Site icon Book PDF Down.com

ডেজার্ট গড PDF Download উইলবার স্মিথ

ডেজার্ট গড PDF Download উইলবার স্মিথ

‘ডেজার্ট গড’ উপন্যাসটির রচয়িতা হলেন ‘উইলবার স্মিথ’। উইলবার স্মিথ হলেন দক্ষিণ আফ্রিকার একজন কালজয়ী লেখক। যিনি বর্তমান সময়ে বিশ্বসাহিত্য সমাজে এক প্রতিষ্ঠিত ব্যক্তি। উইলবার স্মিথের বইগুলো অন্যান্য যেকোন লেখকের চেয়ে বেশ আলাদা, ঐতিহাসিক বাস্তব ঘটনার আলোকে কাল্পনিক ঘটনা মিলিয়ে এমন এক বিচিত্র কাহিনী গড়ে তুলেন যা সত্যিই অনবদ্য।

এ পর্যন্ত এই ঔপন্যাসিক যে কয়টি উপন্যাসের বই বের করেছেন প্রত্যেকটিই পাঠক সমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রত্যেকটি বই আবার বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। উইলবার স্মিথের বর্ণনা দেয়া বেশ মনোমুগ্ধকর, ঠিক যতটুকু বললে পাঠক বুঝতে পারবে ততটুকুই বলেন। অযথা শব্দ খরচ করেন না।

উইলবার স্মিথের ভাষার ব্যবহারও খুব প্রাঞ্জল। লেখকের অন্যান্য উপন্যাসের মত এই উপন্যাসটিও বাংলা ভাষায় অনূদিত হয়েছে এবং অনুবাদ করেছেন ‘কাজী আখতার উদ্দিন’ এবং প্রকাশনী সংস্থা হলো ‘রোদেলা প্রকাশনী’। ডেজার্ট গড উপন্যাসটির মূল পটভূমি গড়ে উঠেছে টাইটা নামক একজন দাসীকে কেন্দ্র করে যে কিনা, পৌরাণিক সময়ে মিশরে বসবাস করতো।

টাইটাকে কেন্দ্র করে উইলবার স্মিথ তার একটি উপন্যাসের সিরিজ তৈরি করেছেন যার শুরু হয়েছিলো ‘রিভার গড’ উপন্যাসের মধ্য দিয়ে। আর এই সিরিজের প্রত্যেকটি উপন্যাসের গল্পই ব্যাখ্যা করা হয়েছে টাইটার দৃষ্টিকোণ থেকে৷ এই উপন্যাসটি যেই সময়কালের কাহিনী স্থান পেয়েছে তা হলো খ্রীস্টপূর্ব দুই সহস্রাব্দের আগের একটি কাহিনী।

যেসময়ে মিশরীয় বিভিন্ন শাসকের মাঝে দ্বন্দ চলছিলো। ফারাও থামোস যে কিনা মিশরের উপরিভাগের শাসক ছিল সে হিকসোসদের থেকে নিজের সাম্রাজ্য রক্ষা করতে পেরেছিলো টাইটার সাহায্যের মাধ্যমে। টাইটা ছিল থামোসের প্রধান সহকারী।

কিন্তু এর কয়েকদিন পরেই টাইটা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, হিকসোসেরা মিনোয়ানদের সাথে যুক্ত হয়ে নতুন করে থেবেস আক্রমণ করার কথা ভাবছে। এসব শোনার পর বিচক্ষণ টাইটা ভাবতে শুরু করলো কিভাবে এই ষড়যন্ত্র বানচাল করা যায়।

এর মাঝে টাইটা আরো জানতে পারে যে মিনোয়ানরা তাদের বড় ধরণের একটি ধন সম্পদের রসদ হিকসোসদের কাছে পাঠাচ্ছে, সুরক্ষিত রাখার জন্য। টাইটা ভাবলো সে যদি এই ধন সম্পদ চুরি করে দায় হিকসোসদের উপরে চাপিয়ে দিতে পারে তাহলে হিকসোস ও মিনোয়ানদের চুক্তি ভেঙে যাবে।

এরপর টাইটা ক্যাপ্টেন যারাস এর সাথে মিলে এই চুরির পরিকল্পনা শুরু করে। আর এখান থেকেই মূলত উপন্যাসের মূল গল্প শুরু হয়। পৃষ্ঠায় পৃষ্ঠায় ঘুরে যেতে থাকে উপন্যাসের মোড়। উত্তেজনায় মনে হয় এক বসাতেই বাকি বইটুকু পড়ে ফেলি৷ খুবই মনোমুগ্ধকর একটি উপন্যাস।

অনেক ক্ষেত্রে লক্ষ্যণীয় যে লেখকেরা কোন সিরিজ লেখতে গেলে দুই তিনটি বই লেখার পর কাহিনী গুলিয়ে ফেলেন। কিন্তু উইলবার স্মিথ দিনে দিনে তার সিরিজকে আরও বেশি সমৃদ্ধশালী করেছেন।

Exit mobile version