Site icon Book PDF Down.com

বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে PDF Download ফাহাম আব্দুস সালাম

বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে PDF Download ফাহাম আব্দুস সালাম

‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটির লেখক ‘ফাহাম আব্দুস সালাম’। ফাহাম আব্দুস সালামকে অনেকেই হয়তো চেনেন তার লেখালেখির জন্য। অনলাইনে লেখালেখি করে ইতিমধ্যে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছেন এই লেখক। চিন্তা হয়তো আমরা সবাই করি, কিন্তু আমাদের বেশিরভাগ চিন্তাই হলো অন্তঃসারহীন চিন্তা ভাবনা।

চিন্তাগুলোর মাঝে কোন সমন্বয় নেই, নেই কোন গঠনমূলক দৃষ্টিকোণ। আমাদের মাঝে অল্প সংখ্যক কিছু মানুষ আছেন যারব প্রকৃত রূপেই চিন্তা করতে পারেন এবং সেই চিন্তা থেকে গঠনমূলক কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেন, ফাহাম আব্দুস সালাম তাদের মধ্যে অন্যতম।

বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে PDF

কোন একটা বিষয় নিয়ে ভাববার সময় নিজেকে নিরপেক্ষ অবস্থানে রেখে, বিশ্লেষণী মনোভাবের মাধ্যমে কোন সমস্যার সমাধান খোঁজাটা বেশ কষ্টকর, কিন্তু ফাহাম আব্দুস সালাম এই ক্ষেত্রেও বিশেষ সক্ষমতা অর্জন করেছেন। বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে বইটি মূলত একটি প্রবন্ধমূলক বই।

বিভিন্ন সময়ে ফাহাম অনলাইনে যেসব বিষয় নিয়ে লেখালেখি করেছিলেন সেগুলোই এখানে সমষ্টি হিসেবে তুলে ধরা হয়েছে। এই বইটি সর্বপ্রথম প্রকাশিত হয় ২০২০ সালে এবং প্রকাশনী সংস্থা হলো ‘একাদেমিয়া প্রকাশনী’। মোট ১৪ টি প্রবন্ধ স্থান পেয়েছে বইটির ১৮২ পৃষ্ঠায়।

জাতি হিসেবে আমরা বরাবরই অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি এবং এখনো হচ্ছি। ইংরেজ শাসন থেকে শুরু করে, পাকিস্তানের অত্যাচার, স্বাধীনতা লাভের পর দেশের ভেতরের কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য সম্পূর্ণ জাতির কষ্ট-দুর্দশা যেন লেগেই আছে। একটি সমস্যার সমাধান হয় তো, আরেকটি কোথা থেকে এসে যেন হাজির হয়।

আমাদের এই ছোট বড় বিভিন্ন সমস্যা নিয়ে লেখক এই বইটিতে আলোচনা করেছেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। জাতি হিসেবে আমাদের কিছু কিছু সমস্যা সমাধানে কোন ধরণের ভূমিকা পালন করার দরকার ছিলো অথচ আমরা ভাবাবেগ এ জড়িত হয়ে কোন পদক্ষেপ নিয়েছি এবং এই পদক্ষেপ নেয়ার ফলে আমাদের জাতীয় জীবন থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত জীবন কীভাবে প্রভাবিত হয়েছে তাও এই বইতে লেখক দেখিয়েছেন।

অথচ ভাবতে অবাক লাগে এই ভাবনাগুলো কিন্তু আমাদের চিন্তাতেও আসা উচিৎ ছিলো কিন্তু আমাদের অজ্ঞতার জন্যই যে এসব চিন্তা ভাবনা আমাদের ধারে কাছেও ঘেষে না তাও লেখক প্রমাণ করে দিয়েছেন। আমাদের দেশে এবং আমাদের আশেপাশে অনেক বুদ্ধিজীবী আছেন বর্তমান সময়ে যারা অনেক বড় বড় কথা বলেন হয়তো সভায় না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু আসল কাজের কথা বা যা দ্বারা দেশ ও জাতির উন্নতি হবে এমন কথা এড়িয়ে চলে যান।

কেননা, সত্যের সম্মুখীন হবার মতো ক্ষমতা তাদের নেই বা তারা চোখ বন্ধ করে রাখতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু ফাহাম আব্দুস সালাম যেসব বিষয় সকলে এড়িয়ে যেতে চায় সেসব সমকালীন বিষয় নিয়েও কথা বলেছেন নিরপেক্ষভাবে।

বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে PDF Download Link

পরিশেষে বলতে গেলে একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এই বইটি একবার হলেও সকলের পড়া উচিত। হয়তো বইটির অনেক বিষয় নিয়ে অনেকে সমালোচনা করবেন এবং হয়তো অনেকে বইটি পড়ার পর লেখককে বাহবা দিবেন।

বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে PDF

আপনার প্রতিক্রিয়া যাই হোক না কেন, এই বইটি আপনাকে নতুন একটি দৃষ্টিকোণ দিতে এবং নতুন ভাবনার দুয়ার খুলতে সাহায্য করতে পারে এবং জাতি হিসেবে এই বিষয়টি এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। আমরা চিন্তা করতে ভুলে গেছি আমাদের মস্তিকে পচন ধরে গেছে।

Exit mobile version