Site icon Book PDF Down.com

ডাইনি খন্দকার আলী আশরাফ pdf download

Daini by Khondokar Ali Ashraf

খন্দকার আলী আশরাফ সাহিত্যজগতে একটি অন্যতম নাম। তিনি মূলত ওয়েস্টার্ন সিরিজ এর মাধ্যমে সবার কাছে পরিচিতি লাভ করেছেন। যাকে ছোট থেকে বড় সবাই খুব ভালো করে চেনে। বাংলার বিখ্যাত সব বই গুলোর মাধ্যমে পাঠকেরা বাস্তব সম্পর্কে অনেক ধারণা লাভ করতে পারেন। তার বইগুলো মূলত একটি ভিন্নধর্মী টাইপের হয়ে থাকে। এইজন্য পাঠকরা তাকে সাদরে গ্রহণ করেছেন। বিখ্যাত সব বইয়ের মধ্যে “ডাইনি” অন্যতম একটি।

“ডাইনি”খন্দকার আলী আশরাফের একটি জনপ্রিয় বই। বইটি প্রকাশ করেছে সেবা প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 140 টি। যে বই এর অনুকরণে লেখা হয়েছে তার নাম হলো Lucker by Louis L’Amour.

আমাদের অবসর সময়ে একমাত্র সঙ্গী হলো বই। বই এমন একটি জিনিস যেটা মানুষকে কাঁদাতে পারে আবার হাসাতেও পারে। মানুষ বই পড়ে সকল ধরনের দুঃখ-কষ্ট ভুলে থাকতে পারে। কিছু বই আছে যেটা মানুষের হৃদয়ের কথা বলে, যেটা বাস্তব সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দেয়, আবার কিছু বই আছে আমাদের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করে। বই আমাদের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করার সাথে সাথে আমাদের মনের পরিধিটাও অনেক বড় করে দেয়। যার কারনে
আমরা পৃথিবীটাকে অন্যরকম ভাবে ভাবতে শিখি।

ওয়েস্টার্ন সিরিজের বইগুলো পাঠকদের কাছে একসময় অনেক জনপ্রিয় ছিল। পাঠকরা চাইলেও এই সব বইগুলো এখন আর বাজারে গিয়ে কিনে পড়তে পারবেনা। কারণ বাজার থেকে বইগুলো অনেক আগেই মার্কেট আউট হয়ে গেছে। সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন সিরিজ অনেক পুরাতন একটি সিরিজ। তাই পাঠকরা যদি পড়তে চায় তাহলে বইগুলো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে পড়তে হবে। আমাদের ওয়েবসাইটে আমরা রেয়ার সব বইগুলো পিডিএফ আকারে দিয়ে থাকি পাঠকদের সুবিধার্থে। তারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে খুব সহজ উপায় বইগুলো ডাউনলোড দিয়ে পড়ে নিতে পারবেন।

খন্দকার আলী আশরাফের “ডাইনি” বইটা একটু ভৌতিক ও পিশাচ কাহিনী হলেও বইটিতে অনেক ধরনের টুইস্ট ব্যবহার করা হয়েছে, যেটা পাঠকদের পড়ার আগ্রহ দ্বিগুণ করে দেবে। এই বইটি পড়ে যেমন পাঠকের আনন্দ পাবে তেমনি অনেক বিষয়ের ভ্রান্ত ধারণা ও পরিষ্কার হয়ে যাবে। তাই আর দেরি না করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে বইটি ডাউনলোড দিয়ে পড়ে ফেলুন। আশা করি অনেক ভাল লাগবে।

Exit mobile version