Site icon Book PDF Down.com

ভালোবাসা ডট কম PDF Download আনিসুল হক

ভালোবাসা ডট কম PDF Download আনিসুল হক

“ভালোবাসা ডট কম” বাংলাদেশের গত শতাব্দীর আশির দশকে আবির্ভূত হওয়া একজন প্রখ্যাত কথাসাহিত্যিক ও উপন্যাসিক আনিসুল হকের এক বিখ্যাত উপন্যাস। আনিসুল হক একদিক থেকে বিখ্যাত কথা সাহিত্যিক নাট্যকার উপন্যাসিক এবং অন্যদিক থেকে থেকে তিনি একজন নামকরা সাংবাদিক। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান লক্ষণীয়।

বাংলাদেশের কমবেশি সব পাঠকরাই আনিসুল হকের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য বলব এই বইটি ও অসাধারণ লাগবে। “ভালোবাসা ডট কম”এই উপন্যাসটির হার্ডকপি এখনো যারা সংগ্রহ করতে পারেননি শুধুমাত্র সেই সব পাঠকদের উদ্দেশ্যে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বইয়ের পিডিএফ ফাইল দিয়ে থাকি। আমাদের ওয়েবসাইটের নিচে গিয়ে আপনারা এই বইয়ের পিডিএফ ফাইল বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।

“ভালোবাসা ডট কম”একটি সমকালীন উপন্যাস। উপন্যাসটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 80 টি।বর্তমানে বইটির মূল্য 119 টাকা। অনলাইনে যদি আপনি বইটি পড়তে চান তাহলে এমবি মাত্র 6.15। উপন্যাসটিতে কিছু মজার কাহিনী আছে যেটা পড়লে পড়লে বাস্তব জীবনের অনেক দিক স্পষ্ট হয়ে যাবে। বইটা অনেকটাই বাস্তবধর্মী। তাই একবার হলেও বইটি পড়ে দেখা উচিত।

বই নিয়ে কিছু কথা

উপন্যাসটি মূলত আধুনিক যুগের তরুণ-তরুণীদের প্রেমের সম্পর্ক নিয়ে রচিত। লেখক এখানে দেখাতে চেয়েছেন আধুনিক যুগে প্রেম বলতে কী বোঝায়?ভালোবাসা জিনিসটার মানে কোথায় এসে দাঁড়িয়েছে? লেখক উপন্যাসটিতে শুরু থেকে শেষ পর্যন্ত আধুনিক যুগের ভালোবাসার ধরনটাই তুলে ধরেছেন। লেখক এর মতে আধুনিক যুগের ভালোবাসা মানে শুধুই শারীরিক সম্পর্ক এখানে আত্মিক কোনো সম্পর্কের কোন জায়গা নেই। আমরা জানি সব জিনিসেরই ভালো এবং মন্দ দিক থাকে।সেরকমই এই যুগের ভালোবাসারো ভালো ও মন্দ দিক দুইটাই আছে। যার যেভাবে ইচ্ছে সেই ভাবে ব্যবহার করছে। তবে লেখক এখানে নেতিবাচক দিকটাই বেশি তুলে ধরেছেন।

কাহিনী সংক্ষেপ

উপন্যাসটির চরিত্রগুলো হল বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুণ-তরুণী। গল্পের শুরুতে আমরা দেখতে পাই রাজু নামের ছেলেটি প্রপোজ করে লামিয়া নামের একজন মেয়েকে। লামিয়া রাজুর প্রপোজালটা নিয়ে ভাবার সময় চেয়ে নেয়। লামিয়ার উত্তর আসার আগেই রাজু সানজি নামের একটা মেয়েকে প্রপোজাল করে বসে। সানজি সদ্য ছ্যাঁকা খেয়েছে তার প্রেমিক শোভনের কাছে।

শোভন সানজিকে ছ্যাকা দিয়েছে কারণ সে পুন্যি নামের একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। লামিয়া যখন রাজুকে হ্যাঁ বলেছে তখন রাজু আর সানজি কাপলের এর মত হাবভাব করছে। লামিয়া শুধু রাজু কে ভালোবাসে তা কিন্তু নয়।এদিকে লামিয়া রাজুকে লুকিয়ে শোভনের সাথে প্রেম করছে। আর এই দিকে শোভনও লামিয়াকে লুকিয়ে পুন্যির সাথে সম্পর্কে জড়িয়েছে।

পুন্যি পেশায় অভিনেত্রী।তাই সে তার কাজের স্বার্থে পরিচালকদের সাথে ও ভালবাসার খেলা খেলছে। উপন্যাসটিতে দেখতে পাই এখানে সবগুলো চরিত্রই একাধিক সম্পর্কে জড়িত। এখানে আমি গল্পটি কিছুটা কিছুটা বললাম বাকিটা জানতে হলে বইটা পড়তে হবে। রাজু, লামিয়া, শোভন, সানজি, পুন্যি এদের সবার প্রেমের পরিণতি কি হয়?সেটা উপন্যাসটির শেষ পর্যন্ত না পড়লে বোঝা যাবেনা।

এখানে লেখক মূলত আধুনিক যুগের ভালোবাসাকে তাচ্ছিল্য করেছেন। কিছু বাস্তব ঘটনা এই উপন্যাসের মাধ্যমে আমাদের ধরিয়ে দেয়ার চেষ্টা করেছেন। তাই ভালোবাসার নতুন মানে জানতে হলে এখনই আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়ে ফেলুন।

Exit mobile version