Site icon Book PDF Down.com

কাউবয় কাজী মাহবুব হোসেন pdf download

বাংলাদেশের সাহিত্যাকাশে যদি কোন উজ্জ্বল নক্ষত্র থেকে থাকে সেটা হল কাজী মাহবুব হোসেন। তিনি তার নিজস্ব প্রতিভার দ্বারা সাহিত্য অঙ্গনে তার জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন। তিনি পেশায় একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্বেও তার নিজস্ব জগতে এক অন্যতম পরিবেশ সৃষ্টি করেছেন। যে জগতে তাকে অন্যভাবে সবাই চেনে। তার অন্যতম সব লেখনীর মধ্যে “কাউবয়” অন্যতম।

“কাউবয়” কাজী মাহবুব হোসেনের এক অনবদ্য সৃষ্টি। বইটি প্রকাশ করেছে এ সেবা প্রকাশনী।

কাজী মাহবুব হোসেন হল সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন সিরিজের একজন প্রাচীন লেখক। যে লেখকের হাত ধরে ওয়েস্টার্ন সিরিজের জন্ম নেয়। তারই প্রকাশিত এই উপন্যাসটি অনেক জনপ্রিয় পাঠকদের কাছে তার এই উপন্যাসের লেখক অন্য ধরনের এক গল্পকে উপস্থাপন করেছেন।

আপনারা যারা অবসর সময়ে অনেক একাকীত্বতা অনুভব করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এক সুবর্ণ সুযোগ। আমরা জানি অবসর সময় এর একমাত্র সঙ্গী হল বই। শুধুমাত্র পাঠকদের কথা চিন্তা করে আমরা আমাদের ওয়েবসাইটে হারিয়ে যাওয়া বইগুলোর পিডিএফ ফাইল দিয়ে থাকি আপনারা চাইলে খুব সহজ উপায় আমাদের ওয়েবসাইট থেকে বইগুলো বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন।

আমি যে বইটির কথা এখন বলছি সেটি সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন সিরিজ এর একটি অন্যতম বই। আমরা জানি সেবা প্রকাশনী অতীত থেকে বর্তমান পর্যন্ত সব পাঠকদের কাছে অনেকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এই প্রকাশনী অনেক পুরাতন একটি প্রকাশনী। এই প্রকাশনীর বই গুলো এখন খুবই রেয়ার। তাই এখন ডিজিটাল সময়ের এটা তেমন কোন প্রবলেম নয়। এখন ভার্চুয়াল লাইব্রেরীতে আপনারা হারিয়ে যাওয়া অনেক বইগুলো পড়ে নিতে পারবেন খুব সহজ উপায়ে।

শুধুমাত্র আপনাদের একটা কথাই বলতে চাই বই যেমন অবসরের সঙ্গী তেমনি জ্ঞানী প্রকাশের মাধ্যম ও। তাই বই পড়ুন বেশি বেশি আর জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করুন। কাজী মাহবুব হোসেনের “কাউবয়” বইটি না পড়ে থাকলে এখনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে পড়ে ফেলুন। এই বইটিতে লেখক এমন কিছু উপকরণ ব্যবহার করেছেন যেটা পাঠকদের পড়ার আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে ফেলুন অসাধারণ এই বইটি। আশাকরি অনেক ভালো লাগবে।

Exit mobile version