Site icon Book PDF Down.com

বৈকুন্ঠের উইল PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বৈকুন্ঠের উইল PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বৈকুন্ঠের উইল PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বৈকুন্ঠের উইল উপন্যাস পিডিএফ ডাউনলোড
বৈকুন্ঠের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত পারিবারিক উপন্যাস। উপন্যাসটিতে একটি মানুষের মাতৃভক্তি ও ভাইয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখানো হয়েছে। বৈকুন্ঠের ছেলে গুগোল কে নিয়ে উপন্যাসের মূল কাহিনী। গোকুল ও বিনোদ ছিল বৈকুন্ঠের দুই স্ত্রীর দুই সন্তান।

গোকুল পড়াশোনায় ভালো না হওয়ায় বৈকুণ্ঠ খুব তাড়াতাড়ি তাকে পড়াশোনা থেকে বিরত করিয়ে দেয় এবং গোকুলের সততা ও ভালো মানুষের জন্য সে তার সম্পত্তি ও দোকানের কাজে গোকুল কে নিয়োজিত করে। তার কিছুদিনের মধ্যেই বৈকুন্ঠের মৃত্যুদিন উপস্থিত হয় এবং তার স্ত্রীর সাথে মতামত নিয়ে সমস্ত সম্পত্তির উইল গোকুল কে দিয়ে যায় কারণ বৈকুণ্ঠের দৃঢ় বিশ্বাস ছিল যে গোকুলের মত সৎ ব্যক্তি কখনোই নিজের ভাই ও মা তাকে ঠকাবে না।

বৈকুন্ঠের সমস্ত সম্পত্তি গোকুল কে দিয়ে যাবার আরেকটা কারন হলো বিনোদ পড়াশোনায় অনেক ভালো কিন্তু তার মৃত্যুর পূর্বে বিনোদ সম্পর্কে কিছু খারাপ ধারণা পায়। পিতার মৃত্যুর পর গোকুল বিনোদ কে নিয়ে অনেক আশাবাদী হয়ে ওঠে এবং সে একদিন এমএ পাস করে অনেক বড় কিছু হবে এমন আশা করতে থাকে।

কিন্তু অতি শীঘ্রই দেখা যায় যে বিনোদ বন্ধুদের পাল্লায় পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে এবং নেশাগ্রস্ত হয়ে পড়েছে। এমনকি পিতার মৃত্যুর সময় বিনোদ নিজ গৃহে আসেনি। তবে গোকুলের বিষিয়ে দেয় তার নিজের স্ত্রী বিনোদের বিরুদ্ধে। সাথে যোগ হয় গোকুলের শ্বশুরবাড়ির লোকজন। নিজের ভাইকে তখন গোকুল আগের মতো আর ভালবাসেনা আর বিনোদের মাতাকেও আগের মত সম্মান করে না।

এরকম পরিস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে চরম দ্বন্দ্ব উপস্থিত হয়। আশেপাশের প্রতিবেশী ও কিছু কুটিল ব্যক্তি সম্পত্তির ভাগের জন্য বিনোদকে নিজের ভাইয়ের বিরুদ্ধে মোকাদ্দমা করার জন্য উস্কানি দিতে থাকে। কিন্তু এরূপ বাজে পরিস্থিতির মধ্যেও গ্রিলের যখন বড় ভাই গোকুলের কাছে এসে কথা বলতে চায় । এতদিনের দ্বিধাদ্বন্দ্ব আর ঝগড়া সব শেষ হয়ে যায় আর বিনোদকে গোকুল নিজের বুকে টেনে নেয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অসম্ভব সুন্দর উপন্যাসটি আপনি যদি যখন-তখন পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটে এখনই ভিজিট করুন আর ডাউনলোড করে নিন বৈকুন্ঠের উইল পিডিএফ ফাইল আর পড়ে ফেলুন এই সুন্দর উপন্যাসটি। আপনারা চাইলে পিডিএফ ফাইলটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাই দেরি না করে এক্ষুনি ডাউনলোড করে নিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসটি।

বৈকুন্ঠের উইল PDF

Exit mobile version