Site icon Book PDF Down.com

ক্লিওপেট্রা PDF Download হেনরি রাইডার হ্যাগার্ড

ক্লিওপেট্রা PDF Download হেনরি রাইডার হ্যাগার্ড

আপনারা কি ক্লিওপেট্রা বইটির পিডিএফ ফাইল খুজছেন? তাহলে আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই ক্লিওপেট্রা বইটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে আপনারা আমাদের ওয়েবসাইট এর নিচে দেখুন।

ক্লিওপেট্রা বইটি লিখেছেন হেনরি রাইডার হ্যাগার্ড। বইটির পৃষ্ঠা সংখ্যা ২৪৩টি। বইটি অনুবাদ করেছেন সায়েম সোলায়মান। বইটি রকমারি সহ বিভিন্ন ধরনের অনলাইন শপে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বইটির অনুবাদ প্রাঞ্জল ভাষায় রচিত হয়েছে বলে খুব সহজেই পাঠকেরা বুঝতে পারবেন। তাই যারা ক্লিওপেট্রা বইটি পড়তে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন।

কাহিনী সংক্ষেপ

যদিও বইটির নাম কিউপেটরা, তথাপি উঠে এসেছে প্রাচীন মিশরের এবাদিউসের হারমাচিস এর কথা। প্রাচীন মিশরের এক পুরোহিতের ঘরে জন্ম নেয় সে। জন্মানোর সময় তার মা স্বপ্নে দেখতে পায় যে তার সন্তান একদিন প্রাচীন মিশরের রাজা হবে। এই কথা জনে জনে প্রকাশিত হয়ে গেলে বাধা-বিপত্তি হয়।

হারমাচিস যে রাজা হবে সে কথা পৌঁছে যাই মিশরের রাজার কাছে। তিনি হারমাচিসকে হত্যা করার উদ্দেশ্যে লোক পাঠান। সে মুহূর্তে হারমাচিস অবস্থান করছিল অটোয়া ওর ঘরে। অটোয়া যেহেতু জানতো হারমাচিস একদিন মিশরের রাজা হবে এবং মিশরবাসীর সকল দুঃখ দুর্দশা দূর করবে, তাই হারমাচিসকে তিনি রক্ষা করেন।

নিজের আপন নাতিকে তুলে দেন প্রাচীন মিশরের সৈন্য বাহিনীর হাতে হারমাচিস পরিচয়ে। সৈন্য বাহিনীরা নিয়ে যাই অটোয়ার নাতিকে এবং হারমাচিস মনে করে হত্যা করে। এদিকে হারমাচিস ধীরে ধীরে বড় হতে থাকে। হারমাচিস এর পিতা যখন লক্ষ্য করলো তার সন্তান অনেক স্বাস্থবান হয়ে উঠেছে এবং যেকোন ধরনের বিপত্তি মোকাবেলা করতে সক্ষম।

তাই তিনি তার সন্তানকে পাঠিয়ে দিলেন তার এক পরিচিত আত্মীয়র কাছে। সেখান থেকে হারমাচিস পড়ালেখা করবে এবং জ্ঞান অর্জন করবে। সেই উদ্দেশ্যে হারমাচিস সেখানে পৌঁছালো। দিন-রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে হারমাচিস অনেক জ্ঞান অর্জন করলো। তার জীবনের লক্ষ্য অর্জন করার লক্ষ্যে যে সকল জ্ঞান অর্জন করা প্রয়োজন সেগুলো রপ্ত করল। এভাবেই হারমাচিস দিনে দিনে বেড়ে উঠলো।

একদিন রাস্তায় দেখতে পেল যে প্রাচীন মিশরের রানী ক্লিওপেট্রা যাচ্ছে। তার রূপে মুগ্ধ হয়ে গেলেন হারমাচিস। নিজেকে জাদুকর এবং জ্যোতিষী হিসেবে পরিচয় দিয়ে প্রবেশ করল রাজপ্রাসাদে। দিনে দিনে রানী ক্লিওপেট্রার সংস্পর্শে আসা শুরু করলো। মনে মনে ক্লিওপেট্রাকে ভালো লাগলো।

তবে মনের ভিতরে যে প্রতিশোধ ছিল সেটা নেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠল। হারমাচিস সেই উদ্দেশ্যে একদিন প্রবেশ করল ক্লিওপেট্রার শয়ন কক্ষে। উদ্দেশ্য ক্লিওপেট্রাকে হত্যা করা। কিন্তু ক্লিওপেট্রা আগে থেকেই ছিল চতুর। সে হারমাচিস এর উদ্দেশ্য বুঝে গিয়েছিল।

অন্য একটি মাধ্যম দ্বারা হারমাচিস এর চাচাতো বোন চারমিয়ন প্রকাশ করে দিয়েছিল। আর উদ্দেশ্য ক্লিওপেট্রার নিকটে প্রকাশ হয়ে যায়। তাই ক্লিওপেট্রা অভিনয়ের মাধ্যমে হারমাচিসকে কুপোকাত করে ফেলল। আটক করে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকলো ক্লিওপেট্রা।

পরবর্তীতে হারমাচিসকে কেন্দ্র করে মিশরের পিরামিড থেকে বিপুল সম্পদ আহরণের উদ্দেশ্যে পাড়ি জমায়। দিনে দিনে হারমাচিসকে ব্যবহার করা শুরু করলো ক্লিওপেট্রা। এভাবেই তার নিজের কাছে হেরে গেল হেরে গেল, মিশরবাসীর উদ্দেশ্য পূরণে ধরা পড়ে গেল। তার কাছে মিশরবাসীর যে চাওয়া পাওয়া ছিল যে তারা একটি স্বাধীন রাষ্ট্র পাবে, তা তাদের কখনোই পূরণ হলো না।

দাইমা অটোয়ার অঙ্গীকার পূরণ করা হলো না। হারমাচিস এর দিনে দিনে অন্ধকার কারাগারে দিন কাটাতে থাকলো। যখন তার ভিতরে বোধোদয় জাগলো যে তার মত মানুষের জীবনের ভুল সকলের জানা উচিত, তখন তিনি তার আছে তার জীবন কাহিনীর না জানা তথ্য গুলো লিখতে শুরু করলেন।

যেটা পরবর্তীতে বই আকারে প্রকাশ পেল। আসলে আমরা ব্যক্তিজীবনে কেউই প্রেম ভালোবাসার ছাড়া বাচতে পারিনা। উদ্দেশ্যকে নষ্ট করে দিয়েছিল এই প্রেম ভালোবাসা। নষ্ট করে দিয়েছিল তার জীবনের স্বপ্ন। হারমাচিসকে এভাবেই হত্যা ক্লিওপেট্রা।

উপন্যাসটি শেষ হয়েছে হারমাচিস এর পরাজয় ও ব্যর্থতার মধ্য দিয়ে। সুন্দর এই উপন্যাসটি পড়লে আপনারা মিশরের যাবতীয় তথ্য জানতে পারবেন। তাই দেরি না করে এখনি ডাউনলোড করে নিয়ে আমাদের ওয়েবসাইট থেকে।

Exit mobile version