Site icon Book PDF Down.com

দেশে বিদেশে PDF Download সৈয়দ মুজতবা আলী

আপনি কি সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে ভ্রমণ কাহিনী পিডিএফ ফাইল খুঁজছেন? তাহলে আমাদের ওয়েবসাইট থেকে এই বইটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে বইটি ডাউনলোড করবেন এবং বইটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে এই পোস্টে। মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন এবং বইটি বিনামূল্যে ডাউনলোড করে নিন। প্রথমেই ভ্রমণকাহিনীর বই রিভিউ জেনে নেয়া যাক।

দেশে বিদেশে বুক রিভিউ

“দেশে বিদেশে “সৈয়দ মুজতবা আলীর একটি ভ্রমণ কাহিনী। লেখক শিক্ষকতা করার জন্য আফগানিস্তানের কাবুলে ভ্রমণ করেন। সেখানে গিয়ে তার জীবন যাপন এবং ফিরে আসার এক অসাধারণ ভ্রমণ কাহিনী হলো “দেশে বিদেশে”। বাংলা সাহিত্যে এই দেশে বিদেশে, ভ্রমণ কাহিনী টিকে প্রথম স্বার্থক ভ্রমণ কাহিনী বলা হয়ে থাকে। লেখক সৈয়দ মুজতবা আলী কলকাতা থেকে ট্রেন করে আফগানিস্তানের কাবুলে যায় এবং ফিরে আসে বিমানে করে।

এই বইটির অনন্য কিছু চরিত্র হলো আব্দুর রহমান, দোস্ত মোহাম্মদ, মীর আসলাম। এদের মধ্যে আবদুর রহমান ছিল লেখকের বিশ্বস্ত ভৃত্য। সে এতই বিশ্বস্ত যে এমন দেখা গেছে বহুবার জীবনের বুঝি নেন লেখকের জন্য। আবার দোস্ত মোহাম্মদ যে কাউকে দেখলে কোড়র ভেঙে যায় এমন বলত দৃষ্টি আকর্ষণের জন্য। মীর আসলাম নামক ব্যক্তি যে সবসময় সত্যি কথা বলত যত কিছু হয়ে যাক না কেন।

সব থেকে চমক প্রদ বিষয় হচ্ছে লেখক যিনি অসাধারণ জ্ঞান অনুসন্ধানী।তিনি ইংরেজি বাংলা জানার পরও কাবুলে গিয়ে আবরী ফারসি রপ্ত করেছে আবার রুশ ডিকশনারি নিয়ে রাশিয়ান ভাষাও কিছু কিছু শিখেছে। লেখকের অনবদ্য লেখনীর মধ্যে যে বাংলা সাহিত্য কে তুলে ধরার তিনি যে প্রয়াশ পেয়েছে তা অসাধার।

তিনি রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার যেমন উদ্ধৃতি দিয়েছেন তেমনি আমীর হোসেনের কবিতা, বেদ কিংবা চাণক্যের শ্লোক অথবা ফরাসি কবিতার অনুবাদ দিয়ে সাজিয়েছেন বইটি। তিনি আফগানিস্তানের মানুষকে দেখেছেন, বুঝেছেন তাদের সাথে ওঠাবসা করার সাধারণ গল্প অসাধারণ ভাবে তুলে ধরেছেন তার লেখনীতে।

তার কিছু মজার বিষয় সেখানে ঘটে যেমন বিরিয়ানি না ইলিশ ভাত এই নিয়ে বন্ধুর সাথে ঝগড়া করে কথা বলাই বন্ধু করে দিয়েছেন। তিনি আফগানিস্তানের সুলতান এমনকি যুবরাজের সাথেও টেনিস খেলেছেন আবার সেই অজো পাঁড়া গায়ের কৃষক যে মাঠে কাজ করছিল তার জন্য নিজের হাতে হুকাও সাজিয়েছেন।

