Site icon Book PDF Down.com

বৃষ্টি বিলাস PDF Download হুমায়ূন আহমেদ

বৃষ্টি বিলাস PDF Download হুমায়ূন আহমেদ

আমাদের ওয়েবসাইটে আপনারা জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যারের বৃষ্টি বিলাস বইটি ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটি সাহিত্য পড়ুয়াদের জন্য আমাদের ওয়েবসাইটে বই ডাউনলোড করার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি অন্যান্য লেখক এর আরও বই ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের নিচের দিকে দেওয়া সূচিপত্র দেখবেন। আর যদি বৃষ্টি বিলাস বইটি ডাউনলোড করতে চান তাহলে নিচে গিয়ে ডাউনলোড করুন অপশনে ক্লিক করুন।

বৃষ্টিবিলাস বইটি একটি সমকালীন উপন্যাস এবং রোমান্টিক উপন্যাস। এ বইটি প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ প্রকাশনী থেকে এবং এই বইয়ের পৃষ্ঠায় রয়েছে 104 টি। বর্তমান বাজারে বইটি যদি আপনি হার্ড কপি সংগ্রহ করতে চান তাহলে আপনার কাছে মুদ্রিত মূল্য রাখা হবে 225 টাকা। পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইল খুব সহজেই সংগ্রহ করে নিন।

বৃষ্টি বিলাস কাহিনী সংক্ষেপ

বৃষ্টিবিলাস বইটিতে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়িকার বৃষ্টিতে তাঁর প্রিয়তমকে নিয়ে ভেজার কথা বলা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো শ্যামা নামে একটি মেয়ে। সেই মেয়েটি একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। দেখতে খুবই সুন্দরী। একদিন তার বাবা হঠাৎ করেই তার বিয়ে ঠিক করে। ছেলেকে তাদের বাড়ীতে নিয়ে আসে এবং ছেলের নাম হলো আতাউর।

এই ছেলে ও ব্যাংকের একটি সাধারন পদে চাকরি করে। প্রথমত সে আমার মধ্যে কোন ধরনের পরিবর্তন না হলেও সে পরবর্তীতে আতাউরকে পছন্দ করতে শুরু করে। যেদিন আতাউর তাকে দেখতে আসবে সেদিন সে কি রঙের শাড়ি পড়বে এবং শাড়ির সঙ্গে কোন চুরি পরলে মানাবে তা নিয়ে চিন্তায় অস্থির হয়েছিল।

শ্যামা অনেকটা বুদ্ধিমতি মেয়ে। সে তার ছোট বোন এশা সেজে মাঝেমধ্যেই আতাউরকে টেলিফোন করে। এশার চরিত্রে অভিনয় করে আতাউর এর সঙ্গে এবং মজার মজার কথা বলে। এভাবেই তাদের সম্পর্কটা এগিয়ে যেতে থাকে এবং দেখা করার জন্য আহ্বান জানায়। শ্যামা একদিন আদরের সঙ্গে দেখা করে এবং তাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাই। শ্যামা মনে করে যে আতাউর ছেলেটি খুবই ভালো এবং তাকে বিয়ে করে সুখী হতে পারবে।

কিন্তু বিয়ের বিষয় গুলো ঘুরে যায় অন্য বিষয়গুলোতে। শ্যামা তার বান্ধবীর বিয়েতে যাই এবং সেখানে গিয়ে পরিচয় হয় বড়লোকের ছেলে আশফাকুরের সাথে। ছেলেটি শ্যামা কে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে এবং শ্যামা ও তার বুদ্ধিমত্তা দেখে পছন্দ করে ফেলেন। এদিকে তার বিয়ে ঠিক হয়ে আছে আতাউরের সঙ্গে।

তবে পরবর্তীতে যখন জানতে পারে যে আতাউর মানসিকভাবে অসুস্থ তখন তার মনে দোলাচল ঘটতে থাকে। বৃষ্টির সময় আসলে আতাউর পাগল হয়ে যায় এবং তাকে ঘরে আটকে রাখতে হয়। তাই আতাউরের পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তার বিয়ে দেবার মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে পরিত্রান পাওয়া যাবে। তাই সে আমাদের পরিবারে এ ধরনের ঘটনা বলা হয়নি।

এদিকে শ্যামার বান্ধবী তৃণা আশরাফুলের সঙ্গে সম্পর্কের বিষয়ে কলকাঠি নাড়ছে থাকে। এভাবে আস্তে আস্তে শ্যামার সম্পর্কটি আশরাফুর রহমানের সঙ্গে বৃদ্ধি পেতে থাকে। তবে পরিশেষে আতাউর এর সঙ্গে সে আমার ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তার অসুস্থতার কথা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। যেহেতু শ্যামা বুদ্ধিমতি মেয়ে সেহেতু সে কাকে পছন্দ করবে তার জীবন সঙ্গিনী হিসেবে তা জানতে হলে আপনাকে পুরো বইটি পড়তে হবে। আর পুরো বইটি পড়ার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিলেই হবে।

বৃষ্টি বিলাস PDF

Exit mobile version