Site icon Book PDF Down.com

অনন্ত নক্ষত্র বীথি PDF Download হুমায়ূন আহমেদ

অনন্ত নক্ষত্র বীথি PDF Download হুমায়ূন আহমেদ

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারের অনন্ত নক্ষত্রবীথি একটি সাইন্স ফিকশন বই। যারা কখনো হুমায়ূন আহমেদ স্যারের সাইন্স ফিকশন বই পড়েননি তারা যদি এই বইটি পড়েন তাহলে এক ধরনের ঘোরের মধ্যে চলে যাবেন। বইটি নির্দ্বিধায় একটি ভালো বই এবং বিজ্ঞানভিত্তিক এই বইটি আপনাকে আনন্দ প্রদানে এগিয়ে আসবে।

তাই যারা অনন্ত নক্ষত্রবীথি বইটি সংগ্রহ করতে চান অথবা পিডিএফ ফাইল হিসেবে পেতে চান তারা আমাদের ওয়েবসাইটের নিচের দিকে চলে যান এবং সেখান থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে বইটি এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিন। যদি অনন্ত নক্ষত্রবীথি বইটি পড়ে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের মন্তব্য বক্সে জানাবেন। আপনারা যদি আলাদা ভাবে অন্য কোনো বই-এর পিডিএফ ফাইল পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের সূচিপত্র দেখুন।

অনন্ত নক্ষত্রবীথি একটি সাইন্স ফিকশন বই এবং এই বইটি প্রকাশ করেছেন কাকলী প্রকাশনী। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য ধরা হয়েছে 120 টাকা এবং এই বইয়ের পৃষ্ঠা রয়েছে মাত্র 68 টি। বইটি সর্বপ্রথম 1988 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং বর্তমান সময়ে বইটি বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি সাইন্স ফিকশন বই।

অনন্ত নক্ষত্রবীথি বইটির রিভিউ

প্রথমে বলে নিয়েছি অনন্ত নক্ষত্রবীথি একটি সাইন্স ফিকশন বই এবং এই বইটিতে আপনারা বিজ্ঞানসম্মত সুন্দর একটি গল্প উপহার পাবেন। এই বইটির বর্ণনায় এমন এক পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে একজন পাঠক নিজের মত করে তার মনোজগতে একটি পরিবেশ তৈরী করে নিতে পারবেন এবং বইয়ের শেষে চমকৃত হবেন।

বইটির বর্ণনায় আকাশকে এত সুন্দর ভাবে দেখানো হয়েছে এবং আকাশকে বোঝানো হয়েছে অন্য একটি পৃথিবীর মতো গ্রহ বলে। বইটি পড়লে আপনার হয়তো কেন্দ্রীয় চরিত্রের মত অন্য এক জগতে পাড়ি জমাতে ইচ্ছে করবে এবং মনে হবে টেলিপ্যাথি যোগাযোগের মাধ্যমে অন্য পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করতে।

এই বইটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে এমন এক ধরনের হাইপার ড্রাইভ মানুষ যে প্রচন্ড শক্তিশালী। সেই শক্তিশালী মানুষ সিদ্ধান্ত গ্রহণ করা যে আমাদের মিল্কিওয়ে ছেড়ে অন্য একটি মিল্কিওয়েতেই পাড়ি জমাবে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। কিন্তু যাত্রাপথে একটি ঝামেলা হয়ে যাই। যাত্রাপথে এমন একটি বস্তুর সাথে মহাকাশযানটি ধাক্কা খায় এবং মহাকাশযানের ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে সেই হাইপের্ড্রাইভ মানব নিকষ অন্ধকার এক জগতে বসবাস করতে শুরু করে এবং সেখানে সে টেলিপ্যাথির মাধ্যমে একটি বিশিষ্ট পরিব্রাজকের সঙ্গে কথা বলার চেষ্টা করে।

এই পরিব্রাজক এমন এক শক্তিশালী পরিব্রাজক যারা সকল কিছু হুবহু অথবা নকল কিছু করে বানাতে পারে। তারা অন্যান্য গ্রহের মত হুবহু আরেকটি গ্রহ বানিয়ে দেবে এবং মানুষের মত অন্য মানুষ বানিয়ে দিতে সক্ষম। এই মানব সেই পরিব্রাজকের সঙ্গে যোগাযোগ করে এবং তার সমস্যার কথা খুলে বলে। ফলে সেই পরিব্রাজক তাকে একজন নিকি বানিয়ে উপহার দেয়। কিন্তু তার বাস্তবের নীকী এবং বানানো নীকির মধ্যে অনেক রকম পার্থক্য দেখা যায়।

কিন্তু সেই শক্তিশালী মানব তার পৃথিবীতে আবার ফিরে আসতে চাই। কিন্তু পরিব্রাজক তাকে এ বিষয়ে আশ্বস্ত প্রদান করে যে তা কখনোই সম্ভব নয়। আর যদি ফিরে আসতে হয় তাহলে তাকে নিয়ম ভঙ্গের জন্য কঠিন শাস্তি পেতে হবে। এক কথায় অসাধারণ এই বইটি। তাই বইটি পড়ুন এবং অন্য এক জগত থেকে ঘুরে আসুন।

অনন্ত নক্ষত্র বীথি PDF

Exit mobile version