Site icon Book PDF Down.com

আক্রান্ত শহর শওকত হোসেন pdf download

আক্রান্ত শহর শওকত হোসেন pdf download

শওকত হোসেন একটি সুপরিচিত নাম সাহিত্য জগতে। তার রচিত বই গুলো সবার কাছে অধিক জনপ্রিয়। তার লেখার ধারা এতটাই পাঠকের মন ছুয়ে গেছে যে অনেক বছর পরেও পাঠকরা তার বই গ্রহণ করে। তার লেখায় সব সময় সহজ সরল ও সাবলীল ভাষার ব্যবহার দেখতে পাওয়া যায়।

তার লেখালেখির অনুপ্রেরণা জুগিয়েছেন তার মা। ছোটবেলা থেকে তিনি তার মাকে অনেক বই পড়তে দেখেছেন আর সেখান থেকেই তার বই পড়ার প্রতি নেশার তৈরি হয়। তিনি ছিলেন ওয়েস্টার্ন সিরিজের একজন সফল লেখক। তার অন্যান্য সব জনপ্রিয় বইয়ের মধ্যে “আক্রান্ত শহর” অন্যতম।

“আক্রান্ত শহর” শওকত হোসেনের একটি গুরুত্বপূর্ণ রচনা। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এই বইটি ওয়েস্টার্ন সিরিজের একটি জনপ্রিয় বই।

কাহিনী সংক্ষেপ:

ইয়োলে বাটের বিস্তৃত এলাকা কুক্ষিগত করতে চায় আ্যলটন বারউইক। তাই ক্যাপ্টেন পল কেড্রিককে ভাড়া করলো। নৃশংস একদল গান ম্যানের নেতৃত্ব দিতে হবে তাকে। উচ্ছেদ করতে হবে ইয়েলো বাট শহরে বসবাসকারী একদল দুর্বৃত্তকে। কিন্তু কাজে নেমেই কেড্রিক দেখলো যে তাকে ভুল তথ্য জানানো হয়েছে।

আসলে সে যাদেরকে উদ্ধার করার জন্য এখানে এসেছে খোঁজখবর নিয়ে দেখে তারা আসলে খারাপ মানুষ নয় তারা অনেক ভালো মানুষ। তারা কোনো দুর্বৃত্ত নয়। এখন কী করবে কেড্রিক??

আপনারা যারা অবসর সময়ে অনেক
আগে তো অনুভব করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ। আমরা সবাই জানি যে অবসর সময়ে একমাত্র সঙ্গী হল বই। এমন অনেক বই আছে যেটা পাঠকের কাছে অধিক জনপ্রিয় কিন্তু এখন বাজারে আর পাওয়া যায় না। তাই অনেক পাঠকের ইচ্ছা থাকা সত্ত্বেও বইগুলো পড়তে পারেন না।

“আক্রান্ত শহর” এই জনপ্রিয় বইটি পাঠকদের কাছে ঠিক আগের মতোই জনপ্রিয়। এই বইটি পড়লে আপনাদের সময় কিভাবে সময় চলে যাবে বুঝতে পারবেন না। বইটা এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে পাঠকরা এখনো এই বইয়ের আশা বা আকাঙ্ক্ষা মেটাতে পারেননি।

আমরা সবাই জানি ওয়েস্টার্ন সিরিজের বইগুলো এখন আর বাজারে তেমনভাবে পাওয়া যায় না। কিন্তু বইগুলো এখনো সবার কাছে অনেক জনপ্রিয়। অনেক পাঠকরা এই বইগুলো পড়তে চায়।

শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটে আমরা সেই সকল সব বইয়ের পিডিএফের ব্যবস্থা করেছি। তাই আপনারা আপনাদের পছন্দ মতো বইগুলো আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে উপায়ে।

Exit mobile version