Site icon Book PDF Down.com

বোতল ভূত PDF Download হুমায়ূন আহমেদ

বোতল ভূত PDF Download হুমায়ূন আহমেদ

বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত অসাধারণ একটি উপন্যাস হল ‘বোতল ভূত’। বইটি ছোটদের বই হিসেবে একটি চমৎকার বই। বইটি প্রকাশিত হয়েছে ১৯৮৯ সালের আগস্ট মাসে। বইটি প্রকাশনা করেছে প্রতীক প্রকাশনা সংস্থা। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ঃ ৬৪ টি। বইটির বাংলাদেশি মুদ্রিত মূল্যঃ ১২০ টাকা। বইটির অনলাইন পিডিএফ সাইজঃ ০৬ এমবি।

বইটি একটি শিশু- কিশোরদের উপন্যাস। ১২-১৭ বছর বয়সী একটি বাচ্চার কাহিনী নিয়ে বইটি লেখা হয়েছে। চমৎকার মজার এই বইটি পড়তে হলে আমাদের ওয়েবসাইট থেকে ফ্রি পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবেন। এখনো যারা পড়েননি তারা তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটি ভিজিট করে বইটি পড়ে ফেলুন।

বোতল ভূত উপন্যাসের মূল কাহিনী

লেখক হুমায়ুন আহমেদের সাহিত্যর সব ক্ষেত্রে বিচরণ। ছোট থেকে বড়ো সবার জন্য তিনি লিখে গেছেন অসাধারণ সব উপন্যাস। সবার হৃদয়ে এই জন্য তিনি চিরকাল অম্লান হয়ে থাকবেন। ‘ বোতল ভূত’ মূলত ছোটদের জন্য একটি অসাধারণ উপন্যাস। হুমায়ুন নামের একটি ছেলেকে নিয়ে গল্পর কাহিনী শুরু হয়। হুমায়ুন নামের ছেলেটি ক্লাস সিক্সে পড়ে। সে বেশ দুরন্ত প্রকৃতির ছেলে। সারা ক্লাস সে মাতিয়ে রাখে। তবে তেমন লেখাপড়ায় ভালো নয় সে। ক্লাসে যেমন দুরন্তপনা করে তেমনি বাড়িতেও সে বেশ দুষ্টু প্রকৃতির।

হুমায়ুনের হঠাৎ করেই তার ক্লাসের একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তার নাম হল মুনির। ক্লাসের সবচেয়ে শান্ত আর হাবাগোবা ছেলে হল মুনির। কারো সাথে সে কথা বলে না। ক্লাসে স্যাররা পড়া ধরলেও সে কিছুই বলে না শুধু চুপ করে থাকে। ছেলেটা একটু অদ্ভূত ধরণের সবসময় ক্লাসের পিছনের বেন্ঞ্চে বসে। ক্লাসে বসে সে সবসময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে আর স্যাররা কিছু বললেই শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।স্কুলের প্রায়ই সব স্যাররা তার উপর বিরক্ত হয়।

বিশেষ করে অংক স্যার তার উপর খুব বিরক্ত হয়। অংক স্যার তাকে অংক করতে বললে সে না করলে স্যার তাকে বেত দিয়ে মারতে চায়। কিন্তু তিনি কখনোই অবশ্য তাকে বেত দিয়ে মারেন না। একদিন স্যার অংক করতে বললে মুনির সবার আগে অংক করে ফেলে। সেইটা দেখে দেখে হুমায়ুনও অংকটা করে ফেলে। তারপর থেকেই হুমায়ুন আর মুনিরের বন্ধুত্ব হয়ে যায়।

একদিন হুমায়ুন আর মুনির তার দুঃসম্পর্কের একজন নানার বাড়িতে ভূত নিয়ে আসতে যায়। সেই ভূতটা একটা বাচ্চা ভূত। কিন্তু তারা সেই ভূতের বাচ্চাকে কীভাবে নিয়ে আসবে তা নিয়ে ভাবতে থাকে। অবশেষে তারা ভূতের বাচ্চাকে একটি বোতলে করে ভরে নিয়ে আসে। বোতলে ভরে নিয়ে আসার পর থেকে তার নাম জয় বোতল ভূত। ভূতকে নিয়ে আসার পর থেকে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। বোতল ভূত তাদের সব আবদার পূরণ করতে থাকে।

বোতল ভূত যেসব কাণ্ডকারখানা করে সেসব দেখে সকলে অবাক হয়ে যায়। হুমায়ুনরা ফুটবল খেলতে গিয়ে প্রায় হারতে বসে তখন বোতল ভূত তাদের হারা ম্যাচ জিতিয়ে দেয়। তারপর মুনিরের বোনের বিয়েতে মত নেই এজন্য তার মন খারাপ। বোতল ভূত ম্যাজিক করে বিয়েটা আটকে দেয়। তখন এইসব দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। তারপর একদিন হঠাৎ করেই বোতল ভূত হারিয়ে যায়।

কোথায় হারিয়ে যায় কেউ জানেনা। তারা অনেক খুঁজেও আর তাকে পায়না। কোথায় হারিয়ে যায় বোতল ভূত, জানতে হলে পড়তে হবে হুমায়ুন আহমেদের চমৎকার উপন্যাস বোতল ভূত।

বোতল ভূত PDF

Exit mobile version