Site icon Book PDF Down.com

দাঁড় কাকের সংসার কিংবা মাঝে মাঝে তবো দেখা পাই PDF Download হুমায়ূন আহমেদ

দাঁড় কাকের সংসার কিংবা মাঝে মাঝে তবো দেখা পাই PDF Download হুমায়ূন আহমেদ

প্রিয় পাঠকবৃন্দ, আপনাদের জন্য আজকে আমরা জনপ্রিয় হুমায়ূন আহমেদ স্যারের দাঁড় কাকের সংসার মাঝে মাঝে কিংবা তব দেখা পাই বইটি নিয়ে এসেছি। এই বইটি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন। হুমায়ূন ভক্তদের জন্য আমাদের ওয়েবসাইটে সকল ধরনের বই এর পিডিএফ ফাইল সংগ্রহ করা আছে।

আপনারা চাইলেই যে কোন ধরনের হুমায়ূন আহমেদের লেখা বই ডাউনলোড করতে পারবেন। আপনাদের মনের খোরাক মেটানোর জন্য হুমায়ূন আহমেদ স্যারের বই গুলো আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে। তাই পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন এবং বইটি পড়া শুরু করে দিন।

দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই বইটির প্রকাশনা সংস্থা হল কাকলী প্রকাশনী। এই বইটির পৃষ্ঠা রয়েছে মোট 88 টি এবং বইটির বর্তমান বাজারে মুদ্রিত মূল্য একশত আশি টাকা। যারা বইটি হার্ড কপি সংগ্রহ করতে চান তারা বাজারে খোঁজ করলেই পেয়ে যাবেন এবং সফট কপি হিসেবে পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পাবেন।

দাঁড়কাকের সংসার মাঝে মাঝে তব দেখা পাই কাহিনী সংক্ষেপ

উল্লেখিত বইটির প্রধান কেন্দ্রীয় চরিত্র রয়েছে লিপি নামের একটি চরিত্র। লিপির বয়স 15 থেকে 16 বছর। সে লালমাটিয়া হাইস্কুলে পড়াশোনা করে। সে এখন দশম শ্রেণীতে পড়ছে। সাধারনত এই সময়ে মেয়েরা বয়সন্ধিকাল কাটিয়ে থাকে। শারীরিক জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক জটিলতা দেখা যায় এই বয়সে। কিন্তু লিপি চরিত্রটি বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বইটিতে। যারা এই বইটি পাঠ করবে তারা লিপি চরিত্রটিকে ভালোবেসে ফেলবে।

লিপির বাবা একজন ছাপোষা কর্মচারী। লিপির বাবা-মা এবং লিপি এক ভদ্রলোকের বাড়িতে থাকেন। সেই ভদ্রলোক হলো নিজের বাবার বন্ধু আহাসান সাহেব। আহাসান সাহেব একজন বয়স্ক মানুষ। তিনি বন্ধু এবং বন্ধুপত্নী কে তার বাড়িতে কাজের বিনিময়ে থাকতে দিয়েছেন। তবে তারা বেশ স্বাচ্ছন্দ্যেই এই বাড়িতে বসবাস করে থাকে।

লিপি এই বাড়িতে থাকে এবং পড়াশোনা করে। লিপির আর একটি বন্ধু আছে। তার নাম হলো প্রতিমা। এই প্রতিমা মাঝেমধ্যে লিপির কাছে বেড়াতে আসে এবং বিভিন্ন ধরনের গল্প-গুজব করে। তাদের মধ্যে চিঠি চালাচালি হয়ে থাকে। তারা মনেপ্রাণে অনেক ভালো বন্ধু।

তবে লিপির মধ্যে বিভিন্ন ধরনের মানসিক জটিলতা আসতে থাকে। বয়স্ক আহসান সাহেবের প্রতিলিপি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। যেহেতু এই মানুষটি এই বাড়িতে একা বসবাস করে সেহেতু সে বিভিন্ন অজুহাতে তার কাছে যাই এবং আস্তে আস্তে আহসান সাহেবের প্রতি দুর্বল হতে থাকে। ঠিক একইভাবে আহসান সাহেব লিপির প্রতি দুর্বল হতে থাকে এবং বিভিন্ন ধরনের ক্রিয়া-কলাপ করতে থাকে।

লিপির সকল ধরনের আবদার আহসান সাহেব পূরণ করার চেষ্টা করেন। আপাতদৃষ্টিতে বিষয়গুলো খাপছাড়া হলেও লেখক এই বইটিতে এ বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। লেখক সরাসরি নিজে এবং তার স্ত্রী মেহের আফরোজ শাওন এই বইয়ের একটি চরিত্র বটে। অনেকেই এই বইটির নেগেটিভ রিভিউ দিয়ে থাকলেও আপনার কাছে বইটি ভালো লাগতে পারে। তাই বইটি কেমন সে সম্পর্কে জানতে হলে পুরো বইটি আপনাকে পড়তে হবে। এ পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন এবং বইটি পড়া শুরু করে দিন এবং বইটি কেমন লেগেছে তা আমাদের জানাতে পারেন।

দাঁড় কাকের সংসার কিংবা মাঝে মাঝে তবো দেখা পাই PDF

Exit mobile version