Site icon Book PDF Down.com

দশগ্রীব (ঐতিহাসিক থ্রিলার) PDF Download সিদ্দিক আহমেদ

দশগ্রীব (ঐতিহাসিক থ্রিলার) PDF Download সিদ্দিক আহমেদ

ঐতিহাসিক থ্রিলার যারা ভালোবাসেন তারা সিদ্দিক আহমেদ এর নাম শুনেই থাকবেন। এই লেখকের এই পর্যন্ত ৩টা ঐতিহাসিক থ্রিলার উপন্যাস বের হয়েছে যা পাঠক মহলে এখনো সমাদৃত। সিদ্দিক আহমেদের গবদা সাইজের সেরা ঐতিহাসিক থ্রিলার বইটা হলো ‘দশগ্রীব’। নাম শুনেই একটা ভাব আসে। বইটা পড়েও তেমনই ভালো লাগবে। প্রায় ৪০০ পেইজের বই কিন্তু বোরিং হবার সুযোগ নেই। এই জোশ বইটা ইতিহাস প্রেমিদের জন্য মাস্টরিড। তাছাড়াও দারুন উপভোগ্য। বইটা আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ পড়ে ফেলতে পারেন অনায়েসে।

কাহিনী সংক্ষেপ

বিখ্যাত আর্কিওলজিস্ট কামরুল শরীফ খুন হয়ে যান নিজের বাড়ীতে। কারণ অনুসন্ধানে নেমে পড়েন তার দুই ছাত্র রাশাদ ও জয়িতা। কামরুল শরীফের বাড়ী থেকে উদ্ধার হয় পালি ভাষায় লিখিত দুই পাতা যা একটি বিশেষ বইয়ের অংশ বিশেষ। এই বইয়ের খোজে মরিয়া হয়ে উঠেছে গুপ্ত সঙ্ঘের লোকজন। রাশাদ ও জয়িতা আবিষ্কার করে ভয়ংকর তথ্য।

যা পালটে দেবে পৃথিবীকে। যার সূত্রপাত সুদূর রামায়ণের সময়ে। এদিকে বইয়ের পাতা দুটিকে উদ্ধারের জন্য গুপ্তসংঘ ভাড়া করে স্থানীয় সুপারি কিলার জহির কে। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জহির নিজের কাজ হাসিল করে। গুপ্ত সঙ্ঘ এর বিভাসের কাছে পৌঁছে যায় পাতা দুটি।

এদিকে বইটির সূত্র ধরে রাশাদ ও জয়িতা পৌঁছে যায় শ্রীলংকা। পিছু পিছু হাজির হয় বিভাসের লোকজন ও জহিরের লোকজন। উদ্দেশ্য ‘দশগ্রীব’ বইয়ের হাত ধরে মহাদেবের ব্রম্ভাস্ত্র ‘চন্দ্রহাস’ উদ্ধার করা। প্রসঙ্গত গল্পের সারাংশ বেশি বলা যাবে না, স্পয়লার হয়ে যেতে পারে। বিভিন্ন ঘাত প্রতিঘাত, তার থেকে বরং বইটা পড়াই ভালো। টানটান প্লটের মধ্যে দিয়ে গল্প এগিয়ে যেতে থাকে।

পাঠক রাশাদ, জয়িতা, ও আলীর মুখ দিয়ে পড়ে নিতে পারবেন পুরো রামায়ণ, সঙ্গে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার বিশ্লেষণ। রাম, রাময়ন, রাবণ, ছাড়া ও রয়েছে বিভিন্ন পুরানের গল্প, মহাদেব আর উপরি পাওনা মহামতি সম্রাট অশোক আর গুপ্ত সঙ্ঘ। রাশাদ ও জয়িতা কি পারবে মহাদেবের ব্রম্ভাস্ত্র ‘চন্দ্রহাস’ উদ্ধার করতে? নাকি তা শত্রুদের হাতে হস্তগত হবে? নাকি মানবজাতি হুমকির সম্মুখীন হবে? নাকি পুরোটাই শুধুই গল্প? এসবের উত্তর জানতে গেলে পড়তে হবে ‘দশগ্রীব’।

প্রায় ৪০০ পৃষ্টার বইটা আপনাকে শুধু বেঁধেই রাখবে না, মুগ্ধ করে দেবে। এই বই একবার নয় বারবার পড়া যায়। কখন ও ধর্মের বেড়াজাল, কখনো ইতিহাস, কখনো পুরান আবার কখন ও বা বিজ্ঞান আপনাকে সম্মোহিত করে রাখবে। গল্পের বিন্যাস লেখক অনেক টা সিনেমার মত করে করেছেন, হয়তো তিনি একজন টিভি সিরিজের স্ক্রিপ্ট রাইটার বলে, তার উপর উপরি পাওনা লেখকের ভাষা শৈলীর দক্ষতা, যা লেখকের কল্পনা কে ১০০ শতাংশ বইতে চিত্রিত করেছে।

দ্য ভিঞ্চি কোড পড়ার পর ভাবতাম ভারতীয় উপমহাদেশে এরকম শত শত বিষয়বস্তু আছে যা দিয়ে কত সুন্দর লেখা হতে পারে অথচ তার অভাব। অশ্বিন সাংভির দ্য কৃষ্ণা কি আর এই দশগ্রীব পড়লাম। ‘দশগ্রীব’ বইটা আমাকে আসলেই দশ দিক থেকে ঘীরে রেখেছিল! আপনাকেও ঘীরে রাখবে!

যদি অন্যরকম বই পড়তে চান তাহলে অবশ্যই বইটি পড়বেন। আর হ্যাঁ ‘দশগ্রীব’ এখানেই শেষ না আগামী সময়ে এর সিক্যুয়েল আসতে চলেছে, এবং তার আভাস গল্পের শেষে ভালো মতই আছে। সুতরাং বইটি পড়ে তৃপ্তি যেমন পাবেন তেমনি কিছুটা অতৃপ্তও থেকে যাবেন। কিন্তু বইটা ছেড়ে কিছুটেই উঠতে পারবেন না!

আর সবশেষে বলবো, বইটা মিস করবেন না। সকলেরই পড়া উচিত।

Exit mobile version