Site icon Book PDF Down.com

বড়দিদি PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বড়দিদি PDF Downnload শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বড়দিদি উপন্যাস শরৎচন্দ্র পিডিএফ ডাউনলোড
বড়দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাস। এই উপন্যাসের প্রধান চরিত্র হলো মাধুরী আর একমাত্র শক্তিশালী পুরুষ চরিত্র হলো সুরেন্দ্রনাথ। সুরেন্দ্রনাথ একজন জমিদারের পুত্র আর খামখেয়ালী। সুরেন্দ্রনাথ ছোটকাল থেকেই মায়ের অতিরিক্ত আদর এবং অর্ধ বৃত্তের মধ্যে মানুষের কারণে বাস্তব জীবন সম্পর্কে ধারনা অভিজ্ঞতা খুবই কম।

জীবন সম্পর্কে সে খুব কমই জানে এবং বাস্তবতার পদার্পণ নেই বললেই চলে। অন্যদিকে গল্পের নায়িকা মাধুরী সেই শৈশবেই বৈধব্য বরণ করে যার কারণে অতৃপ্ত ভালোবাসা বাসনা তার মধ্যে আছে। আমাদের চরিত্রের সবচেয়ে বড় দিক হলো তার ভেতরের স্নেহশীল মাতৃত্বের এক উজ্জ্বল প্রতিমা।

সুরেন্দ্রনাথ একদিন বিদেশ যাত্রা করতে চাইলে তার বাবা তাকে ভৎসর্নার সুরে বলে যে যে ছেলে এখনো পরনির্ভরশীল সে কীভাবে দূর দেশে গিয়ে বসবাস করবে। একারণে সুরেন্দ্রনাথের অত্যন্ত অভিমান হয় এবং সে বাড়ি থেকে পালিয়ে যায় কিন্তু এর পরেই সে মুখোমুখি হয় চরম নিষ্ঠুর বাস্তবতা।অবশেষে মাধুরীর ছোটবোন মাদকের জন্য গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত হয় সুরেন্দ্রনাথ।

সুরেন্দ্রনাথ মাধ্যমে ব্যাপারে এটুকুই জানি যে সে হল বড়দিদি এবং বড়দিদি সুরেন্দ্রনাথ কে নিজ গৃহের মতই সেবা যত্ন করতে থাকে অথচ সুরেন্দ্রনাথ কখনোই বড় দুধের দর্শন টুকু পর্যন্ত পায়না। ফলে নিজ গৃহের মতোই সেবা-যত্ন পায় সুরেন্দ্রনাথ কিন্তু সুরেন্দ্রনাথ এর প্রতি এক মোহাবিষ্ট ভালোবাসার সঞ্চার হয় মাধুরীর মনে।

কিন্তু সেতো বিধবা সে যতই সুন্দরী হোক না কেন সমাজের চোখে সে বিধবা বিধবা যার কোন স্বাদ-আহ্লাদ কোন কিছুই থাকতে নেই। উপন্যাসের একটি উল্লেখযোগ্য দিক হলো জমিদারি প্রথার কুফল এবং জমিদারি প্রথার দৌরাত্ম্য যে সেই সময়টাতে কতটা করেছে তার সুস্পষ্ট ধারণা দিতে চেয়েছেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

এই সুন্দর উপন্যাসটি যদি আপনি যখন তখন পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর ডাউনলোড করে ফেলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বড়দিদি। বড়দিদি উপন্যাস টি বাংলা সাহিত্যের প্রতি পাঠকের করা উচিত এমন হৃদয়স্পর্শী সমসাময়িক সামাজিক চিত্রের উৎকৃষ্ট উদাহরণ মনে হয় আর দ্বিতীয়টি নেই।

তাই আর দেরি না করে যখন তখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ও নন্দিত উপন্যাস বড়দিদির পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়ে ফেলুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।

বড়দিদি PDF

Exit mobile version