Site icon Book PDF Down.com

ভানুসিংহের পদাবলী PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ভানুসিংহের পদাবলী PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ভানুসিংহের পদাবলী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন যা মূলত বৈষ্ণব কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বৈষ্ণব কবিতার মধ্যে একজনের নাম ছিল ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ নামের সেই কবির পদ পাঠ করেছিলেন এবং সেই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ভানুসিংহের পদাবলী রচনার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। ভানুসিংহের পদাবলীর পদগুলো মূলত গীতিকবিতা এবং বৈষ্ণবদের মধ্যে প্রচলিত মৈথিলী ভাষায় লেখা।

সেখান থেকে অনুপ্রাণিত হয়ে সিংহের পদাবলী রচনার জন্য সিদ্ধান্ত নেন। রবি ঠাকুর এই কবিতা সংকলন টি তার বড় ভাইয়ের বউ মৃত কাদম্বরী দেবীকে উৎসর্গ করেছিলেন। ভানুসিংহের পদাবলীতে বৈষ্ণব কবিতা সংকলিত হয়েছে। বৈষ্ণব কবিতা বলতে বোঝায় মধ্যযুগের কবিদের রচনা করা শ্রীকৃষ্ণ ও রাধা প্রেম কাহিনী নিয়ে লেখা। বইটিতে বৈষ্ণব কবিতাগুলো শ্রেণীবিভাগ করেছেন লেখক যেমন ঋতু বিষয়ক, বসন্ত বিষয়ক ও বর্ষা বিষয়ক। মোট ২০ কবিতায় সংকলিত হয়েছে ভানুসিংহের পদাবলী তে তার মধ্যে বেশিরভাগেরই বিষয়বস্তু রাধার বিরহ নিয়ে লেখা।

ভানুসিংহের পদাবলী কবিতা সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব কবিদের অনুসরণে ভানুসিংহের পদাবলী রচনা করেছেন তারপরেও এটা বলা চলে যায় রবি ঠাকুরের আধুনিক যুগের বৈষ্ণব কবিতা গুলো আরো বেশি পরিমার্জিত ও সুন্দর। তবে সংকলনের অনেক পরে রবি ঠাকুর এই কবিতাগুলো তে অনেক সংশোধনী নিয়ে আসেন। ঋতু বন্দনা রাধাকৃষ্ণের প্রেমী মূলত বৈষ্ণব পদাবলীর প্রধান বিষয়বস্তু। ভানুসিংহের পদাবলী রবি ঠাকুর শেষ বিষয়বস্তু নিয়ে লিখেছেন। তবে পরবর্তীতে রবি ঠাকুর ভানুসিংহের পদাবলী নামে আরো কিছু কবিতা লিখেছেন অন্যান্য গ্রন্থে সংকলিত হয়েছে।

তার পরবর্তী জীবনে এসে ভানুসিংহের পদাবলী তে সংগৃহীত কবিতাগুলোতে তেমন গুরুত্ব প্রদান করেননি। তবে ভানুসিংহের পদাবলী থেকে কিছু কবিতা রবি ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সঞ্চয়িতাতে সংযুক্ত করা হয়েছে। রবি ঠাকুরের এতসব কবিতা সংকলনের মধ্যে মোটেও পেছনের সারিতে অবস্থান করে না ভানুসিংহের পদাবলী গুলো।

রবি ঠাকুর সং নিজের ছদ্মনাম ভানুসিংহ দিয়েছেন তার লেখনীতে। রাধাকৃষ্ণের অসাধারণ প্রেম ও ঋতুপর্ণার এইসব অসাধারণ গীতিকবিতা গুলো বাংলা সাহিত্য পাঠক-পাঠিকাদের অধ্যায়ন করা উচিত। কারণ রবি ঠাকুরের কবিতা গুলো ছন্দ প্রেমের এক অপূর্ব নিদর্শন সত্যি বাংলা সাহিত্যের এক বিরল দৃষ্টান্ত।

পাঠকরা যেন সহজেই রবি ঠাকুরের কবিতা সঙ্কলন ভানুসিংহের পদাবলী পড়তে পারে তাই আমরা আমাদের ওয়েবসাইটে ভানুসিংহের পদাবলী কাব্যগ্রন্থটি এর পিডিএফ ফাইল সংগ্রহ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনার যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করে নিতে পারবেন রবি ঠাকুরের ভানুসিংহের পদাবলী এবং চাইলে অনলাইনেও পড়ে নিতে পারেন অসাধারণ কবিতা সংকলন টি সেই সাথে শেয়ার করতে পারেন বন্ধু-বান্ধবদের সাথে।

ভানুসিংহের পদাবলী PDF

Exit mobile version