তিনি রুস সাহিত্য পড়াশোনা শুরু করেছিলেন, শুধু এটিই নয় তিনি আফগানিস্তানের সংষ্কৃতি এমন কি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনের বিভিন্ন অজানা কথাগুলো জানিয়েছেন এই বইতে। তিনি এই বইতে আফগানিস্তানের সাথে ভারতের কি রুপ সম্পর্ক ছিল সেই সময় তুলে ধরেছেন।

ইংরেজদের ভারতীয় উপমহাদেশে প্রতি বৈষম্য মুলক আচরনগুলো তুলে ধরেন তাই এই দেশে বিদেশে নাম ভ্রমণ কাহিনী বইটিতে। তিনি রম্য রচনা লেখার জন্য বিখ্যাত এবং এই বইটিতে হাস্য রসাত্মক দিকদিও আমরা দেখতে পাই।

কিন্তু এই হাস্য রসাত্মক দিকটি বাদ দিয়েও তিনি অনেক বাস্তব কথা তুলে ধরেছেন যেমন গল্পের শেষে আফগানিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের তথ্য তুলে ধরেছেন এবং ভারতীয় উপমহাদেশের প্রতি ইংরেজ শাষক দের যে চরম অবহেলা ও উদাসীনতা রয়েছে তার বাস্তব চিত্র তুলে ধরেছেন।

তিনি খুব মজার এই বিষয়ে বিস্তারিত বলেছেন তা হলো আফগানিস্তানের খাদ্যাভাস।। পেশোয়ার থেকে যখন ট্রেনে যাত্রা শুরু করেন লেখক তিনি মাতৃভূমি ছেড়ে যাবার তীব্র কষ্ট অনুভব করেন, চেয়ে থাকে ট্রেনের জানালা দিয়ে যতক্ষণ দেখা যায় বাংলার প্রকৃতিকে।

দেশে বিদেশে PDF

পেশোয়ার থেকে কাবুল এই মধ্যে বর্তী স্থানের বর্ণনা, যেমন ট্রেনেন লোকজন বিষেষত সেই পাঠান বৃদ্ধটি, কে কি রংয়ের জামা পরেছিল, কিভাবে কথা বলছিল সবকিছুই সুন্দর ভাবে বর্ণনা করেছেন । আঠোরাটা ভাষায় পান্ডিত্য অর্জন করা লেখক আরবী ফারসি মিশ্রিত ভাষায় যে অসাধারণ রম্য রচনা করেছেন তা সত্যি বাংলা সাহিত্য বিরল।

তার প্রথম বই দেশে বিদেশে।তবে অনেকের মত এটি তার শ্রেষ্ঠ বই। তিনি আরবি ফারসী ভাষা এবং ভুগোল, ইতিহাস এবং বাস্তব ঘটনার এত সুন্দর সংমিশ্রণ ঘটিয়াছেন তা কেবল তার মত জ্ঞানী লেখকের পক্ষেই সম্ভব।

তিনি প্রথম গদ্যর মত রসকস হীন বিষয় কে কাব্যিক ঢংএ লিখে লেখকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আফগানিস্তান কে অক্ষরনীয়া বলেছেন কেননা, এর ইতিহাস নিয়ে কিছু লেখা হয়নি, কখনো খোড়াখুড়ি করা হয়নি কোন প্রাচীন নিদর্শন। কাবুলের প্রধান ভাষা হলো ফারসী।

সুতরাং বলা যায় দেশে বিশেদে বইটির নাম দেশে বিদেশে হলেও এটি মুলত আফগানিস্তানেরই প্রতিটি বিষয়ের বিশদ সাহিত্যিক বিবরণ।

দেশে বিদেশে পিডিএফ ডাউনলোড

দেশে-বিদেশে বইটির পিডিএফ ফাইল ডাউনলোডের জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। আপনার নেটওয়ার্ক এর উপর ভিত্তি করে বইটি দুই থেকে তিন মিনিটের মধ্যেই ডাউনলোড সম্পন্ন হয়ে যাবে।

দেশে বিদেশে PDF

ভ্রমণকাহিনী সহ নানা ধরনের বই ডাউনলোডের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের বইয়ের কালেকশন আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।

Exit mobile version