Site icon Book PDF Down.com

একজন কমলালেবু PDF Download শাহাদুজ্জামান

একজন কমলালেবু PDF Download শাহাদুজ্জামান
‘একজন কমলালেবু’ বইটির লেখক বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। জীবনানন্দ দাশের জীবনি নিয়ে এই বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। বইটির প্রকাশক প্রথমা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছন সব্যসাচী হাজরা।
 
কথাসাহিত্যিক শাহাদুজ্জামান বরাবরই গবেষণাধর্মী লেখা প্রকাশ করে থাকেন। তার অন্যতম বিখ্যাত বই ক্রাচের কর্ণেলে আমরা যেমন দেখেছি তিনি কর্ণেল তাহেরের জীবনি কত সুন্দর বর্ণনার মাধ্যমে একটি উপন্যাসের আকারে পাঠকদের মাঝে এনেছেন তেমনই ‘একজন কমলালেবু’ বইটিকেও তিনি শুধু জীবনানন্দের জীবনি হিসেবে না লিখে একে সহজপাঠ্য একটি উপন্যাস হিসেবেও পাঠকের সামনে উপস্থাপন করেছেন।

একজন কমলালেবু রিভিউ

 
প্রকাশের পর থেকেই এই বইটি উপন্যাস নাকি জীবনি এটা নিয়ে অনেক রকম বিতর্ক সৃষ্টি হয়েছে পাঠকদের মধ্যে। এ বিষয়ে লেখক শাহাদুজ্জামান নিজে বলেছেন ” এই বইটি জীবনি নাকি উপন্যাস সেটা আমার কাছে খুব জরুরী প্রশ্ন নয়। এটি আমার কাছে একটি সাহিত্যকর্ম যা ফিকশন ও ননফিকশন এর মাঝামাঝি এক ধুসর এলাকায় দাঁড়ানো। তাই এই বইটিকে একটি সাহিত্যকর্ম হিসেবেই উপভোগ করতে পারলেই পাঠকেরা এর সম্পূর্ণ রস আস্বাদন করতে পারবেন।
 
বইয়ের এমন একটি নামকরণের পিছনেও রয়েছে একটি কারণ। কারণটি হলো জীবনানন্দ দাস একটি কবিতায় পরের জন্মে কমলালেবু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাই লেখক শাহাদুজ্জামান এই বইটির নাম করেছেন ‘একজন কমলালেবু’। পুরো বইটি জুড়ে লেখক অত্যন্ত দক্ষতার সাথে জীবনানন্দ দাশের জীবনের সমস্ত ঘটনা তুলে ধরেছেন। তাঁর বেড়ে ওঠা, শিক্ষকতা জীবন, দেশভাগের আগেই দেশত্যাগ, কলকাতার জীবন সব কিছু ফুটিয়ে তুলেছেন স্পষ্ট ভাবে।
 
কলকাতায় গিয়ে জীবনানন্দের জীবনে যে আনন্দ ছিলো না সেটা পাঠক বুঝতে পারবেন খুব সহজেই। দিনের পর দিন চাকরির জন্য তাকে ঘুরতে হয়েছে। নতজানু হতে হয়েছে যার তার কাছে। কম টাকার বোর্ডিংএ থেকে আধপেট খেয়ে দিনাতিপাত করতে হয়েছে। এসময় কবির জীবনে কারা তার পাশে এসে দাঁড়িয়েছেন আর কারা তার বিরোধিতা করেছেন সেটাও লেখক স্পষ্টভাবে তুলে এনেছেন এই বইটিতে।
 
বইটিতে লেখক অনেক অজানা কথাও লিখেছেন যা বাংলার সাহিত্যপ্রেমী পাঠক সমাজের কাছে চিরকাল অজানাই ছিলো। রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরির মত প্রখ্যাত কবি,লেখক গণ জীবনানন্দ কে কবি হিসেবে বাংলার সাহিত্যাঙ্গনে কোন জায়গাই দিতে চান নি। অনেকেই তাঁকে আখ্যায়িত করেছে পাগল,অশ্লীল নামে। এসবও কিছু ও এই বইটিতে উঠে এসেছে স্পষ্টভাবে।
 
অপরদিকে বুদ্ধদেব বসুর মতো কবিরা জীবনানন্দ কে দিয়েছেন অকৃত্রিম প্রশংসা এবং সম্মান। বড় বড় সাহিত্যিকদের কাছ থেকে এধরণের অসম্মান এবং অবহেলা পেয়েও তিনি হতাশ হননি। তিনি আশা রাখতেন একদিন ঠিকই এমন এক প্রজন্ম তৈরী হবে যারা তাঁর কবিতা পড়বে, তাঁর কবিতা হৃদয়ঙ্গম করতে পারবে।সত্যি কবির আশা পূর্ণ হয়েছে।
 
বাংলাদেশ-ভারত ছাড়াও অনেক দেশেই কবি জীবনানন্দের নিজস্ব একটি ভক্তসমাজ গড়ে উঠেছে যারা কবিকে মনেপ্রাণে ভালোবাসেন এবং তার কবিতা হৃদয়ে লালন করেন। শাহাদুজ্জামান এই বইটিতে বিভিন্ন কাহিনীর সাথে সাথে চমৎকার ভাবে জীবনানন্দের কবিতাগুলো কে উপস্থাপন করেছেন। এতে পাঠক প্রতিটি কবিতার পটভূমিই বুঝতে পারেন।
 

শাহাদুজ্জামানের বই pdf

 
লেখক শুধু কবিতা গুলোকে উপস্থাপনই করেননি বরং পাঠকের সুবিধার্থে কবিতা গুলোকে সহজ করে বুঝিয়ে দিয়েছেন নিজের মতো করে। এই বইটি পড়লে পাঠক জীবনানন্দ দাশের জীবনের অনেক অজানা তথ্য জানতে পারবেন। “নির্জনতার কবি” জীবনানন্দের জীবনে যে শান্তি এবং নির্জনতার অভাব ছিলো, বিশৃঙ্খলের কোলাহল ছিলো তা পাঠক সহজেই বুঝতে পারবেন।
 
লেখক এই বইটির মাধ্যমে অন্যরকম এক জীবনানন্দের পরিচয় করিয়ে দিয়েছে পাঠকদের কাছে৷ যার জন্য পাঠক হৃদয়ে শুধু ভালোবাসা বা করুনাই জন্ম নিবে না, জন্ম নিবে এক ধরণের নিরব প্রতিবাদ। সেই প্রতিবাদ এই প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যারা কবিকে চিনতে পারেনি, তাঁকে প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। এছাড়াও বইটি অনেক পাঠকের জন্যই হয়ে উঠতে পারে অনুপ্রেরণার উৎস।

একজন কমলালেবু PDF

 
 
 
Exit mobile version