Site icon Book PDF Down.com

ছেলেটা PDF Download হুমায়ূন আহমেদ

ছেলেটা PDF Download হুমায়ূন আহমেদ

আপনি যদি হুমায়ূন আহমেদ স্যারের ছেলেটা বইটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে নিচের দিকে চলে যান। আমাদের ওয়েবসাইটের নিচের দিকে গেলে আপনারা ছেলেটা বইটির পিডিএফ ফাইল পেয়ে যাবেন। আপনি যদি হুমায়ূন আহমেদ স্যারের অন্যান্য বই এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তাহলে বইয়ের সূচিপত্র গিয়ে হুমায়ূন আহমেদ স্যারের লেখার উপরে ক্লিক করুন।

যেকোনো ধরনের বই ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট হবে একটি উত্তম জায়গা। তাছাড়া বিনামূল্যে এবং সহজ উপায়ে বই ডাউনলোড করার ক্ষেত্রে আমরা দেখছি আপনার ক্ষেত্রে বিশেষ সুবিধা। এই বই ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটের নিচের দিকে যান এবং সেখানে গিয়ে আপনাদের সুবিধা মত বই ডাউনলোড করে নিন।

ছেলেটা বইটির বর্তমান বাজারে মুদ্রিত মূল্য 150 টাকা। ছেলেটা বইটি সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা 96 টি। ছেলেটা বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে হলে আমাদের ওয়েবসাইটে নিচের দিকে চলে যান এবং সেখানে গিয়ে সহজ উপায়ে বইটি ডাউনলোড করে নিন। শিশু-কিশোর বিষয়ক বইটি পড়তে আপনাদের ভালো লাগবে এবং শৈশব স্মৃতি খুঁজে পেতে সাহায্য করবে।

ছেলেটা কাহিনী সংক্ষেপ

ছেলেটা বইটিতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছে রনি নামের একটি ছেলে। সে বর্তমানে ফোরথ স্ট্যান্ডে পড়াশোনা করে এবং তার শৈশব স্মৃতি তার মাধ্যমে বইটিতে বলা হয়েছে। প্রকৃতপক্ষে তার বাবা মারা যাওয়ার পর তার মা আর একজন ভদ্রলোকের সঙ্গে বিয়ে করে। পরবর্তীতে তখন তার মা মারা গেলে সেই সৎ বাবা আরো একজন মহিলাকে বিয়ে করেন। ফলে বর্তমানে সে এখন সৎ বাবা এবং সৎ মায়ের ঘরে বসবাস করছে। তবে তার বাবা অত্যন্ত ভালো এবং তাকে খুব ভালোবাসেন এবং যত্ন করেন।

আমাদের এই লেখক জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার বরাবরের মতোই চরিত্রের মধ্যে রহস্য লুকিয়ে রাখেন। তিনি রনি চরিত্রের ভেতরেও রহস্য লুকিয়ে রেখেছেন পাঠক পড়লে বুঝতে পারবেন। পরিবারের সবাই থেকে ভালবাসলে তার একজন প্রত্য রয়েছে এবং তিনি রনিকে দু চোখে দেখতে পারেন না। রনির দায় দায়িত্ব নিয়ে তিনি সবসময়ই অনীহা প্রকাশ করেন।

রনিকে ভালোমতো পড়ালেখা করার সুবিধার জন্য তার বাড়িতে একজন ছবি আঁকার শিক্ষক রাখা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে উদ্দেশ্যে এই বাড়িতে আসে হাব্বত আলী নামে এক চরিত্র। তবে সেই চিত্রকরের নাম শুনে এবং বাহ্যিক অঙ্গভঙ্গি দেখে রনির সৎমা উনাকে বাড়ি থেকে বিদায় করে দেন। বিভিন্ন মজার মজার ঘটনা এই বইটিতে উঠে আসে। অনেকে এই বইটি পড়লে শৈশবের স্মৃতি মনে পড়ে যাবে। রনিকে এই বাড়িতে অনুকরণ করে হলো একটি মেয়ে। তার নাম হলো লুৎপা।

রনি যে সকল ছবি আছে সেসকল ছবি সেই মেয়েটির নিয়ে যায় এবং সেরকমই ছবি আঁকার চেষ্টা করে। তবে বইটি শেষে অর্থাৎ যখন রণি বড় হয়ে যায় তখন সেই মেয়েটিকে রনি বিয়ে করে। এবাড়িতে বারবার তার শিক্ষক ফিরে আসা এবং দাদার আচরণগুলো বারবার উঠে আসে।

তার দাদা তার চলাফেরার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা সৃষ্টি করে যার কারণে তার দাদাকে আর ভালো লাগেনা। তবে তার বাড়িতে ছবি আঁকানোর জন্য যে শিক্ষক এসেছিলেন। লেখক কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে যে রহস্যের সৃষ্টি করেছেন সে রহস্য আপনি বইটি পড়লে বুঝতে পারবেন। বইটিতে আপনারা শৈশবের স্মৃতি খুঁজে পাবেন বলে মনে করি।

ছেলেটা PDF

Exit mobile version