Site icon Book PDF Down.com

রসায়ন দ্বিতীয় পত্র দাগানো বই PDF Download হাজারী ও নাগ

ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে হলে একটি ভালো বই এর কোন বিকল্প নেই ।মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেনের উপর দৃষ্টি দিয়েই সাজানো হয়েছে হাজারী নাগ স্যারের রসায়ন দ্বিতীয় পত্র বইটি।

প্রতিবছরই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক ভার্সিটি পরীক্ষার কোশ্চেনগুলো এই বইটি ফলো করে। বইটিতে পরিবেশ রসায়ন ,জৈব রসায়ন ,পরিমাণগত রসায়ন ,তড়িৎ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টার গুলো একাডেমিক সিলেবাস এর পাশাপাশি ভর্তি পরীক্ষার উপযুক্ত করে সাজানো হয়েছে।

প্রতিটি অধ্যায়ের শেষে যে mcq হল গুলো এড করা হয়েছে একজন ভর্তি পরীক্ষার্থী কে তা নিঃসন্দেহে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলবে। তাছাড়াও অধ্যায়ের শেষে এড করা বিগত সালের মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক ভার্সিটি কোশ্চেনগুলো একজন শিক্ষার্থীকে বুঝতে সাহায্য করে কোশ্চেনের ধারা সম্পর্কে।

রসায়ন দ্বিতীয় পত্র বই এর সবচেয়ে জটিল এবং মজার চ্যাপ্টার জৈব রসায়ন অধ্যায়টি অন্য যেকোনো রাইটারের বই এর চেয়ে হাজারী নাগ স্যারের বইটিতে সহজভাবে বিক্রিয়াসহ ভেঙ্গে ভেঙ্গে উপস্থাপন করা হয়েছে।

এছাড়াও গুরুত্বপূর্ণ টপিকগুলো চার্ট আকারে ছবিসহ উপস্থাপন করা হয়েছে ।অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নতুন এবং শিক্ষার্থীর জন্য জানা দরকার সেগুলো আলাদাভাবে বক্স হিসেবে উপস্থাপন করা হয়েছে ।

একজন স্টুডেন্ট যদি ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকার মানসিকতা নিয়ে পরীক্ষার প্রিপারেশন নিতে থাকে তাহলে তার জন্য হাজারী নাগ স্যারের রসায়ন দ্বিতীয় পত্র বইটি খুবই আবশ্যক ।

সুতরাং ভর্তি পরীক্ষায় ভালো করতে চাইলে( বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে চাইলে) এখনই হাজারী নাগ স্যারের রসায়ন দ্বিতীয় পত্র বইটি কালেক্ট করুন এবং সহজে বইটি পেতে আমাদের রসায়ন দ্বিতীয় পত্র পিডিএফ ডাউনলোড করুন‌।

রসায়ন দ্বিতীয় পত্র দাগানো বই PDF

Exit mobile version