Site icon Book PDF Down.com

ফাগুন বসন্তে মোশতাক আহমেদ PDF download

ফাগুন বসন্তে মোশতাক আহমেদ

মোশতাক আহমেদ বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক হিসেবে সবার কাছে সমাদৃত। তাঁর রচিত সবগুলো উপন্যাস সবার কাছে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তার লেখা খুব তাড়াতাড়ি মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে গেছে। তার রচিত সবগুলো উপন্যাস কল্পনার পাশাপাশি বাস্তবতার ছোঁয়া দেয়। তিনি বরাবর তার লেখায় সহজ, সরল, সাবলীল, প্রাঞ্জল ভাষা ব্যবহার করেন। তিনি জানান পাঠকদের মনের মত করে উপন্যাস গুলো লিখেন। তার উপন্যাস গুলো পড়লে অনেক অজানা রহস্যের সমাধান হয়। তার বিভিন্ন উপন্যাস গুলোর মধ্যে “ফাগুন বসন্তে” উল্লেখযোগ্য।

মোস্তাক আহমেদ পেশায় একজন অতিরিক্ত ডিআইজি হলেও লেখালেখি প্রতি তার আগ্রহ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এই পর্যন্ত তিনি সাইন্স ফিকশন জগতে এক অনন্য উদাহরণ তৈরি করেছে।‌ এছাড়াও তিনি ভৌতিক, প্যারাসাইকোলজি, মুক্তিযুদ্ধ ও ভ্রমণকাহিনী বিভিন্ন ধরনের উপন্যাস রচনা করেছেন। যেকোনো একটি বিষয়ের ওপর তিনি সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের বই লিখেছেন এই লেখক।

“ফাগুন বসন্তে” মোশতাক আহমেদের একটি উল্লেখযোগ্য রোমান্টিক উপন্যাস। বইটি প্রথমবারের মতো প্রকাশিত হয় 2021 সালে। বইটির প্রচ্ছদ করেছেন জয় কর্মকার। বইটি প্রকাশ করে অন্য প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 144 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 258 টাকা।

কাহিনী সংক্ষেপ:

নাদিয়া ঢাকা ভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্রী।‌ সে ভার্সিটির রোকেয়া হলে থাকে। টিউশনি করে পড়াশোনার খরচ চালায় সে। কিন্তু হঠাৎ ছাত্রের পরিবার ডাকার বাইরে চলে যাওয়ায় হাতছাড়া হয়ে যায় তার পড়াশোনা চালানোর শেষ সম্বল। টিউশনি চলে যাওয়ার কারণে মহাসঙ্কটের মধ্যে পড়ে যায় নাদিয়া। শেষে সে সিদ্ধান্ত নেয় খরচ চালাতে বাবার রেখে যাওয়া প্রাইভেট গাড়িটা উবারে চালাবে।

কিন্তু আমাদের সমাজে মেয়েদের সব জায়গায় বিপদের সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে নাদিয়ার ও একই অবস্থা হয়। গাড়ি চালাতে গিয়ে তাকে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। হঠাৎ একদিন নাদিয়ার কাছে একটা খাম আসে। আর সঙ্গে একটা এক লক্ষ টাকার চেক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক অসহায় রোগীকে থেকে টাকা পৌঁছে দেয়ার অনুরোধ করা হয় চিঠিতে। চিঠির কথা মত নাদিয়া টাকাটা পৌঁছে দেয় হাসপাতালে। তারপর আবার একটি খাম আসে। এবার খামের পাশাপাশি আসে তিন লক্ষ টাকার চেক।

এবার 1 দরিদ্র রোগীকে অর্থ পৌঁছে দেয়ার জন্য তাকে অনুরোধ করা হয়। কিন্তু কে এই টাকা পাঠাচ্ছে? এর উৎস কি? এগুলোর চিন্তা করতে করতে নাদিয়া নাজেহাল হয়ে পড়েছিলো। এই রহস্যের বেড়াজালে উন্মোচন করতে গিয়ে ফাগুন বসন্তে নামক এক অদ্ভুত নাম খুঁজে পায়। ফাগুন বসন্তের পিছনে কে বা কারা কাজ করছে তা অনুসন্ধান করতে গিয়ে সে বুঝতে পারে এক অজানা রহস্যের জড়িয়ে পড়েছে সে।

এরমধ্যে নাদিয়া লক্ষ্য করে তাকে অনুসরণ করতে শুরু করেছে এক রহস্যকারী চক্র। কালো রঙের দুটি মোটরসাইকেল তাকে ফলো করতে শুরু করেছে। নাদিয়া অনুমান করতে পারে মোটর সাইকেল আরোহীদের উদ্দেশ্য ভালো না। নাদিয়া এই বিষয়ে কে খুব গুরুত্ব দিয়ে বাইরে যাওয়া কম করে দেয়। কিন্তু সতর্ক হওয়ার আগেই সে রহস্যের বেড়াজালে আটকে পড়েছে।

হঠাই সে বন্দি হয়ে পড়ে ভয়ানক এক চক্রের জালে। মুহূর্তের মধ্যেই সে আলো থেকে অন্ধকারে হারিয়ে যেতে থাকে। এখন চাইলেও আর হয়তো নিজেকে রক্ষা করতে পারবে না। কারণ সে জানে তাকে উদ্ধার করার মতো এই পৃথিবীতে কেউ নেই।

শেষ পর্যন্ত কী ঘটেছিল নাদিয়ার জীবনে? ফাগুন বসন্তই বা কী? সেই রহস্যময় চক্র কেন লাখ লাখ টাকা পাঠাত নাদিয়ার কাছে? তারা কি সত্যিই মানবসেবার জন্য কাজ করছে নাকি অন্য কোন উদ্দেশ্য আছে? এই সবকয়টি প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের পুরো বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এই বইটি যারা এখনো পড়েননি তাদের বারবার অনুরোধ করব একবার হলেও পড়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে।

Exit mobile version