Site icon Book PDF Down.com

ভৌতিক অমনিবাস PDF Download হুমায়ূন আহমেদ

ভৌতিক অমনিবাস PDF Download হুমায়ূন আহমেদ

আপনি যদি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারের ভূতের গল্প পড়তে চান বা ভুতের উপন্যাস করতে চান তাহলে আপনার জন্য চমৎকার একটি বইয়ের পিডিএফ ফাইলে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা হুমায়ূন আহমেদ স্যারের ভৌতিক অমনিবাস বইটির পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। এই বইটিতে আপনারা কিছু উপন্যাস এবং কিছু গল্প পাবেন। মূলত ভৌতিক অমনিবাস হলো একটি সমগ্র বই।

তাই যারা এই বইটি এখনো পড়েননি তারা আমাদের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করে নিয়ে পড়ে ফেলতে পারবেন। ভৌতিক অমনিবাস বইটির পিডিএফ ফাইল সংগ্রহের জন্য আপনারা আমাদের ওয়েবসাইটের নিচের দিকে চলে যান এবং সেখানে এক ক্লিকের মাধ্যমে বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করুন।

ভৌতিক অমনিবাস জ্ঞান প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে 1994 সালে। এই বইটির বর্তমান বাজারে মুদ্রিত মূল্য 500 টাকা এবং এই বইটিতে পৃষ্ঠায় রয়েছে মোট 456 টি। বর্তমানে আপনারা এই বইটি বিভিন্ন বইয়ের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। আর সব ছবি পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন। অতিপ্রাকৃত এবং ভৌতিক গল্প গুলো আপনারা এই বইয়ে পাবেন। ভৌতিক অমনিবাস বইয়ের প্রথম চারটি উপন্যাস হলো মিসির আলি সিরিজের বৃহন্নলা, দি একসরসিস্ট, পোকা, যখন ডুবে গিয়েছে পঞ্চমীর চাঁদ। তাছাড়া বেশ কিছু গল্প দেয়া হয়েছে ভৌতিক অমনিবাস বই।

ভৌতিক অমনিবাস বইটির রিভিউ

ভৌতিক অমনিবাস বইয়ে যে সকল উপন্যাস এবং গল্প রয়েছে তার মধ্যে আমার বৃহন্নলা বইটি অনেক ভালো লেগেছে। আর গল্পের ভিতরে সবচাইতে ভালো লেগেছে ওইজা বোর্ড গল্পটি। বৃহন্নলা বইটিতে লেখক প্রথম পুরুষে গল্প বলেছেন। একবার লেখক তার মামাতো ভাইয়ের বিয়েতে গ্রামের একটি এলাকায় যাই। তবে কোন এক সমস্যার কারণে বিয়েটি হয়না এবং সেই রাতে তারা সেখান থেকে ফিরে আসতে পারে না। তাই সেই রাতে থাকার ব্যবস্থা হিসেবে লেখক গ্রামের একজন শিক্ষকের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

শিক্ষক তাঁর নিজের জীবনের গল্প শোনান থাকে লেখক কে। গল্পটি হলো ঠিক এরকম যে, সেই শিক্ষক একদিন রাতের বেলায় বাসায় আসছেন এবং সেই সময় তিনি একটি মৃত লাশকে দেখতে পান। পরবর্তীতে তিনি মৃত লাশকে বাড়িতে নিয়ে আসেন এবং হঠাৎ করেই এই মৃত লাশ একদিন হয়ে যাই। লেখক এই ধরণের গা ছমছমে গল্প শুনে যারপরানাই আমি অবাক হয়ে যান এবং এর তদন্ত শুরু করেন।

তিনি ঢাকাতে ফিরে এসে তদন্ত শুরু করেন এবং এ বিষয়ে পড়ালেখা শুরু করেন। তারপরে তিনি এর সমাধান বের করেন এবং সবশেষে সেই গ্রামের স্কুল শিক্ষককে দোষী সাব্যস্ত করে আত্মসমর্পণ করার জন্য একটি চিঠি দেন। প্রকৃতপক্ষে সেই শিক্ষক সেই মেয়েটিকে ধর্ষণ করার পরে হত্যা করে এবং তার লাশ গায়েব করে দেয়। কিন্তু মিথ্যা গল্প বলে এমন একটি মুখরোচক গল্প তিনি গ্রামের মধ্যে ছড়িয়ে দিয়েছেন যাতে তার গায়ে কোন দোষ না থাকে।

ওইজা বোর্ড গল্পটিতে একটি পরিবারের বড় সন্তান বিদেশ থেকে একটি বিদেশি মেয়েকে বিয়ে করে বাড়িতে ফেলে। বিদেশি পুত্রবধূ সকলের জন্য একটি উপহার আনে। সেই বিদেশে পুত্রবধূ ছোট ননদের জন্য আনে ওইজা বোর্ড। ওই যে বোর্ডের উপরে হাত রেখে কথা বললে মৃতের সঙ্গে কথা বলা যায় এমন টাই ধারণা ছড়িয়েছেন তিনি ছোট ননদের ভিতর। সেই ছোট ননদ রাতের বেলায় উঠে ওইজখ বোর্ডের সঙ্গে কথা বলে এবং খুব শীঘ্রই তার ভাবি আহত হবে বলে জানতে পারে। তার ভাবি কি আসলে ও আহত হয়েছিল কিনা তা জানতে হলে আপনারা গল্পটি পড়বেন। এবার প্রত্যেকটি গল্প চমৎকার সুন্দর।

ভৌতিক অমনিবাস PDF

Exit mobile version