Site icon Book PDF Down.com

দেনাপাওনা PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

দেনাপাওনা PDF Downnload শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

দেনাপাওনা উপন্যাস পিডিএফ ডাউনলোড শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
দেনাপাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সুদীর্ঘ উপন্যাস। উপন্যাসটা শুধু বিখ্যাতই নয় বরং পাঠকদের মাঝে ব্যাপক আলোচিত ও সমালোচিত একটি উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র হলো অত্যাচারী জমিদার জীবনানন্দ চৌধুরী ও একজন মন্দিরের সেবিকা ভৈরবী যার নাম ষোড়শী।

সর্ষের বয়স তেইশ চব্বিশ বছরের মতো। একজন ভৈরবী হিসেবে তার কাজ ছিল মন্দিরের সেবা দেশ হিসেবে থাকা এবং সন্নাসীর মতো বিবাহ ও পার্থিব সমস্ত চাওয়া-পাওয়ার আকাঙ্ক্ষা থেকে বিরত থাকা। জমিদার জীবনানন্দ চৌধুরী অত্যাচার নির্যাতন ও শোষণ জন্য গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।

খুব সামান্য কারণে সে সাধারন প্রজাদের উপর নির্যাতন অত্যাচার চালাত এমনকি কখনো কখনো খুন করতেও পিছপা হতো না। আর জীবনানন্দ চৌধুরী তো মেয়েদের নিছক তামাশার পাত্র ছাড়া আর কিছুই মনে করতো না। সে কারণে জীবনানন্দ চৌধুরীকে কে পছন্দ করত না এবং প্রচন্ড ভয় পেত। গ্রামের লোকজন সবসময়ই জীবনানন্দ চৌধুরীর অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার পথ খুঁজে বেড়াতো।

হঠাৎ একদিন ঘটে যায় এক ঘটনা। ষোড়শীর বাবার থেকে খাজনার টাকা আদায়ের জন্য ষোড়শীর বাবাকে ধরে নিয়ে যায় জমিদারের পেয়াদারা। বাবা কে বাঁচানোর জন্য ছুটে যায় ষোড়শী। কিন্তু জমিদার জীবনানন্দ চৌধুরী তাকে একটি ঘরে বন্দী করে রাখে সারারাত। মন্দিরের একজন সম্মানিত সেবিকাকে এভাবে আটকে রাখার জন্য গ্রামের লোকজন একটি সুযোগ খুঁজে পায় জমিদারকে পুলিশে ধরিয়ে দিয়ে উপযুক্ত শাস্তি দেওয়ার।

পরেরদিন গ্রামের লোকজন পুলিশ নিয়ে হাজির হয় জমিদার বাড়ি। তারা অভিযোগ করে যে মন্দিরের ভৈরবীকে জমিদার জোর করে তুলে নিয়ে এসেছে, কিন্তু তখনই ভৈরবী ষোড়শী বলে যে জমিদার তাকে তুলে আনেনি বরং সে নিজেই সেখানে এসেছে। এতে পুলিশ জমিদারকে ছেড়ে দেয় এবং গ্রামের লোকজন ভৈরবীর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়ে।

কিন্তু ভৈরবীর এমন করার পিছনে গ্রামের লোকজন কোনো কারণ খুঁজে পায়না কেন সে জীবনানন্দ চৌধুরীর মতো এমন অত্যাচারী জমিদারকে বিপদের হাত থেকে বাঁচালো। এক পর্যায়ে উপন্যাসে পাঠক জানতে পারবে যে ভৈরবী আর কেউ নয় পড়বেন জীবনানন্দ চৌধুরীর সাথে বাল্যকালে তার বিবাহ হয়েছিল এবং কোন কারণে তারা বাধ্য হয়েছিল পৃথক হতে। নিজের স্বামীকে কেউ শাস্তি দিতে পারে না আর এই কারনেই ভৈরবী পারেনি জীবনানন্দ চৌধুরীকে শাস্তি দিতে।

পরিশেষে বলা যায় যে এই উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গুলোর মধ্যে অন্যতম এবং প্রতিটি পাঠকের পড়া উচিত। আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদের জন্য এই সুন্দর উপন্যাসটির পিডিএফ ফাইল সংগ্রহ করেছ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। তাই আপনার ইচ্ছামত যখন তখন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর ডাউনলোড করে নিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেনা পাওনা।

দেনাপাওনা PDF

Exit mobile version