Site icon Book PDF Down.com

এলেবেলে PDF Download হুমায়ূন আহমেদ (১ম ও ২য় পর্ব)

এলেবেলে PDF Download হুমায়ূন আহমেদ (১ম ও ২য় পর্ব)

আমাদের ওয়েবসাইট থেকে আপনারা এলেবেলে বইটি ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটি সাহিত্য পড়ুয়া যাতে খুব সহজ উপায় পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারে তার জন্য আমাদের ওয়েবসাইটে হুমায়ূন আহমেদের সকল বইয়ের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া আছে। আপনাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী আমাদের ওয়েবসাইট থেকে আজকে হুমায়ূন আহমেদ স্যারের এলেবেলে বইটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন। হুমায়ূন আহমেদ স্যারের বইয়ের পাশাপাশি অন্যান্য লেখকদের বই যদি আপনি পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে সূচিপত্র দেখুন।

এলেবেলে বইটির প্রকাশনা সংস্থা হল সময় প্রকাশন। বর্তমান বাজারে যদি আপনি বইটি ক্রয় করতে চান তাহলে বইটির মুদ্রিত মূল্য ধরা হবে 120 টাকা। এভাবে পৃষ্ঠায় রয়েছে 78 টি। ব্যঙ্গ এবং রম্য রচনা মূলক লেখা সমৃদ্ধ এই বইটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং যে কোন বয়সের পাঠকের কাছে বইটি হবে সুখপাঠ্য।

হুমায়ূন আহমেদ স্যার বরাবরই তার লেখাতে সেন্স অফ হিউমার ব্যবহার করে থাকেন। তবে এই ভয়ে যে সকল কথা তিনি তুলে ধরেছেন সেগুলো আপনারা পড়লে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মত অবস্থা হয়ে যাবে। তাই বইটি সংগ্রহ করে পড়া শুরু করে দিন। আর পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটের নিচের দিকে চলে যান এবং সেখান থেকে ডাউনলোড করে নিন।

এলেবেলে রিভিউ

আপনার যদি মন খারাপ হয়ে থাকে তাহলে এই বইটি নিয়ে আপনি বসে পড়লেই আপনার মন অজান্তেই ভালো হয়ে যাবে। আমরা বরাবরই জেনে থাকি যে হুমায়ুন আহমেদ স্যার তাঁর লেখার মধ্যে এমন কিছু কথা বাত্রা এবং ঘটনা উল্লেখ করে থাকেন যা একজন পাঠককে আনন্দদানের পাশাপাশি পুরো বইটি গোগ্রাসে গিলতে বাধ্য করে। ঠিক এমন ভাবেই আপনার কাছে বইটি মনে হবে এবং আপনার মন খারাপ থাকলে নিমিষেই তা দূর হয়ে যাবে।

এলেবেলে বইটি দুই খণ্ডে ভাগ করা হয়েছে। যেহেতু বইটিতে অনেকগুলো ছোট ছোট ঘটনার সময় হল রয়েছে সেহেতু আমি আলাদা করে আপনাদের কাছে বইটির কাহিনী সংক্ষেপ তুলে ধরতে যাচ্ছি না। এতে গল্পের যে আকর্ষনের বিষয়বস্তু রয়েছে সেগুলো আপনাদের কাছে ক্ষুন্ন হবে। তাছাড়া আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে এই বইটি পড়বে কিনা এবং এর বই পড়লে ভালো লাগবে কিনা, তাদের কাছে এটাই সাজেস্ট করব যে আপনারা নির্দ্বিধায় বইটি পড়তে পারেন। একজন সাহিত্য পরওয়ার কাছে রিডিং ব্লক কাটিয়ে উঠতে এ ধরনের বই।

এলেবেলে বইয়ের রম্ব কাহিনীগুলো প্রথমে উম্মাদ পত্রিকায় নিয়ম অনুসারে ছাপা হতো। সেই সময়ের পাঠক পত্রিকা থেকে এ রম্য রচনা এবং ব্যঙ্গাত্মক রচনা গুলো সংগ্রহ করেছেন এবং পড়েছেন। বর্তমান যুগে যেহেতু এই ম্যাগাজিনের চলন নেই সে তো আমাদের একমাত্র ভরসা এলেবেলে বইটি।

হুমায়ূন আহমেদ স্যারের এলেবেলে বইয়ের বিভিন্ন ছোট ছোট রম্য রচনা গুলো অনেক ভালো লেগেছে এবং পরতে পরতে নিজের অজান্তে হেসে ফেলেছি। তাই আপনি যদি বই পড়ে আনন্দ পেতে চান এবং হাসতে চান তাহলে এ বইটি আর দেরি না করে ডাউনলোড করে ফেলুন এবং আপনার অবসর সময়ে এই বইটি হোক আপনার হাসি আনন্দের খোরাক।

এলেবেলে (১ম পর্ব) PDF

এলেবেলে (২য় পর্ব) PDF

Exit mobile version