে পড়ে এবং তার একজন সঙ্গী খুঁজতে থাকে। পরবর্তীতে তার এক বছরের বড় সফুরা খালা তার সঙ্গী হয়। বিভিন্ন বিষয়ে তাদের আলাপ আলোচনা চলতে থাকে। এদিকে নবু আমার আছে থেকে এন্ট্রান্স পাস করে চলে আসে। মামা রাজশাহীতে গিয়ে এক অদম্য জীবন লাভ করেছে। তাই রঞ্জু চাই তার মামার সাহচর্য্যে থাকবে এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতেন।

একদিন বৃষ্টির রাতে বাদশাহ মামা বাড়ি ছিলেন না। এদিকে সফুরা খালা ছোটমামার খোঁজ রঞ্জুর কাছে জানতে চাইলে, সে বলে যে ছোট মামা বড় মামার ঘরে বসে গান শুনছে। এই কথাটা শুনে সফুরা খালা যেন আকাশ থেকে পড়ে। অর্থাৎ রঞ্জুর ছোটমামার সঙ্গে বড় মামির সম্পর্ক ছিল যার ফলশ্রুতিতে প্রকাশ পেয়ে যায়। একদম ছোট মামা এবং বড় মামি নিরুদ্দেশ হয়ে যাই বাড়ি থেকে।

রঞ্জু তার সেই অল্প বয়সে চলে যাওয়ার কারণ এবং গল্প করার কারণ বুঝে উঠতে পারেনা। একদিন রঞ্জুর বোন রঞ্জুকে চিঠি লিখে পাঠায় এবং তাকে নিতে আসেন। সে দীর্ঘদিনের বন্ধন ছেদ করে এ বাড়ি থেকে চলে যাই বোনের কাছে। যাদের অনুভূতিতে এবং আবেগে রঞ্জিত হতো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে বোনের বাসায় চলে যায়।

অনেকদিন পরে যখন শুনতে পায় বড় মামি এক কন্যা সন্তান সাথে নিয়ে তার আগের শ্বশুরবাড়িতে এসে উঠেছে, তখন রঞ্জুর অন্য কথা মনে পড়ে। তার মাও ঠিক একইভাবে এই বাড়িতে এসে উঠেছিল। মেয়েদের জীবনের পরিণতি এ বইটিতে খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। লেখক এই বইটিতে খুব সহজ ভাষায় বর্ণনা মূলক ভাবে গল্প বলেছেন। লেখক তার সাবলীল ভাষায় ফ্রয়েডীয় থিওরি এ বইটিতে ব্যবহার করেছেন।

তাছাড়া তৎকালীন সমাজের জমিদারদের আচার-আচরণ এবং একটি যৌথ পরিবারের বিভিন্ন মানুষের আচার-আচরণ বইটিতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। হুমায়ূন আহমেদ স্যার সবসময়ই সংলাপ নির্ভর উপন্যাস লিখলেও এই বইটি একটি বর্ণনা নির্ভর উপন্যাস। তাছাড়া এই বইটি প্রথম পুরুষের লেখা হয়েছে বলে আপনার মনে হতে পারে এটি হুমায়ূন আহমেদ স্যার এর আত্মজীবনী। তবে বইটি পড়ে আপনারা অনেক সুন্দর একটি গল্প উপহার পাবেন।

অচিনপুর PDF

Exit mobile version