Site icon Book PDF Down.com

বিপদ PDF Download হুমায়ূন আহমেদ

বিপদ PDF Download হুমায়ূন আহমেদ

মিসির আলি সিরিজের বিপদ বইটি আপনাদের ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। আপনারা যারা বইটি সংগ্রহ করতে পারেননি অথবা কোন কারণে পড়তে পারেনি তারা আমাদের ওয়েবসাইট থেকে এই মুহূর্তে ডাউনলোড করে নিন এবং পড়া শুরু করে দিন। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন।

যারা বই পড়তে ভালোবাসেন কিন্তু কোন কারণে বই সংগ্রহ করতে পারেন না তাদের জন্য আমাদের ওয়েবসাইটে রয়েছে অনেক বইয়ের পিডিএফ সমগ্র। আপনারা চাইলেই যে কোন লেখক এর যেকোনো বই পিডিএফ ফাইল আকারে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে সকল পাঠক জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বই পড়তে পছন্দ করেন তারা আমাদের ওয়েবসাইটের নিচের দিকে গিয়ে সূচিপত্র হুমায়ূন আহমেদের সকল বই পেয়ে যাবেন।

বইটি ডাউনলোড করার পূর্বে চলুন আমরা হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের এই বইটি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি। এই বইটিতে মোট পৃষ্ঠা রয়েছে 62 টি। বইটির বর্তমানে বাজারে মুদ্রিত মূল্য একশত টাকা। যে কোন লাইব্রেরী অথবা অনলাইন সবথেকে আপনারা বইটা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এবং পিডিএফ ফাইল পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট হবে আপনাদের জন্য বেস্ট অপশন। এ বইটি প্রকাশিত হয়েছে শিখা প্রকাশনী থেকে। যারা অতিপ্রাকৃত ও ভৌতিক উপন্যাস পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটি হবে একটি বেস্ট বই। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের ওয়েবসাইটের নিচের থেকে বইটি ডাউনলোড করে নিই।

বিপদ বইটির কাহিনী সংক্ষেপ

এই উপন্যাসটিতে আফসার চৌধুরী নামক এক লোককে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হতে থাকে। তিনি একজন যা আছে সব কোম্পানির মালিক এবং সেখানে খুব নিষ্ঠুর সঙ্গে কাজ করে। তবে উঁচু পদে কাজ করার সুবাদে তার যেমন গুরুগম্ভীর এবং আরেকটি স্বভাবের হওয়া উচিত, তিনি তার চাইতেও বেশি কিছু আচরণে প্রকাশ করে থাকেন। তবে তার আচরণ পেশাগত নয় বরং স্বভাবগত এবং প্রকৃতিগত।

তিনি যদিও স্বভাবগত দিক থেকে খুবই গম্ভীর এবং তিনি নিজেও চান তার আশেপাশের মানুষজন প্রয়োজনের বেশি কথা না বলে কেউ না হাসুক। তবে তিনি আচরণের দিক থেকে তাদের স্ত্রীর আচরণ একদম বিপরীত হিসেবে পেয়েছেন। এমনকি তার দুই মেয়ে ও তার স্ত্রীর মতো আচরণ পেয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে খুব হাসাহাসি করতাম তারা। এটা নিয়ে আফসার চৌধুরীর রাগের সীমা ছিল না। তিনি এ বিষয়ে অনেক বকাঝকা করেও কোনও লাভ হয়নি।

কোন একদিন সকালবেলা আক্তার চৌধুরী সপরিবারে নাস্তা করতে বসেছেন। হঠাৎ করে বাড়িতে থাকা বিড়াল এবং বিড়ালের বাচ্চার মধ্যে একটি বিড়াল তার করে লাফ দিয়ে উঠে। এই বিষয়টি দেখে তার স্ত্রী এবং কন্যারা অনেক হাসাহাসি করে এবং হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। বিড়াল করলে উঠাতে এবং তারা হেসে উঠাতে তিনি অনেক রাগ করেন এবং একটি বিড়ালকে লাথি মেরে দূরে ফেলে দেন। কারণ বিড়ালটি তার খাবার খেলে দিয়েছে এবং নষ্ট করেছে।

এই ঘটনার পর থেকে তিনি তার পরিবেশে পরিবর্তন দেখতে পান। তিনি সব কিছুই দুটো করে ভাবতে শুরু করেন। তার জাগতিক পরিবেশ এক রকমের এবং তিনি বিড়ালের কথোপকথন শুনতে পান এরকম একটি ইনফ্যাচুয়েশন তৈরি করেন। অর্থাৎ বিড়ালেরা তাদের বাচ্চাদের সঙ্গে কিভাবে রকম কথোপকথন করে সেই কথোপকথন তিনি হব এবং স্পষ্ট ভাবে শুনতে পান। দিনে দিনে তিনি বিড়ালদের কথোপকথন শুনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে যান।

এই সমস্যার সমাধানের জন্য তিনি শরণাপন্ন হন যুক্তিবাদী মিশির আলীর কাছে। মিসির আলি যেহেতু যুক্তিবাদী একজন মানুষ সেই জন্য তিনি বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখার চেষ্টা করেন। তিনি বিড়াল বিষয়ে অনেক বই পড়ার চেষ্টা করেন। একসময় তিনি সমাধানে চলে আসেন এবং সমাধান দেন। বিড়ালের সঙ্গে এই যে অতিপ্রাকৃত কথোপকথন এবং যে ব্যপারগুলো ঘটেছে তা সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো বইটি মনোযোগ দিয়ে পড়তে হবে। তবে বইটি পাঠ করে বিড়ালদের যে কথোপকথন হয় তা খুবই ভালো লেগেছে। এ ধরনের বই পড়লে আপনার ওখানে ক্লান্তি আসবে না এবং আপনি বই পড়ে অনেক সাহিত্যরস পাবেন।

বিপদ PDF

Exit mobile version