Site icon Book PDF Down.com

আয়নাঘর PDF Download হুমায়ূন আহমেদ

আয়নাঘর PDF Download হুমায়ূন আহমেদ

আজকে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা হুমায়ূন আহমেদ স্যারের আয়নাঘর বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। আয়নাঘর বইটির প্রকাশনা সংস্থা হল সময় প্রকাশন এবং এই বইয়ের পৃষ্ঠা রয়েছে 77। বর্তমান বাজারে যদি আপনি বইটি কিনতে চান তাহলে এর মুদ্রিত মূল্য ধরা হবে একশত পঞ্চাশ টাকা। আর যদি বইটির সফট কপি হিসেবে পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের নিচের দিকে চলে যান এবং সেখান থেকে কোন ঝামেলা ছাড়াই বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন।

আয়নাঘর বইটির কাহিনী সংক্ষেপ

আয়নাঘর বইটিতে খুবই সীমিত সংখ্যক চরিত্র উঠে এসেছে। এই বইটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে তাহের নামে বাংলাদেশী যুবক এবং লিলিয়ান নামের এক আমেরিকান যুবতী। তাহের তার ব্যক্তিগত কাজে আমেরিকাতে চাই এবং সেখানে তার জীবিকা নির্বাহের চেষ্টা করে। প্রথম দিনেই লিলিয়ানকে দেখাতে তার ভাল লেগে যায়। কিন্তু বাংলাদেশী যুবক তাকে কিছুই জানাতে পারে না।

লিলিয়ান একইভাবে তাহেরকে পছন্দ করে ফেলে। সে তাহেরকে নিয়ে বিভিন্ন ধরনের অবাস্তব স্বপ্ন দেখতে থাকে। সে তার মাকে এ বিষয়টি খুলে বলে এবং তার মা তার সাহায্যে এগিয়ে আসেন। তার মা তাকে একটি ডাক্তারের শরণাপন্ন করেন এবং ডাক্তার যে ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা তার পছন্দ হয় না। লিলিয়ান সিদ্ধান্ত নেয় যে তাহেরকে হয়তো বিবাহ করলে তার এই অবাস্তব স্বপ্ন দেখা বন্ধ হবে।

তাই একদিন লিলিয়ান হাজির হয় তাহেরের কাছে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। যেকথা তাহেরের বলা উচিত ছিল সে কথা লিলিয়ান নিজের থেকে এসে জানাচ্ছে বলে তাহের আবেগে আপ্লুত হয়ে ওঠে এবং তারা দুজনে একত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দুজনের বিয়ে সম্পন্ন হওয়ার পর লিলিয়ান এই ধরনের স্বপ্ন আর দেখেনি। তবে তাহের যখন আমেরিকা থেকে তার কিছু কাজে ইউরোপে চলে যায় তখন আবার লিলিয়ান এই স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নগুলো তাদের ভবিষ্যৎ জীবনে কোন এক ধরনের বিপদ সংঘটিত হতে পারে এমন স্বপ্ন। এই বিষয়গুলো নিয়ে লিলিয়ান সবসময় চিন্তা করতে থাকে।

যখন তাহের ইউরোপ থেকে আমেরিকায় ফিরে আসে এবং ভাবতে শুরু করেছে তার স্ত্রী একা একা তাই কষ্ট পাচ্ছে তখন সে অন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তাহের চিন্তা করে দেখেন যে সে যদি লিলিয়ান কে তাদের দেশ বাংলাদেশ থেকে ঘুরে নিয়ে আসতে পারে তাহলে লিলিয়ানের হয়তো ভালো লাগবে। তাহেরির সিদ্ধান্ত অনুযায়ী সে তার স্ত্রীকে নিয়ে দেশে ফিরে চলে আসে। দেশে আসার তাহের তার স্ত্রীকে নতুন একটি ঘরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই ঘরটির চারিদিকে আয়না সাজানো থাকে এবং তাহের এর বংশধর অর্থাৎ মেয়েরা এই ঘরে এসে সাজগোজের কাজ করতো। তাহের তার স্ত্রীকে ঘরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

তাহেরের অনুপস্থিতে যখন লিলিয়ান এই ঘরে থাকে তখন সে বিভিন্ন চিত্র চোখের সামনে ভেসে উঠে দেখেন। তার অবস্থান স্বপ্নগুলো বাস্তবে তা ফিরে পাই। সেইসাথে ঘটে যাই অনেক বিপদ। অর্থাৎ তাহের এবং লিলিয়ান কে সম্পত্তির জন্য হত্যা করার উদ্দেশ্যে তার পরিবারের অন্য উত্তরাধিকারীরা ষড়যন্ত্র করে। তবে ঘটনাক্রমে তারা বেঁচে যাই। তারা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করল এবং পরবর্তীতে তারা কি করলে তার সম্পর্কে জানতে হলে পুরো বইটি আপনার করা উচিত।

আয়নাঘর PDF

Exit mobile version