Site icon Book PDF Down.com

এই বসন্তে PDF Download হুমায়ূন আহমেদ

এই বসন্তে PDF Download হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ স্যারের এই বসন্তে সামাজিক উপন্যাস টি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের নিচের দিকে গিয়ে বইটি ডাউনলোড করতে পারবেন। এই বসন্তে একটি সমকালীন উপন্যাস এবং সমাজের বিভিন্ন চিত্র বইটিতে চিত্রিত হয়েছে। হুমায়ুন স্যারের কিছু কিছু লেখা আছে যেগুলো গদবাধা নিয়মে কোন রকম গল্প শেষ করা হয়েছে। তবে এই বইটিতে হুমায়ূন আহমেদ স্যার বেশ কিছু তথ্য পাঠকদের দেওয়ার চেষ্টা করেছেন। একজন পাঠক যদি নিবিষ্টচিত্তে হুমায়ূন আহমেদ স্যারের এই বসন্তে বইটি পাঠ করেন তাহলে কিছু ম্যাসেজ পাবেন।

হুমায়ূন আহমেদ স্যারের এই বসন্তে বইটি অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হওয়া একটি বই। এই বইটির পৃষ্ঠা সংখ্যাঃ 96 টি এবং এখনকার বাজারে মুদ্রিত মূল্য 250 টাকা। যদি আপনারা সফট কপি হিসেবে বইটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের নিচে গিয়ে বইটির পিডিএফ ফাইল পেয়ে যাবেন।

এই বসন্তে বইটির কাহিনী সংক্ষেপ

এই বসন্তে বইটিতে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার নীলগঞ্জ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষের কথা তুলে ধরেছেন। ক্ষমতার দাপটে কিছু মানুষ সমাজের ক্ষমতাহীন মানুষদের উপরে যেরকম অপব্যবহার করে সে বিষয়টা হুমায়ূন আহমেদ স্যার খুব সুন্দর ভাবে বিভিন্ন চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

হঠাৎ করেই এই গ্রামে একদিন ফিরে আসেন মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর। একটি খুনের অভিযোগে তাকে জেলে থাকতে হয় এবং তিনি যে দিন জেল থেকে ফিরে আসবে সেদিন থেকে ঘটনা শুরু হয় উপন্যাসের। মিথ্যা মামলার আসামি হিসেবে জহুর কে দীর্ঘসময় জেল খাটতে হয়। নীলগঞ্জ জেলার ছোট চৌধুরীর করা মামলায় জেল খাটতে হয় বলে সে ফিরে আসায় গ্রামের অনেকেই সন্দেহ করতে শুরু করে। সকলেই ভাবতে শুরু করে জহুর হয়তো এবার প্রতিশোধ গ্রহণ।

এই বসন্তে বইটির একটি চরিত্র হলো দবির সাহেব। তার একটি মেয়ে আছে। এই মেয়েকে গান শেখায় গানের শিক্ষক সাইফুল হাসান। দবির সাহেব নীলগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করে। মাঝেমধ্যেই তার দোকান থেকে মালপত্র চুরি হওয়া শুরু হয়। ফলের দোকানের পাহাড়ের জন্য তিনি একজন লোককে রাখেন এবং এই লোকের নাম হল মনসুর। মনসুর কে রাখার পরেও দোকানে আবারো চুরি হয় এবং তাকে সন্দেহবশত পুলিশ ধরে নিয়ে যায় এবং প্রচন্ড টর্চার করে। পুলিশের টর্চারে হঠাৎ করেই মনসুর মারা যায়।

গানের শিক্ষক সাইফুল এই বিষয়টি জানতে পারে। তবে পুলিশ এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। গানের শিক্ষক সাইফুল মাঝেমধ্যেই ওসি সাহেব কে বেনামি চিঠি দেয় এবং ভয়-ভীতি প্রদর্শন করে খুনের ব্যাপারে। হঠাৎ করেই একদিন সাইফুলের হারমোনিয়াম চুরি হয়ে যায়। সে যখন থানাতে অভিযোগ করতে যাই এবং স্বাক্ষর দিতে যায় তখন ওসি লক্ষ্য করে দেখেন যে তাকে যে বেনামি চিঠি পাঠানো হয় সেই লেখার সঙ্গে এই হাতের লেখার হুবহু মিল রয়েছে। ওসি থাকে থানায় আটকে রাখে এবং প্রচণ্ড মারধর করে।

এদিকে দবির সাহেবের এলাকায় ছিলেন না বলে তিনি এ সকল ঘটনার কিছুই জানেন না। সাইফুল এলাকার ছোট চৌধুরী সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়ায় বলে ছোট চৌধুরী সুযোগ পেয়ে যাই। সাইফুল হাজত থেকে ফেরত আসার পরে ছোট চৌধুরী তাকে প্রচন্ড অপমান করে এবং গ্রামের ভেতরে তাকে মারধর করে। এই বিষয়গুলো সাইফুল মেনে নিতে পারে না এবং সে বাড়িতে ফিরে এসে প্রচন্ড মন খারাপ করে বসে থাকে। যে সত্য প্রকাশে সবসময় নির্ভীক, তাকে সবাই বাহবা দেয়। কিন্তু বিপদের সময় কেউ পাশে এসে দাঁড়ায় না। আর এই ঘটনাগুলো প্রতিফলিত হয়েছে উপন্যাসটিতে।

এই বসন্তে PDF

Exit mobile version