Site icon Book PDF Down.com

ডিটেকটিভ PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ডিটেকটিভ PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ডিটেকটিভ ছোটগল্পটি রবি ঠাকুরের একটি সাধারণ সুন্দর হাস্যরসাত্মক মুলক একটি গল্প। গল্পের নাম শুনলে মনে হতে পারে এটি একটি গোয়েন্দা কাহিনী মূলত গোয়েন্দা কাহিনীর মতো হলেও গল্পটি কমেডি ধাঁচের। গল্পটিতে মহিম চন্দ্র নামের এক যুবককে ডিটেকটিভ হিসেবে অভিহিত করা হয়েছে যে একজন পুলিশ অফিসার এবং পুলিশ বিভাগের ডিটেকটিভ পদে প্রোমোশন পেয়েছেন।

তার পরমাসুন্দরী স্ত্রী সুচরিতাকে মহিম চন্দ্র প্রচন্ড ভালোবাসে। নিজের পিতৃগৃহে সুচরিতার পর্যাপ্ত আদর-যত্ন কিংবা সম্মানের ঘাটতি দেখে মহিম চন্দ্র সুচরিতা কে নিয়ে অন্যত্র চলে যায়। তার খুব তাড়াতাড়ি প্রমোশন হওয়ার কারণে সুচরিতাকে পর্যাপ্ত সময় দিতে পারত না তবে এটা নিয়ে সুচরিতা ও মহিম চন্দ্রের মধ্যে কখনো তেমন গোলযোগ দেখা যায়নি।

মহিমচন্দ্র একজন অনেক বড় ডিটেকটিভ হতে চেয়েছিল যার কারনে সে পৃথিবীতে যত বিখ্যাত ডিটেকটিভ বই রয়েছে সবই পড়তো। সে যেন শার্লক হোমস এর মত ডিটেকটিভ এর জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু মহিমচন্দ্র সর্বদা ভাবছো যে বঙ্গদেশের অপরাধীগুলো অত্যন্ত নিরীহ কেননা এরা অপরাধ করার পর তা লুকানো কিনবা কোনরূপ কৌশল গ্রহণ করে না যার দরুন খুব সহজেই অপরাধী শনাক্ত করা যায় এবং ধরে ফেলা যায়।

কিন্তু সে মনে করে কেন এদেশের অপরাধীরা বিশেষভাবে অপরাধ করে না যার কারনে সে একজন যোগ্য ডিটেকটিভ হতে পারছে না। অবশেষে সে মন্মথর নামের এক যুবককে দেখতে পায় যে তার বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তখন সে ঠিক করে নেয় এই ছেলেটির মাধ্যমে সে তার ডিটেকটিভ এর সমস্ত ক্রিয়েটিভিটি বের করে ফেলবে। সে ছেলেটির পিছন পিছন তার মেয়ের বাড়িতে চলে যায় ওদের সাথে বন্ধুত্ব করে। যুবকটি খুব সহজেই তার সাথে বন্ধুত্ব করে ফেলে যার কারণে অনেক আশ্চর্য হয় ডিটেকটিভ সেইসাথে সে মনে করে অনেক বড় একটি রহস্যের সমাধান করে ফেলবে সে খুব তাড়াতাড়ি।

মহিমচন্দ্র খুব সহজেই মিশে যায় ডিটেকটিভ এর সাথে এবং ডিটেকটিভ বানিয়ে বানিয়ে তার প্রেমের কথা বলে যুবকটিকে। কিন্তু যুবকটি ছিল অত্যন্ত চালাক এবং উল্টো সে মহিম কে জব্দ করার ধান্দায় ছিল যেমন মোটেও বুঝতে পারিনি। সে অবশেষে আবিষ্কার করেছে তার নিজের স্ত্রী সুচরিতার সাথে এই যুবকটির বাল্যকালে প্রণয় ছিল এবং তাদের মধ্যে বিবাহের কথা-বার্তাও হয়েছিল।

উভয় পক্ষের মানুষজন রাজি না হওয়ার কারণে তাদের বিবাহ হয়নি। যুবকটিকে ধরতে যেয়ে সে নিজেই যেন বোকা সেজে যায় যুবকটির কাছে। সে যুবকটিকে জব্দ করতে যেয়ে নিজেই জব্দ হয়ে যায়। গল্পটি পড়ার পর পাঠকরা গল্পের কমেডি কান্ড কারখানা সংলাপে দারুন মজা পাবে।

রবি ঠাকুরের এই অসাধারণ সুন্দর ছোট গল্পটি আমরা আমাদের ওয়েবসাইটে পিডিএফ ফাইল আকারে সংগ্রহ করেছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা চাইলে যখন তখন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর ডাউনলোড করে নিতে পারেন রবি ঠাকুরের সুন্দর গল্পটির পিডিএফ ফাইল। সেই সাথে শেয়ার করতে পারেন আপনার কাছের বন্ধু বান্ধবদের সাথে।

ডিটেকটিভ PDF

Exit mobile version