Site icon Book PDF Down.com

একি কান্ড PDF Download হুমায়ূন আহমেদ

একি কান্ড PDF Download হুমায়ূন আহমেদ

বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ রচিত ছোটদের জন্য অসাধারণ একটি বই হল ‘ একি কান্ড ‘। হুমায়ুন আহমেদ রচিত ছোটদের বইয়ের মধ্যে এটি একটি অসাধারণ বই। বইটি রচিত হয়েছে ১৯৯৩ সালে। বইটির ১০ তম সংস্করণ হয়েছে ২০১১ সালে। বইটির প্রকাশনা করেছে সুবর্ণ প্রকাশ প্রকাশনী। বইটি হার্ডকাভারে ছাপা হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যাঃ ৪৮ টি। বইটির বাংলাদেশী মুদ্রিত মূল্যঃ ১০০ টাকা। বইটির অনলাইন পিডিএফ সাইজ ০৪ এমবি।

‘একি কান্ড’ একটি শিশু-কিশোর উপন্যাস। সাহিত্য অঙ্গনে হুমায়ুন আহমেদের অবদান অসামান্য। তিনি বড়দের জন্য যেমন রচনা করেছেন অসাধারণ সব উপন্যাস তেমনি ছোটদের জন্য রচনা করেছেন মজার মজার সব গল্পের বই। যা পড়ে ক্ষুদে পাঠকরা ভীষণ আনন্দিত হবে। ক্ষুদে পাঠকরা ভীষণ মজার এই বইটি পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ফ্রী পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে। যারা এখনো বইটি পড়েনি তারা তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আজই চমৎকার এই বইটি পড়ে নিন।

একি কান্ড গল্পের মূল কাহিনী

হুমায়ুন আহমেদ তার সাহিত্য জীবনে একজন সফল মানুষ। তিনি সাহিত্য অঙ্গনে অনেক রকমের বই রচনা করেছেন। সাহিত্যের সব জায়গায় তার পদচারণ রয়েছে। বড়ো থেকে শুরু করে ছোট সব বয়সের পাঠকের জন্য তিনি বই রচনা করেছেন। ছোটদের জন্য তিনি রচনা করেছেন চমৎকার সব বই। একি কান্ড একটি চমৎকার শিশুতোষ বই। এই বইটি বড়োরাও পড়ে দারুণ মজা পাবে।

এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হল টুকুন নামের একটি ছোট ছেলে। টুকুন তৃতীয় শ্রেণীতে পড়ে আর তার বয়স সাত বছর। টুকুনসহ তার পরিবারে আরো তিনজন সদস্য রয়েছে। টুকুনের মা বাবা আর তার বোন। টুকুনের বাবার নাম রশিদ এবং তিনি একজন লেখক মানুষ। তার মায়ের নাম মুনা তার ছোট বোন হল মৃদুলা।

টুকুনের বাবা মা খুব চিন্তিত টুকুনকে নিয়ে। কারণ টুকুন প্রচুর মিথ্যা বলে, তার বাবা মা ভেবেই পাচ্ছে না কীভাবে তাদের ছেলে এতো মিথ্যা বলে। কোনভাবেই তার এই মিথ্যা বলা বন্ধ করা যাচ্ছে না। প্রতিদিন একটা কাক টুকুনের সাথে আসে আর এসে তার সাথে কথা বলে। টুকুন সবাইকে এই কথা বলে। কিন্তু কেউ তার কথা কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে টুকুন মিথ্যা কথা বলে।

এইসব ভেবে টুকুনের খুব খারাপ লাগে। সেই কাকের জন্য টুকুন একটা সুন্দর কবিতা লিখেছে। টুকুনের একটা ছোট ফুপু আছে তার নাম অপলা। টুকুন তার ফুপুকে খুব ভালোবাসে আর তার সব কথা বিশ্বাস করে। টুকুন ছোট ফুপুকে এই কথাটা বলে। তার ফুপু বলে যদি কাকটা তার জন্মদিনে উপহার দেয় তাহলে বিশ্বাস করবে।

এরপর টুকুনের জন্মদিন আসে কিন্তু তার বাবা বলে এইবার কোন অনুষ্ঠান করবেন না। সেই টাকা গরীব দুঃখীকে দান করবেন বলেছেন। তাই এইবার আত্মীয় স্বজন কাওকে দাওয়াতও করা হয়নি। তাই এইবার টুকুনের মন খারাপ। সেইদিন টুকুনের বোন অসুস্থ হয়ে যাওয়ায় তার বাবা মা তাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। ঠিক সেই সময় কাকটা আসে। তার তাকে ঝং এর বাচ্চা উপহার দেয়। বলে এটা কাগজ খায় কিন্তু কারো সামনে খায়না। তার বাবা মা বিশ্বাস করেনা। কিন্তু যখন তাদের সামনে থেকে টাকা উধাও হয়ে যায় তখন তারা অবাক হয়ে যায়। এরপর থেকে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।

একি কান্ড PDF

Exit mobile version