Site icon Book PDF Down.com

বরফ গলা নদী PDF Download জহির রায়হান

বরফ গলা নদী PDF Download জহির রায়হান

বরফ গলা নদী বইটি লিখেছেন জহির রায়হান। বইটি একটি সামাজিক উপন্যাস। আপনারা যদি বইটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বরফ গলা নদী বইটি সামাজিক উপন্যাস নিম্নমধ্যবিত্ত পরিবারের চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয়গুলো ফুটে উঠেছে।

আপনারা যদি জহিরে রায়হান এর সকল বইয়ের পিডিএফ ফাইল পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

বরফ গলা নদী পিডিএফ

বরফ গলা নদী বইটি অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা। বইটির পৃষ্ঠা সংখ্যা ৯০টি। এই উপন্যাসটি বাস্তব জীবন সম্পর্কিত বই। বরফ গলা নদী পিডিএফ দেরি না করে আপনারা ডাউনলোড করে নিন। বরফ গলা নদী বইটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে আমাদের ওয়েবসাইটের নিচে দেখুন।

বরফ গলা নদী বইয়ের কাহিনী সংক্ষেপ

বইটির শুরুতে উপসংহার এর আগে নামে কিছু তথ্য দেওয়া আছে। শুরুতে মাহমুদ নামে একজন ব্যক্তি তার স্ত্রীকে তার চাওয়া পাওয়া এবং আফসোস নিয়ে বিভিন্ন কথোপকথন চালিয়ে যাচ্ছে। উপন্যাসের গভীরে যদি আমরা যেতে চাই তাহলে অনেক কিছু জানতে পারি।

নিম্নমধ্যবিত্ত পরিবারের বসবাস করে মাহমুদ, মরিয়ম, খোকন, হাসিনা এবং তাদের বাবা মা। মরিয়ম ইন্টারমিডিয়েট পাশ করেছে। সে সেলিনা নামে এক বড়লোকের মেয়েকে প্রাইভেট পড়াইতে যাওয়ার মাধ্যম দিয়ে সে বাড়িতে তাঁর ভালো যোগাযোগ। তাকে ভাল লেগে যায় সেলিনার বড় বোনের দেবরের।

সে বিভিন্নভাবে মরিয়মকে বোঝাতে চাই। কিন্তু মরিয়ম এর একটি তিক্ত অভিজ্ঞতা আছে বলে সে এসব বিষয়গুলোকে সহজভাবে গ্রহণ করতে পারে না। মরিয়ম এর বান্ধবি লিলি মরিয়মের বাড়িতে যাতায়াত রয়েছে। মরিয়মের বড় ভাই মাহমুদ একটি প্রেসে প্রুফ রিডার এর কাজ করে। সে তার কাজ নিয়ে সন্তুষ্ট নয়।

সে একজন স্বাধীনচেতা ধরনের। তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় দেয়া হয় যেগুলো সে সত্যতা যাচাই না করে করতে অনিচ্ছুক। সেজন্য তার কর্ম ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। একসময় সে তার চাকরিটা ছেড়ে দেয়। এমনিতেই তাদের পরিবারের অভাব-অনটনের সংসার। পরবর্তীতে আরো অভাব-অনটন হয়। যে বাড়িতে থাকে সেটি তাদের ভাড়া করা।

একসময় মরিয়ম ছেলেদের বাড়িতে পড়াতে যেতে না পারার কারণে একদিন মনসুর সাহেব মরিয়ম এর বাড়িতে চলে আসে। এভাবে মরিয়ম এর বাড়িতে মনসুর এর যাওয়া শুরু হতে থাকে। একসময় মরিয়মকে বিয়ে করে। পরে যখন মরিয়ম এর অতীত জানতে পারে তখন সে মরিয়মকে ত্যাগ করে। বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে।

মরিয়ম স্বামীর উপরে অভিমান করে এবং স্বামী চাওয়াকে মূল্য দিতে গিয়ে সেই বাড়িতে ত্যাগ করে। ইতোমধ্যে মনসুর মরিয়ম এর পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদেরকে এই ভাঙ্গা বাড়িতে রাখবেনা। ভালো একটি বাড়িতে নিয়ে এসে তাদেরকে সেখানে উঠাবে। কিন্তু শেষে মরিয়ম তার বাবার বাড়িতে চলে আসে।

সেদিন সে তার পরিবারকে জানতে দেয় না যে সে তার স্বামীর সাথে রাগারাগি করে তার বাবার বাড়িতে চলে এসেছে। সেই সময়টা ছিল বর্ষাকাল। যেহেতু তারা পুরাতন বাড়িতে বসবাস করছিল, সেই বাড়ির ছাদে যথেষ্ট পুরনো ছিল। সেই বৃষ্টি রাতেই মাহমুদ তার বাসা থেকে বেরিয়ে যাই কাজের উদ্দেশ্যে। আর সেই পরিবারের উপর নেমে আসে দুর্ঘটনা।

প্রিয় পাঠক আপনাকে এই পরিবারটি সম্পর্কে জানতে হলে পুরো বইটি পড়তে হবে। যদি আপনি পড়েন তাহলে অসম্ভব ভালোবাসা জন্মাবে বইটির প্রতি। তাই দেরি না করে বইটি পড়ে শেষ করুন।

Exit mobile version