Site icon Book PDF Down.com

চোখের বালি PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

আপনি কি চোখের বালি উপন্যাস এর পিডিএফ ডাউনলোড লিংক খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের ওয়েব সাইট থেকে খুব সহজেই বইটি সংগ্রহ করতে পারবেন। বইটি ডাউনলোড লিংক এই আর্টিকেলের একদম নিচে দেয়া হল। প্রথমেই জেনে নেয়া যাক বুক রিভিউ বা কাহিনী সংক্ষেপ।

চোখের বালি কাহিনী সংক্ষেপ ও বুক রিভিউ

“চোঁখের বালি” রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস। এটি ইংরেজি, জার্মানি সহ কয়েকটি ভাষায় অনুদিন হয়েছে। রবীন্দ্রনাথ তার লেখনীতে জীবন কে খুব কাছে থেকে দেখছেন, সমালোচনা করেছেন, নারী হৃদয়, পুরষের মন এবং শিশুর মন অবধি বিচরণ করেছেন তার শক্তিশালী লেখনীর মাধ্যমে।

সেই সময়ে বিধবাদের সমাজে কিরুপ নিরাদুণ কষ্ট সহ্য করতে হত তারই চিত্র চোঁখের বালি। বিধবাদের পুনরায় বিবাহ করার কোন অধিকার ছিল না তখন।কারও ভালবাসা তো দুরের ব্যাপার।অপর পক্ষে মেয়েদের হিংসুক প্রবৃতির চিত্র তুলে ধরা হয়েছে।

একজন বিবাহিত পুরুষ যদি পর নারীতে আসক্ত হয় কি করে তার সংসার নরক হয়ে ওঠে সেটাই মুখ্য ঘটনা এই উপন্যাসের। অপর দিকে বউমা এবং শ্বাশুড়ির মধ্যকার রেষারেষি সহ বিভিন্ন পারিবারিক ঝামেলা নিয়ে লেখা উপন্যাস টা যা পরিবারে সাধারণ ঘটনাই বলা চলে, তবে এই সাধারণ ঘটনাকে অসাধারণ লেখনীতে রুপ দান করেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

গল্পের শুরু হয় রাজলক্ষ্মী ও তার ছেলে মহেন্দ্রর কথোপকথনের মধ্যে দিয়ে। মহেন্দ্রর মা তার বাল্যকালের সখীর মেয়ে বিনোদিনীর সাথে বিয়ে দিতে চায় কিন্তু মহেন্দ্র বলে যে বিয়ে করলে তাদের মা ছেলের মধ্যে দুরত্ব তৈরী হবে।অপরদিকে মহেন্দ্রর কাকীমা চায় তার পিতৃহীন মাতৃহীন ভাইয়ের মেয়ের সাথে মহেন্দ্রর বিয়ে দিতে।

কিন্তু রাজলক্ষ্মী হয়ত রাজি হবেনা জেনে তিনি কখনো এই কথা প্রকাশ করতে চায় না। মহেন্দ্রর সবচেয়ে কাছের বন্ধু এবং সেই বাড়ির ঘনিষ্ঠ হলো বিহারী। সে মহেন্দ্রর মা ও কাকীর খুব স্নেহের। অবশেষে বিহারী আশা লতাকে বিয়ে করতে চায় এবং মহেন্দ্রর সাথে আশাকে দেখতে যায় কিন্তু মহেন্দ্র আগ বাড়িয়ে আশাকে বিয়ে করতে চায়, বিহারির মনে মনে আশাকে পছন্দ হলেও প্রকাশ করে না।

বিয়ে হয়ে যায় আশা ও মহেদ্রর। মহেন্দ্র দিন দিন বউয়ের যত কাছাকাছি যায় তত মাতা হতে দুরে সরে যায় এতে মহেন্দ্রর পড়াশোনার ব্যাঘাত ঘটতে থাকে। মা রাজলক্ষ্মী রাগ করে কাশী চলে যায় তবে আসার সময় সেই বিনোদিনীকে নিয়ে আসে যে বিবাহের কিছু দিন পর বিধবা হয়।

বিনোদিনী শিক্ষিতা, সুন্দরী এবং বিভিন্ন কাছে খুব পটু মেয়ে। অল্প কিছু দিনের মধ্যে সকলের মন জয় করে নেয় বিনোদিনী। তার সাথে সই পাতায় আশালতা, দুইজন দুইজনকে বালি নামে ডাকা শুরু করে কিন্তু এই বিনোদিনী যে আশার চোঁখের বালি সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে সে কখনোই ভাবতে পারেনি।

বিনোদিনী বিহারির ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে মনে মনে ভালবাসতে শুরু করে বিহারীকে। অপর দিকে আশা লতার সুখ দেখে হিংসে হয় বিনোদিনীর, তার তো মহেন্দ্রর সাথে বিয়ে হওয়ার কথা ছিল যদি হত তবে সে তো এই সব কিছু পেত। তারপর একদিন বিহারীর কাছে জানতে পারে আশালতার প্রতি তার দুর্বলতার কথা।

এবং সত্যি হিংসা হয় তার সে মহেন্দ্রকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টায় সফল হয়। সবকিছু জানাজানি হলে তাদের সংসারে নেমে আসে চরম অশান্তি। বিনোদিনী বিহারীকে বলে তাকে বিয়ে করতে কিন্তু বিহারি রাজি হয় না।

পূর্বেই আশা লতাকে সহ্য করতে পারে না মহেন্দ্রর মা। সে আশালতার অপটুত্বে খুব বিরক্ত হয়, আশালতাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে মহেন্দ্র এটা কষ্ট দেয় রাজলক্ষ্মীর। নিজের জা এর সাথে প্রায়ই ঝামেলা হয় আশালতা কে নিয়ে। বিনোদিনী আসার পর তার কর্ম পটুতায় মুগ্ধ হয়ে যায় বাড়ির প্রতিটি মানুষ।

অবশেষে একদিন বিনোদিনী কে নিয়ে মহেন্দ্র পালিয়ে যায়। বিহারি গিয়ে ফিরিয়ে নিয়ে আসে বিহারিকে। সে বিনোদিনীকে বিয়ে করতে চায়, ফিরিয়ে আনতে চায় সংসারের শান্তি কিন্তু বিনোদিনী কোথায় চলে যায় তা কেউ জানতে পারে না।

সেই সময় চাইলেই কেউ বিধবাদের বিয়ে করতে পারত না। বিনোদিনী সুখী হতে চেয়েছিল কিন্তু সংসার তার ভাগ্যে ছিল না। সেজন্য হয়ত তার মনে না পাওয়ার কষ্ট থেকে জন্য নেয় ক্ষোভ আর হিংসা।

চোখের বালি বইটির পিডিএফ ডাউনলোড লিংক

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত উপন্যাস চোখের বালি পিডিএফ ফাইল বিনামূল্যে ডাউনলোড এর জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য ছোট গল্প এবং প্রবন্ধ সংগ্রহ করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। সকল ধরনের লেখক এর বই এই ওয়েবসাইটে পাওয়া যায়। নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিজে বই পড়ুন অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। আপনার বন্ধুদের মাঝে ওয়েব সাইটের লিংকটি শেয়ার করুন।

Exit mobile version