Site icon Book PDF Down.com

চন্দ্রনাথ PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

চন্দ্রনাথ PDF Downnload শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

চন্দ্রনাথ উপন্যাস পিডিএফ ডাউনলোড শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
চন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সামাজিক উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র হলো চন্দ্রনাথ যে কাশী ভ্রমণ করতে গিয়ে এক তার এক পুরাতন ভৃত্যোর বাড়িতে উঠে এবং সেই বাড়ীতে কাজ করা একটি দাসীর কন্যা সুরাজ কে বিবাহ করে। সুরাজ মেয়েটি অত্যন্ত সুন্দরী হওয়ায় প্রথম দেখাতেই চন্দ্রনাথ তাকে ভালোবেসে ফেলে কিন্তু চন্দ্রনাথ সুরজের মায়ের অতীত না জেনে তাকে বিয়ে করে।

বিয়ের পরে চন্দ্রনাথের কাকা মোটেও এটি মেনে নিতে পারেনি এর কারণ সম্পর্কে এক ব্যক্তি সুরজের মাতার কালো তিল সম্পর্কে চিঠি দিয়ে সবকিছু জানিয়ে দেয়। চন্দ্রনাথ অতীত সম্পর্কে সবকিছু জানতে পেরে তুরস্কের ত্যাগ করে চলে যায় সেই মুহূর্তে সুরাজ সন্তান সম্ভাবনা ছিল। চন্দ্রনাথের এরূপ ব্যবহার মোটেও কাম্য ছিলনা। সে তার স্ত্রীকে বারবার স্মরণ করিয়ে দিত যে সে একজন দাসের কন্যা এবং তার মায়ের কারণে সুরজ কে অনেক কষ্ট সহ্য করতে হয় যদিও সুরাজের কোন দোষ ছিলনা।

উপন্যাসটি যদিও পারিবারিক ও সামাজিক উপন্যাস তার পরেও তৎকালীন সময়ের সমাজের নারীদের অবস্থা ছিল সেটাই গভীর ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। একটি মেয়ে যে কিনা সব দিক দিয়ে ভালো হওয়া সত্ত্বেও শুধুমাত্র মায়ের অতীতের কারণে তাকে চরম কষ্ট ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে এটি মোটেও কাম্য নয়। এরপরে সুরাজ চন্দ্রের কাকার বাড়িতে গিয়ে উঠে এবং সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু যখন সুরাজ চন্দ্রনাথের কাকার বাড়িতে থাকে তার কাকার সমস্ত ধারণা বদলে যায়।

সুরাজের উপর থেকে ভুল ধারণা চলে যায় ও বিমোহিত হয়ে যায় সুরাজের সততা, চারিত্রিক গুন ও স্নেহশীল আচরণে। অবশেষে চন্দ্রনাথ তার সমস্ত ভুল বুঝতে পেরে ফিরে আসে সুরাজ ও তার নিজ পুত্র সন্তানের কাছে এবং তার কাকা মৃত্যু কোলে ঢলে পড়ে। এভাবেই সুন্দর একটি শেষ দিয়ে উপন্যাসটি সমাপ্ত হয় কিন্তু নারীরা যে চিরকালে অবহেলিত তার একটি উৎকৃষ্ট উদাহরণ চন্দ্রনাথ উপন্যাসটি।

এই সুন্দর উপন্যাসটি যদি আপনি পড়তে চান তাহলে এখনই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। চন্দ্রনাথ উপন্যাসটির পিডিএফ ডাউনলোড করুন। শুধু আপনি নয় আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন বিখ্যাত কথা সাহিত্যিক উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস চন্দ্রনাথ। যখন-তখন ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ও ডাউনলোড করুন উপন্যাসটি।

চন্দ্রনাথ PDF

Exit mobile version