Site icon Book PDF Down.com

বৃহন্নলা PDF Download হুমায়ূন আহমেদ

বৃহন্নলা PDF Download হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদের জনপ্রিয় সিরিজ মিসির আলী সম্পর্কে আমরা সকলেই জানি। মিসির আলি ঢাকা বিশ্ববিদ্যালয় এবনরমাল সাইকোলজি বিভাগের একজন পার্ট টাইম টিচার। চাকরি ছাড়াও তার একটি পছন্দের কাজ রয়েছে। সেই কাজটি হলো এই রহস্যে ঘেরা পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের রহস্য উদঘাটন করা। কোন ধরনের পারিশ্রমিক না নিয়েই সম্পূর্ণ নিজের স্বেচ্ছায় তিনি এ ধরনের কাজে নিজেকে জড়িয়ে থাকেন এবং রহস্য উদঘাটন করতে সক্ষম হন। তাই মিছির আলীকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোন মানে হয়না।

আপনারা যারা মিসির আলি সিরিজের অন্যান্য বই পড়েছেন তারা বৃহন্নলা বইটি পড়ে দেখতে পারেন। পাঠকসমাজে বৃহন্নলা হুমায়ুন আহমেদ বইটির ব্যাপক চাহিদা রয়েছে এবং অনেক পাঠক এই বইটি সুখপাঠ্য ব‌ই হিসেবে মেনে নিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে হুমায়ূন আহমেদের বৃহন্নলা বইটি পিডিএফ ডাউনলোড করার ব্যবস্থা করেছি।

বৃহন্নলা মিসির আলি

মিসির আলি সিরিজের একটি জনপ্রিয় বই হল বৃহন্নলা। এই বইটি আমি পড়েছি এবং মজা পেয়েছি। সেই উদ্দেশ্যে আপনাদের মাঝে এ বইটি শেয়ার করা হলো পিডিএফ ফাইল আকারে। বৃহন্নলা বইটি প্রতীক প্রকাশনা সংস্খা থেকে প্রকাশিত হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা 47 এবং বইটির মুদ্রিত মূল্য 90 টাকা। বিভিন্ন অনলাইন শপ এর পাশাপাশি নিকটস্থ লাইব্রেরী থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। আর পিডিএফ ফাইল পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটের নিচের দিকে যান এবং সেখান থেকে বইটি ডাউনলোড করে নিয়ে বইটি পড়া শুরু করুন। হুমায়ূন আহমেদের বৃহন্নলা বইটি ভৌতিক এবং অতিপ্রাকৃত রহস্যে ভরপুর।

বৃহন্নলা বইয়ের কাহিনী সংক্ষেপ

মূলত এই বইটির গল্পকথক লেখক নিজে অর্থাৎ হুমায়ূন আহমেদ। গল্পের শুরু হয় একটি গ্রামে বিয়ে খেতে যাওয়া কেন্দ্র করে। সেখানে লেখক হুমায়ূন আহমেদ তার মামাতো ভাইয়ের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে ঢাকা শহর থেকে অদূরে একটি স্থানে যায়। যেখানে কোনো এক কারণে সেই রাতে বিয়ের ব্যাপারটি স্থগিত ঘটে এবং পরের দিন বিয়ে হবে বলে সকলেই যে যার মত রাতে ঘুমাবার ব্যবস্থা করতে থাকে।

তবে গ্রামে কনেপক্ষের বাড়িতে স্থান সংকুলানের সমস্যার কারণে লেখোকের রাতে ঘুমাবার জায়গা হয়। বিয়েতে উপস্থিত একজন ইস্কুল মাস্টার অর্থাৎ সুধাকান্ত বাবুর সঙ্গে তার পরিচয় হয় এবং সুকান্ত বাবু তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। লেখক সুধাকান্ত বাবুর সঙ্গে তার বাড়িতে আসে এবং বাড়ির বারান্দায় বসে। সেখানে সুধাকান্ত বাবু তার জীবনে ঘটে যাওয়া একটি গল্প শোনাই তাকে।

ঘটনাটির বর্ণনা হল যে, একরাতে সুধাকান্ত বাবু কোন এক জায়গা থেকে বাসায় ফিরছিলেন এবং কিছু কুকুর তাকে তাড়া করে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে তিনি একটা নতুন কিছু আবিষ্কার করেন। সুধা কান্তবাবু সেখানে একটি মহিলার লাশ খুঁজে পান এবং তিনি এই লাশকে তুলে নিয়ে তার ঘরে চলে আসেন। লাশঘরে নিয়ে আসার জন্য তিনি অনেক কিছুর আলামত খুঁজে পান এবং তিনি লক্ষ্য করেন যে তার ঘর থেকে বিভিন্ন মৃত মানুষের আত্মা বের হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে।

তিনি এহেন পরিস্থিতি দেখে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন এবং লক্ষ্য করেন যে কিছু নেকড়ের দল সেই লাশকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এভাবে লাশটি তার ঘর থেকে উধাও হয়ে যায় এবং তিনি আশেপাশের লোককে এই গল্পটি মুখরোচক গল্প হিসেবে বলতে থাকেন। গ্রামের মানুষ হওয়াই অনেকেই তাদের সরল মনে এই গল্পটিকে বিশ্বাস করে এবং অনেকেই করেন না। তবে তিনি একজন সম্মানিত স্কুল শিক্ষক হিসেবে তাকে এ বিষয়ে আর কেউ ঘাটায় নি। ধীরে ধীরে এই অবস্থাটি চাপা পড়ে যায়।

লেখক পরের দিন বিয়ে না হওয়ার কারণে ঢাকায় ফিরে আসেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেন মিসির আলি। তিনি ঘটনা তাকে খুলে বলেন এবং মিসির আলী তার যুক্তি বুদ্ধি দিয়ে একটা একটা করে সমস্যা সমাধানের চেষ্টা করেন। সবশেষে উদ্ধার করেন যে, মহিলাটি আসলে মৃত লাশ ছিল কিনা অথবা জীবিত ছিল কিনা।

এরকম ঘটনা সুধাকান্ত ব্যবসাকে কেন ঘটবে এবং তিনি বা কেন এরকম ঘটনা গ্রামের আর সবাইকে গল্প বানিয়ে বলতে থাকবেন। প্রিয় পাঠক আপনি যদি রহস্যে ঘেরা এই বইটি পড়তে চান তাহলে আর দেরি না করে পড়ে ফেলুন। আপনাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে হুমায়ূন আহমেদের বৃহন্নলা বইয়ের পাশাপাশি মিসির আলি সিরিজের অন্যান্য বই আপনারা পেয়ে যাবেন।

বৃহন্নলা PDF

Exit mobile version