Site icon Book PDF Down.com

আর কতদিন PDF Download জহির রায়হান

আর কতদিন PDF Download জহির রায়হান

আর কতদিন বইটি লিখেছেন বিখ্যাত চলচ্চিত্রকার ও উপন্যাসিক জহির রায়হান তিনি তার জীবন পর্যায়ে যে আটটি উপন্যাস লিখেছেন সেগুলো খুবই উৎকৃষ্ট মানের। আর কতদিন বইটি তার মধ্যে একটি। আপনারা যদি জহির রায়হানের আর কতদিন বইয়ের পিডিএফ ফাইল পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর কতদিন বইয়ের পিডিএফ ফাইলটি পেতে আপনারা আমাদের ওয়েবসাইটের নিচে দেখুন।

আর কতদিন বইটি সম্পর্কে কিছু তথ্য এবং কাহিনী সংক্ষেপ নিচে দেওয়া হলঃ- আর কতদিন বইটির পৃষ্ঠা সংখ্যা ২৮ টি। এ বইটি একটি চিরায়ত উপন্যাস। বইটি প্রকাশিত হয়েছে অনুপম প্রকাশনী থেকে। বইটিতে বিভিন্ন বিষয় উঠে এসেছে। যা বইটিকে একটি সুন্দর রূপ দিয়েছে।

একজন আসল পাঠকের কাছে বইটি খুব উপভোগ্য হবে বলে আমাদের ধারণা। তাই যারা আর কতদিন বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে বইটি পড়া শুরু করুন।

আর কতদিন বইটিতে অজ্ঞাতনামা কিছু বিষয় উঠে এসেছে। যেগুলো পাঠক তার পাঠক সত্তার মাধ্যমে বুঝে নিতে পারবে। গল্পের শুরুতেই একটি বাড়িতে সবাই ভয়ে লুকিয়ে রয়েছে তারা। সবাই অন্ধকারে অবস্থান করছে। এমন সময় সে বাড়িতে কয়েকজন করাঘাত করে। সে বাড়ীর গৃহ কর্তীঃ বুড়িমা সবাইকে বাড়ীর ভেতরে নিয়ে যায়। অর্থাৎ পরিস্থিতিতে সবাই ভয়ে দৌড়ে পালাচ্ছে।

সেই বাড়ির গৃহকর্তী সকলকে কাঠের সিঁড়ি বেয়ে বাক্স ঘরে ঢুকে তালাবদ্ধ করে রেখে দেয়। সন্তানেরা তার প্রতি অসন্তোষ প্রকাশ করে। বুড়িমা তার আরেক সন্তান নিয়ে ভাবে। তাদের পরিবারে তপুকে নিয়ে কথা উঠে। কিন্তু তবু সেই মুহূর্তে তপু বাড়িতে নেই। পরিস্থিতির শিকার তারা।

পালাচ্ছে এক জায়গা থেকে অন্যত্র। তার সাথে যার সম্পর্ক রয়েছে সে বাড়িতে গিয়ে দেখে সকলকে মেরে ফেলেছে হায়েনারা। সে ইভাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে ছিল ইভা। একসময় পালাতে পালাতে আশ্রয় নেই বুড়ো একজন যাজকের কাছে।

হায়েনারা এসে পাদ্রীকে জিজ্ঞাসাবাদ করে অপু এবং ইভা এখানে এসেছে কিনা? কিন্তু যাজক অস্বীকার করে। ফলশ্রুতিতে তাকে মেরে ফেলা হয়। ঘটনার পরিস্থিতিতে পালাচ্ছে আর পালাচ্ছে। বিভিন্ন জায়গায় পড়ে যাচ্ছে। যখন পড়ে গেল তখন দেখল যে তার একটি মৃতদেহের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গেছে। তার পাশেই একটি বাচ্চা কাঁদছে।

পরিস্থিতিটাই এমন যে কেউ কাউকে দেখার সময় নাই। বিভিন্ন বাস্তুহারাদের সঙ্গে পথে ঘাটে দেখা হচ্ছে। এদিকে বাক্সবন্দি করে যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে একজন রয়েছে সন্তানসম্ভবা। তারা বাক্স করে বন্ধ থাকতে থাকতে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে, হাত পা অসাড় হয়ে গিয়েছে।

ফলে তারা চতুষ্পদ প্রাণীর মতো আচরণ করছে। হায়েনারা যখন এসেছিল তখন সন্তানসম্ভবা প্রসববেদনা উঠে। যে বাচ্চাটি প্রসব করে তাকে হায়েনাদের থেকে বাঁচানোর জন্য গলা টিপে হত্যা করা হয়। ফলশ্রুতিতে একসময় মৃত্যুবরণ করে। বাড়িতে এসে পৌঁছে তপুর মৃত্যুর খবর।

তখন গৃহকর্তী বুড়িমা হয়তো তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যই তাদের সন্তানের এই অবস্থা হয়েছে এটা ভাবেন। তিনি তাদেরকে খুন করতে উদ্যত হন। কিন্তু আবার ফিরে আসেন এবং একটা সময় তপু বাড়িতে ফিরে আসে। কিন্তু দেখে যে তাদের পরিবারের লোকজনের হাতে রক্ত। অর্থাৎ কিছুক্ষণ আগেই যে আশ্রিত মানুষগুলো রয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছে।

এ দেখে তবু এবং ইভা দৌড়ে পালাতে থাকে এবং তাদের সেই পালানো আর কখনো থামতে চায় না। জাতীয়তাবাদ, ধর্ম-বর্ণ, জাতের নামে যত অন্যায়, তার একটা সামগ্রিক চেহারা উপন্যাসটিতে ফুটেছে। তাই আপনারা বইটি পড়ে উপভোগ করুন।

Exit mobile version