Site icon Book PDF Down.com

অয়োময় PDF Download হুমায়ূন আহমেদ

অয়োময় PDF Download হুমায়ূন আহমেদ

আয়োময় হুমায়ূন আহমেদের একটি গল্পের বই। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার সবসময়ই গল্প লেখাতে সিদ্ধহস্ত এবং অভিজ্ঞ একজন লোক ছিলেন। তিনি যে কোন ঘটনা অনায়াসে লিখতে পারতেন। চমৎকার কিছু গল্প এই বইটিতে স্থান পেয়েছে এবং যেকোন পাঠক এই গল্পগুলো করে মজা পাবেন। যারা হুমায়ূন আহমেদ স্যারের গল্প পড়েননি তারা এই বইটি যদি পড়েন তাহলে আপনাদের ভেতরে হুমায়ূন আহমেদ স্যারের অন্যান্য বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আমাদের ওয়েবসাইট থেকে আপনারা হুমায়ূন আহমেদ স্যারের জনপ্রিয় গল্পের বই আয়োময় বইটি ডাউনলোড করে নিতে পারবেন।

আয়োময় বইটি অনুপম প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে এবং এই বইটি বর্তমান বাজারে মুদ্রিত মূল্য 120 টাকা। বইটিতে সমকালীন সাতটি গল্প রয়েছে। ছোটগল্প পড়ুয়াদের জন্য বইটি একটি উৎকৃষ্ট বই হবে।

অয়োময় বইটির কাহিনী সংক্ষেপ

মূলত গল্পের বইয়ের কাহিনী সংক্ষেপ যদি ছোট করে বলে দেয়া হয় তাহলে গল্পের মজা নষ্ট হয়ে যায়। তাই আমরা কাহিনী সংক্ষেপে গল্প গুলো কেমন লেগেছে এবং রিভিউ দেওয়ার চেষ্টা করব। আই এম এ বইটিতে মোট সাতটি ছোট গল্প রয়েছে এবং প্রথম গল্পের নাম হল আয়োময়। এই গল্পের একজন কেন্দ্রীয় চরিত্র হলো ইউনুস নামের এক চাকর।

তিনি যে পরিবারটিতে বসবাস করছেন সেই পরিবারে এখন তার মৃতপ্রায় অবস্থা। দীর্ঘ সময় ধরে এই পরিবারে তিনি কাজ করে গেছেন এবং শেষে দেখা যায় যে তার জীবনে বাঁচার আকাঙ্ক্ষা প্রবল। তিনি বাঁচার জন্য বিভিন্ন জনের কাছে সাহায্য চাইতে থাকেন এবং তার এই আকুতি মিনতি শুনে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসা ব্যবস্থা করা নিয়েই মূলত এই গল্প এগিয়েছে এবং এই গল্পটি আপনাদের কাছে ভাল লাগবে বলে মনে করছি।

সবচেয়ে মজার গল্প হলো খাদক গল্প। খাদক গল্প মতি নামের একজন খাদক আছেন। সে সব সময় খাওয়া নিয়ে রেকর্ড ঘটনা ঘটাতে থাকে। তাকে এলাকার জমিদার মাংস খাওয়ার জন্য একটি প্রতিযোগিতায় ডাকা হয়। সে মাংসের বড় হাঁড়ি নিয়ে বসে পড়ে এবং গোগ্রাসে মাংস খেতে থাকে। এদিকে তার পরিবারের মেয়ে তার বাপের মাংস খাওয়া দেখতে থাকে।

কিন্তু তার পরিবার কয়েকদিন ধরে অভুক্ত এবং তারা না খেয়ে দিন পার করছে। অভুক্ত মেয়ের সামনে বাপ মাংস খেয়ে চলেছে। যদি তার পাতিলের মাংস থেকে তার মেয়েকে মাংস দেওয়া হয় তাহলে তার প্রতিযোগিতায় ব্যর্থ করানো হবে। এদিকে মতি সকল কিছু মানবিকতা ভুলে গিয়ে সে তার মাংস খাওয়াতে মনোযোগ দেয়।

অংক শ্লোক গল্পটিতে দেখা যায় যে শিক্ষার্থীরা সবসময়ই অংক নিয়ে তটস্থ থাকে। তাই তাদের মাস্টারমশাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তাদের সামনে অংক এমনভাবে উপস্থাপন করবেন যাতে অংক তাদের কাছে মজার একটি বিষয় হয়ে দাঁড়ায়। তাই স্কুলের মাস্টারমশাই বিভিন্ন ধরনের কলা কৌশল রপ্ত করতে থাকেন এবং শিক্ষকদের সহজ উপায়ে অংক শেখানোর পদ্ধতি বের করতে থাকেন। তাছাড়া অচিন বৃক্ষ গল্পটিতে একটি গ্রামের অচিন বৃক্ষ কথা বলা হয়েছে।

এই অচিন বৃক্ষ মূলত কি ধরনের গাছ এবং এই গাছের আসল ঘটনা কি তা কেউ জানে না। তবে গ্রামের মধ্যে এই ঘটনা রটনা হয়ে গিয়েছে যে এই গাছের ফল খেলে নাকি গ্রামের মানুষ সুস্থ হয়ে যাবে। তাই সকলেই নিজেদের সুস্থতা কামনার জন্য এই গাছের ফল কটার দিকে তাকিয়ে থাকে। আদৌ এই গাছের ফল খেয়ে সকলেই সুস্থ হবে কিনা এবং এই গাছের ফল ফুটবে কিনা তা জানতে হলে আপনাদের গল্পটি পড়তে হবে।

অয়োময় PDF

Exit mobile version