Site icon Book PDF Down.com

দৃষ্টিদান PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

দৃষ্টিদান PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

দৃষ্টিদান রবি ঠাকুরের ছোট গল্পগুচ্ছ হতে সংগ্রহীত একটি ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোটগল্পটি নারী-পুরুষের সম্পর্ক ও মনস্তাত্ত্বিক দিকটি তুলে ধরেছেন অত্যন্ত নিপুণভাবে। কুমু নামের একটি সাধারণ অসাধারণ গল্প হলো দৃষ্টিদান জেতার স্বামীর জন্য অন্ধ হয়ে গিয়েছিল তার পরেও স্বামীর প্রতি তার প্রেম, ভালোবাসা ও ত্যাগ সত্যিই অতুলনীয় ছিল তা রবি ঠাকুরের নারী চরিত্র গুলোর মধ্যে অত্যন্ত প্রকট। কুসুমের চৌদ্দ বছর বয়সে বিয়ে হয় ডাক্তারি পড়ুয়া এক যুবকের সাথে।

বছর না ঘুরতেই এত অল্প বয়সে কুমু সন্তান জন্ম দিতে গিয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং তার সন্তান টি মারা যায়। সে অসুস্থ তার মৃত্যু না হলেও ধীরে ধীরে তার চোখে সমস্যা দেখা দেয়। তার স্বামী ডাক্তারি পড়ছিল সেই সময়। সে তার আনাড়ি হাতে কুমুর চোখের চিকিৎসা করতে শুরু করে। কুমুর ভাসুর ঠাকুর তার স্বামীকে এইভাবে চিকিৎসা করে কুমুর চোখ যেন নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলে।

দৃষ্টিদান ছোট গল্প পিডিএফ ডাউনলোড রবি ঠাকুর

এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ ঝগড়া হয়ে যায়। কুমু জানে যে তার স্বামীর ঠিকমত তার চোখের চিকিৎসা করতে পারছে না কিন্তু স্বামীকে খুশি করার জন্য সে স্বামীর কথা মত চলতে থাকে। কুমুর ভাসুর ঠাকুর গোপনে তার চিকিৎসা করাতে চাইলেও কমু তা অগ্রাহ্য করে। অবশেষে স্বামীর মন রক্ষা করতে গিয়ে এই বালিকা বধূটি চিরতরে অন্ধ হয়ে যায়।

কুমুর এমন অবস্থার জন্য যে তার স্বামী নিজে দায়ী তা সে বুঝতে পারে এবং কুমুর কাছে মাফ চায়।সে প্রতিজ্ঞা করে সে আর কখনো বিবাহ করবে না এবং তার জীবনে সে ছাড়া অন্য কোনো নারীর কোন জায়গা হবে না। সে কপট রাগ প্রকাশ করলেও স্বামীর প্রতি অত্যন্ত খুশি হয়। ধীরে ধীরে তার স্বামী ডাক্তারি পড়াশোনা শেষ করে এবং ডাক্তারি পেশায় বেশ খ্যাতি লাভ করে। তাদের সংসারের প্রচুর অর্থের যোগান আরম্ভ করলে ধীরে ধীরে বদলে যেতে থাকে তার স্বামী।

দুই ভাইয়ের মধ্যে তাকে নিয়ে যে বিবাদ শুরু হয়েছিল সে অন্ধ হয়ে যাওয়ার পরে উভয় পক্ষই তাদের ভুল বুঝতে পারে এবং ভাইয়ে ভাইয়ে সব বিবাদের অবসান হয়ে যায়। কুমুকে নিয়ে তার স্বামী বেশ সুখেই দিন অতিবাহিত করতে থাকে। কুমুর পিসি শাশুড়ি কোমর স্বামীর আবার বিবাহ দিতে চায় তার ভাইয়ের মেয়ে হেমাঙ্গীর সাথে। ধীরে ধীরে সে মেয়েটিকে পছন্দ করে ফেলে কুমুর স্বামী এবং তাকে দেওয়া প্রতিজ্ঞা সে একসময় ভুলে যায় এবং বিবাহের জন্য যাত্রা শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হয় না

রবি ঠাকুরের অসাধারণ সুন্দর ছোট গল্পটি আমাদের ওয়েবসাইটে ভিজিট পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে চাইলে যখন-তখন ভিজিট করুন আর ডাউনলোড করে নিন এই অসাধারণ ছোটগল্প দৃষ্টিদান এবং সেই সাথে শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধবদের সাথে।

দৃষ্টিদান PDF

Exit mobile version