Site icon Book PDF Down.com

দেবদাস PDF Download শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

দেবদাস PDF Downnload শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

দেবদাস উপন্যাস পিডিএফ ডাউনলোড শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস গুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসটি নিয়ে আঠারো টির বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে। বাংলা সাহিত্যের অমর দুটি চরিত্র হলো দেবদাস ও পার্বতী। আর আমরা শরৎবাবুর দেবদাস উপন্যাসটিতে এই অসাধারণ অমর চরিত্র দুটি পাই। বাংলা সাহিত্য পছন্দ করে অথচ দেবদাস উপন্যাসটি পড়েননি এমন পাঠক মনে হয় খুঁজলেও পাওয়া যাবে না।

তবুও যারা নতুন পাঠক কিংবা এখনো পড়া হয়নি তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আপনার জন্য সংগ্রহ করেছি দেবদাস উপন্যাসটি এর পিডিএফ ফাইল। আপনি চাইলে যখন তখন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাসটি ডাউনলোড করে পড়তে পারেন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন।

দেবদাস উপন্যাসটি দেবদাস ও পার্বতী শৈশবকালের বন্ধুত্ব থেকে শুরু করে যৌবনে পদার্পণ করে তাদের যে প্রণয় তার একটি নিখুঁত ছবি এঁকেছেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু শুধুমাত্র সমাজের জাতপাত ধর্ম বর্ণ এবং অর্থনৈতিক কারণে দুটি পবিত্র মনের ভালোবাসা ছিন্নভিন্ন ও ব্যর্থ হয়ে গিয়েছে। যৌবনে পদার্পণ করে পার্বতী পরিবার দেবদাস কে পার্বতীর জন্য চাইলেও দেবদাস এর পরিবার শুধুমাত্র অর্থনৈতিক কারণে এবং তথ্য সব বিষয় নিয়ে পার্বতী কে অস্বীকার করেন।

দেবদাস তার পরিবারকে অনেক বুঝিয়েও কোন লাভ হয় না পরে পার্বতীর অন্যত্র বিবাহ অস্থির হয়ে যায় এবং দেবদাস কলকাতা চলে যায়। তো পার্বতীর বিয়ের পর দেবদাস-পার্বতী জন্য প্রচণ্ড বিরহে শোকাগ্রস্ত হয়ে পড়ে এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে। তার জীবনে চন্দ্রমুখি নামে প্রচন্ড সুন্দরী রমনী এলে ও পার্বতীর জায়গা সে কখনোই নিতে পারে না এবং অবশেষে অতিরিক্ত মদ্যপানের কারণে পার্বতীর বাড়ির সামনে গিয়ে দেহত্যাগ করেন দেবদাস।

শুধুমাত্র সামাজিক অবস্থান ও তুচ্ছ অহংকার এর কারণে দুটি জীবনকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে দুটি পরিবার। পার্বতীর অভাবে দেবদাসকে মৃত্যুমুখে পতিত হয়েছে এবং পার্বতী ও তার সংসার জীবনে সুখী নয় কিন্তু তাদের যদি বিয়ে হতো হয়তো তাদের এই করুণ ট্রাজেডির মুখে পড়তে হতো না কখনোই।

চন্দ্রমুখি পার্বতীর মাঝামাঝি দেবদাস অবস্থান করলেও দেবদাস চিরকাল পার্বতী কে ভালোবেসেছে আর তার জন্যই সে মৃত্যুমুখে পতিত হয়েছে। ভালোবাসারে অমর দৃষ্টান্ত জানতেও পড়তে উপন্যাসটি আজই সংগ্রহ করে ফেলুন। আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কালজয়ী বিখ্যাত উপন্যাস টির পিডিএফ ডাউনলোড করুন এবং শেয়ার করুন আমাদের সাথে।

দেবদাস PDF

Exit mobile version