Site icon Book PDF Down.com

আর্কন PDF Download তানজীম রহমান

আর্কন PDF Download তানজীম রহমান

বাংলাদেশের বিখ্যাত লেখক তানজীম রহমান এক অনন্য সৃষ্টি হল “আর্কন”। বাংলাদেশের অন্যান্য থ্রিলার লেখকদের মত তানজীম রহমান বেশ পরিচিত মুখ বাংলাদেশের থ্রিলার পাঠকদের কাছে। তার সহজ সরল, ভাষা নির্বাচন ও সুন্দর প্লট নির্বাচনের জন্য তার উপন্যাস গুলো বেশি সমাদৃত হয় সকলের কাছে। তেমনি অসাধারণ একটি উপন্যাস হলো আখন “আর্কন”।

“আর্কন”তানজীম রহমানের একটি বিখ্যাত থ্রিলার উপন্যাস। উপন্যাসটি প্রথমবারের মতো প্রকাশিত হয় 2015 সালের ফেব্রুয়ারি মাসে‌। বইটি দ্বিতীয়বারের মতো প্রকাশিত হয় ‌ 2016 সালের ফেব্রুয়ারি মাসে। বইটির প্রচ্ছদ করেছেন ডিলান। বইটিতে মোট সংখ্যা রয়েছে 336 টি। বর্তমানে বইটির মুদ্রিত মূল্য 315 টাকা। এখন পর্যন্ত যারা এই বইটির হার্ড কপি সংগ্রহ করতে পারেননি তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বইটি পড়ে ফেলুন।

কাহিনী সংক্ষেপ

“আর্কন”মূলত নরকের অপদেবতাদের দূত। যারা অপদেবতাদের পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়। গল্পটিতে ছোট ছোট জিনিস গুলো এত নিখুঁতভাবে বিশ্লেষণ করা ছিল যে পাঠকদের বুঝতে অসুবিধে হবে না।

এই উপন্যাসটি মূলত প্রাচীন ধর্মের উপর ভিত্তি করে লেখা। উপন্যাসের প্লট ও ধর্মভিত্তিক। উপন্যাসটিতে যে ধর্মের নাম উল্লেখ করা হয়েছে সেটার নাম হলো মানিকেয়িজম।

উপন্যাসটিতে 5 জন চরিত্রকে আমরা দেখতে পাই। তারা সবাই বিখ্যাত খুনি। একদিন তাদের সবাইকে একটা গুহার মধ্যে ছেড়ে দেয়া হয়। তখন সবাই ওখানে অজ্ঞান অবস্থায় ছিল। এদের মধ্যে সবাই পেশাদার খুনি। কিছুক্ষণ পরপর তাদের জ্ঞান ফিরে আসলে বুঝতে পারে তাদের চোখ সরিয়ে নেয়া হয়েছে।

তাদের মধ্যে একজন সবার চোখ তুলে নিয়েছে তারপর সে নিজের চোখ ও তুলে ফেলেছে। এক সময় তারা জানতে পারে এই গুহায় তাদের জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তাদের এক অপার্থিব প্রাণীর সঙ্গে যুদ্ধ করতে হবে। যে প্রাণী কে কেউ দেখলে সাথে সাথে পাগল হয়ে যায়। এজন্য তাদের আগে থেকেই চোখ তুলে নেয়া হয়েছে যাতে তারা প্রাণীকে দেখে ভয় না পেয়ে যায়।

এই গোলকধাঁধা থেকে বাঁচার একমাত্র পথ হল এই প্রাণীটিকে মেরে ফেলতে হবে, তবেই তারা এই মৃত্যুপুরী থেকে নিজেদের উদ্ধার করতে পারবে। গল্প করতে করতে জানা যাবে ওদের মধ্যে কেউ একজন আছে যে ইচ্ছে করেই বিপদের মুখে সবাইকে টেনে এনেছে। এই কথা জানার পরে তাদের প্রত্যেকের মনে অবিশ্বাস, ষড়যন্ত্র বাড়তে থাকে। নিজেদের মধ্যে প্রতিহিংসার যুদ্ধ শুরু হয়।

তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর টিকে থাকার লড়াই। প্রতি পদে পদে তারা এমন কিছু সত্যের মুখোমুখি হয় যেটার জন্য তারা প্রস্তুত ছিল না। প্রতিটা জায়গায় তারা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়। যার জন্য অনেক পরিশ্রম করতে হয় তাদের। শুরু হয় শুভশক্তি ও অশুভ শক্তির মধ্যে যুদ্ধ। শুভ কি অশুভ শক্তিকে হারাতে পারবে?

শেষ পর্যন্ত তারা কি ওই ভয়ংকর গুহা থেকে বেরুতে পারবে? তারা কি অশুভ শক্তির হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে? ফিরে আসতে পারবে কি সুন্দর জগতে? এইসব প্রশ্নের উত্তর মিলবে এই বইটি পড়ার পরে। এই বইটি সবার কাছে ভালো লাগবে তার কারণ হলো শুরু থেকে শেষ পর্যন্ত এখানে রয়েছে টানটান উত্তেজনা, যেটা পাঠকদের বোরিং ভাব কাটিয়ে তুলবে। তাই আর দেরি না করে বইটি সংগ্রহ করে পড়ে ফেলুন।আশাকরি অনেক ভালো লাগবে।

Link :-1 | Link :-2 | Link :-3Link :-4Link :-5

Exit mobile version