Site icon Book PDF Down.com

বাঁধন কাজী মাহবুব হোসেন pdf download

বাঁধন কাজী মাহবুব হোসেন pdf download

বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য লেখক হলেন কাজী মাহবুব হোসেন। তিনি তার গুরুত্বপূর্ণ সব লিখনের দ্বারা বাংলার সাহিত্য ভান্ডার কে অনেকাংশে সমৃদ্ধ করে রেখেছেন। তিনি তার লেখার পরশে পাঠকদের হৃদয়ে অত্যন্ত সুখকর মুহূর্ত সৃষ্টি করেছেন। তার লেখাগুলো পড়ার মাধ্যমে জ্ঞানের উন্মেষ ঘটে। তিনি বরাবর পাঠকদের মন বোঝে তার লেখাগুলো প্রকাশ করেন যাতে সব পাঠকরাই খুব আনন্দের সহিত বইগুলো পড়তে পারে। তার বিখ্যাত সব লেখনীরর মধ্যে “বাঁধন” অত্যন্ত জনপ্রিয় একটি সৃষ্টি।

কাজী মাহবুব হোসেন পেশায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তার পেশার পাশাপাশি সমানভাবে তার সাহিত্যিক কর্মকেও এগিয়ে নিয়েছেন। তিনি সরকারি একজন উচ্চতর কর্মকর্তা হওয়া সত্বেও তার প্রতিভাকে সে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। সে যতটা না তার কর্মক্ষেত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন তার থেকেও অনেক বেশি তার লেখনীর মাধ্যমে অর্জন করেছেন।

বাঁধন” কাজী মাহবুব হোসেনের একটি জনপ্রিয় রচনা। বইটি প্রথমবারের মতো প্রকাশিত হয় 1986 সালে। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। এটি সেবা ওয়েস্টার্ন সিরিজ এর একটি বই। এই বইটি একটি ইংরেজি এর অনুবাদ সেই বইটির নাম হল Silver canyon by Louis L’Amour.

কাহিনী সংক্ষেপ:

 

এই বইটি খুব অল্প সময়ের মধ্যে পাঠকদের অন্দরমহলে সাড়া ফেলে দিয়েছে। এই বইটি পড়ার মাধ্যমে পাঠকদের মনে এক টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে। দারুণ অ্যাডভেঞ্চার নিয়ে শুরু হয়েছে এই বইটি। চমকপ্রদ কিছু কাহিনী নিয়ে রচিত এই বইটি এখনো যারা পড়েননি তারা আর দেরি না করে পড়ে ফেলুন।

প্রথম দেখাতেই লুসির প্রেমে পরল ভবঘুরে রক। কিন্তু সে কথা জানতে পেরে দৈত্যাকৃতি এক লোক এসে প্রচন্ড মারল রককে। কারণ সেই মেয়েটিকে ওই দৈত্যাকৃতির মানুষটি বিয়ে করতে চায়। বৃদ্ধ গিডোকে কে দুর্বল পেয়ে তার ডাবল ডায়মন্ড রেঞ্জ কেড়ে নিতে চায় দুই দল শক্তিশালী রেঞ্জার। রক এসে দাঁড়ালো এই বৃদ্ধের পাশে। কিন্তু একা একা রক কতটা কি করতে পারবে সেটাই সবার অজানা। তার চারিদিকে কি চক্রান্ত হচ্ছে সেটা কেউ বলতে পারে না।

শেষ পর্যন্ত কী হয় ঐ বৃদ্ধার সাথে? রক কী বাঁচাতে পেরেছিল ওই বৃদ্ধাকে? জানতে হলে অবশ্যই পুরো বইটা পড়তে হবে। টানটান উত্তেজনাপূর্ণ এই বইটি না পড়ে থাকলে অনেক কিছুই অজানা থেকে যাবে। এই বইটি পড়তে লাগলে আমি কথা দিতে পারি কিছুটা সময় আপনি অন্য জগতে হারিয়ে যাবেন, বুঝতেই পারবেন না সময় কোন দিক দিয়ে প্রবাহিত হয়ে গেল। সুতরাং তাই আর দেরি না করে চটপট পড়ে ফেলুন এই অসাধারণ বইটি।

Exit mobile version