Site icon Book PDF Down.com

বলাই PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

বলাই PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

বলাই রবি ঠাকুরের একটি বিখ্যাত ছোটগল্প। বলাই নামের একটি ছোট্ট ছেলের প্রকৃতির প্রতি অসামান্য ভালোবাসার সুন্দর গল্প বলাই। ছোটবেলা থেকেই গাছের প্রতি বলাইয়ের ভালোবাসা ছিল অসাধারণ। বলাই সব সময় গাছ ও প্রকৃতির সাথে থাকতে পছন্দ করতো। যখন কেউ ঘাস মাড়িয়ে হেঁটে যেত বলে মনে হতো গাছগুলো যেন আঘাত পাচ্ছে।

বলাইয়ের দুষ্টু বন্ধুরা তাকে জ্বালাতন করার জন্য গাছের পাতা ছিঁড়ে কিংবা ডাল ভেঙে ফেলত এসব কারণে বলাই খুব কষ্ট পেত। বলাই সব সময় ভাবুক হয়ে দিন পার করত। গাছের পতিতার এরকম ভালবাসা দেখে সবাই ভাবতো বলাই বুঝি পাগল। বলাই চরিত্রের মধ্য দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন একটা মানুষকে কতটা প্রকৃতিপ্রেমী হওয়া উচিত। কেননা মানুষ চিরকাল প্রকৃতির কাছে তার শান্তি ও ভালোবাসা খুঁজে পেয়েছে।

বলাই ছোটগল্প পিডিএফ ডাউনলোড রবি ঠাকুর

ছোটবেলা বলাই সব সময় গাছ নিয়ে এই সময় কাটাতো। কখনোই গাছের উপর কোন আঘাত সহ্য করতে পারত না বলাই। একদা বলাইয়ের বাড়ির প্রবেশপথের একদম মাঝখানে একটি শিমুল গাছের ছোট্ট গাছ জন্ম নেয়। বলাই গাছটিকে দেখে এত খুশি হয় যে সব সময় গাছটির যত্ন করা শুরু করে। কিন্তু সকলে গাছটিকে উপড়ে ফেলতে চাই কেননা শিমুল গাছ বড় হলে চারপাশে ছড়িয়ে নোংরা হবে তাছাড়া বাড়ির প্রবেশপথে এমন গাছ রাখা মোটেও শোভনীয় কিছু নয়।

কিন্তু বলাই এত জেদ করে যে শেষ পর্যন্ত গাছটিকে উপড়ে ফেলতে আর কেউ সাহস করে না। ধীরে ধীরে অনেক বছর কেটে যায়। বলাই পড়াশোনার জন্য শহরে চলে যায়। এত বছর পরে শিমুল গাছ টি ও তার আসল চেহারা রূপান্তরিত হয়। বিশাল এই গাছটিকে নিয়ে বিপদে পড়ে যায় সকলে কেননা বাড়ির প্রবেশপথে গাছটি সকলকে বেশ অসুবিধায় ফেলে। অবশেষে কোন উপায় না পেয়ে বলে না জানিয়েই সকলে মিলে গাছটি কেটে ফেলে।

গাছকেটে সকলে যেন হাঁফ ছেড়ে বাঁচে। হঠাৎ একদিন বলা হয় শহর থেকে বাড়ির লোকজনের কাছে পত্র পাঠায়। পত্রটিতে সে সকলের নিকট অনুরোধ জানায় তারা যেন তার সেই শিমুল গাছের একটি ছবি তুলে তাকে যেন পাঠিয়ে দেয়। বলাই যে এরূপ আবদার করবে তা বাড়ির কেউ বুঝতে পারেনি। কিন্তু ততক্ষণে বলাইয়ের গাছ টাকে তারা কেটে ফেলেছে। তাই বলাইকে আর তার প্রিয় গাছের ছবি পাঠানো সম্ভব হয় না।

রবি ঠাকুরের অসাধারণ এই ছোটগল্পটি আপনাদের সুবিধার্থে পিডিএফ ফাইল আকারে আমরা সংগ্রহ করেছি আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা চাইলে যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর ডাউনলোড করে নিতে পারেন বলাই গল্পটির পিডিএফ ফাইল সেই সাথে শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের সাথে।

বলাই PDF

Exit mobile version