Site icon Book PDF Down.com

এই মেঘ, রৌদ্রছায়া PDF Download হুমায়ূন আহমেদ

এই মেঘ, রৌদ্রছায়া PDF Download হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ স্যারের এই মেঘ রৌদ্র ছায়া বইটি যদি পড়তে আগ্রহ বোধ করেন তাহলে আমাদের ওয়েবসাইটের নিচের দিকে চলে যান। এই বইটির পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। যারা হুমায়ূন আহমেদ স্যার এর ভক্ত এবং স্যারের বই পড়তে পছন্দ করেন তাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সারির প্রত্যেকটি বইয়ের পিডিএফ ফাইল সংরক্ষণ করা আছে। আপনারা চাইলেই আপনাদের প্রয়োজনীয় বই গুলো আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজ উপায় এবং বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

এই মেঘ রৌদ্র ছায়া বইটি সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য দুইশত টাকা এবং এই বইয়ের পৃষ্ঠা রয়েছে 114 টি। চরম উপভোগ্য এ বইটি পড়তে চাইলে আপনারা নিচে গিয়ে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন

এই মেঘ রৌদ্র ছায়া রিভিউ

হুমায়ূন আহমেদ স্যারের লেখা সাথে নতুন করে পাঠকদের পরিচয় করে দেওয়ার কোন দরকার নেই। যারা হুমায়ূন আহমেদ স্যারের এই বইটির নাম জানিয়েছেন তারা ইতোমধ্যে স্যারের অন্যান্য বই আরো পড়েছেন এবং স্যারের বইয়ের কাহিনী গুলো কেমন হয়ে থাকে সে সম্পর্কে ধারণা অর্জন করেছেন। এই বইটি তেমনি একটি বই। এই বইয়ে আপনারা গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা বিভিন্ন গল্প পাবেন।

এই মেঘ রৌদ্র ছায়া বইটিতে লেখক অভিনেতা মাহফুজকে বইটি উৎসর্গ করেছেন। প্রকৃতপক্ষে হুমায়ূন আহমেদ স্যার বইটিতে যে নায়ক এর কথা বলেছেন সে নায়কের নাম মাহফুজ আহমেদ। এ নাটকের পটভূমি হলো কেন্দ্রীয় চরিত্র একজন বিশিষ্ট মেয়েকে নিয়ে যাচ্ছে না গ্রামের একটি নাটক অনুষ্ঠানকে উদ্বোধন করবেন বলে। যে গ্রামে নিয়ে যাচ্ছেন সেই গ্রামে যাওয়ার পথের মধ্যে নদী পড়ে এবং নদী পথে যেতে হয়। মাঝপথে প্রচন্ড ঝড় ওঠে এবং অন্যান্য চরিত্রগুলো ভয় পেতে থাকে যে এই লঞ্চ ডুবে যায় কিনা। চমৎকার একটি গল্প এবং গ্রামীণ পটভূমি বিভিন্ন চিত্র উঠে আসবে বইটিতে যা পাঠককে খুব তাড়াতাড়ি মোহিত করতে পারবে।

মাহফুজ আহমেদ যে মেয়েটিকে সাথে করে নিয়ে যাচ্ছে সে মেয়েটির মাঝপথে প্রচন্ড পরিমানে জ্বর আসে। একেতো প্রচন্ড ঝড় এবং অন্যদিকে মেয়ে চরিত্র টি প্রচুর পরিমাণে জ্বর বেধে যাই। তাছাড়া বইটি পড়লে আপনারা শেষের দিকে একটি সাসপেন্স পেয়ে যাবেন যা আপনাদের চমকৃত করবে। বইটি পড়ে আমি অনেক মজা পেয়েছি এবং মনে করে যে আপনারাও এই বইটি পড়লে অনেক মজা পাবেন।

বইটির লেখকের নাম থাকে সব সময় প্রাধান্য দিয়েছেন এবং তাদের চেহারা অসম্ভব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বইটির যে সকল চরিত্র রয়েছে তার মধ্যে রানা এবং চিত্র চরিত্র তিনি অসম্ভব সৌন্দর্যের দিক থেকে ফুটিয়ে তুলতে পেরেছেন। বইটির শুরুর দিকটা কিছুটা ও খাপছাড়া এবং সাদামাটা হলেও পরবর্তীতে যখন আপনি গল্পের মধ্যে ঢুকে যাবেন তখন আপনার কাছে বইটি উপভোগ্য মনে হবে।

বইটিতে মাওলানা ইস্কান্দার আলী নামক একটি চরিত্র রয়েছে। ফেনী একদিন বিকেল বেলায় পবিত্র আল কোরআন পড়ে শেষ করে অলৌকিক ভাবে হাফেজ হয়ে যান। এ বইটিতে আপনারা সুলতান সাহেব এবং সবুজ ব্যবহারের বিভিন্ন দিক খুঁজে পাবেন। তাদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো এবং মাহফুজের যে সাহস রয়েছে সেগুলো আপনারা খুব সুন্দর ভাবে উপভোগ করবেন। তবে শেসে যে পরিণতি ঘটে সেই পরিণতির বলি হয়েছেন হাফেজ ইস্কান্দার আলী। বইটি যদি আপনারা পাঠ করতে আগ্রহ বোধ করেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিবেন এবং যেকোন অবসর সময়ে করে ফেলবেন।

এই মেঘ, রৌদ্রছায়া PDF

Exit mobile version