Site icon Book PDF Down.com

ফেরা PDF Download হুমায়ূন আহমেদ

ফেরা PDF Download হুমায়ূন আহমেদ

আপনারা যারা হুমায়ূন আহমেদের সেরা উপন্যাস ডাউনলোড করতে চান, তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে জনপ্রিয় কথা সাহিত্যিক এর সকল বই এর পিডিএফ ফাইল সংরক্ষণ করা হয়েছে। আপনারা চাইলে যেকোনো বই সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন এবং যেকোন মুহূর্তে ডাউনলোড করে নিয়ে পড়তে শুরু করতে পারেন। প্রত্যেকটি সাহিত্য প্রেমির কথা বিবেচনা করে আমাদের ওয়েবসাইটে সকল ধরনের বই এর পিডিএফ ফাইল ডাউনলোড করার ব্যবস্থা করেছি আপনাদের। তাই আপনাকে যদি আমাদের ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করে নেন তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে।

যারা হুমায়ূন আহমেদের ছোট ছোট উপন্যাস গুলো পড়তে পছন্দ করেন তার মধ্যে ফেরা উপন্যাসটি অন্যতম। এই উপন্যাসে আপনারা ও না জানা অনেক গল্প শুনতে পারবেন এবং ভাটি অঞ্চলের পরিবেশ পড়ার মাধ্যমে অবলোকন করতে পারবেন। সাধারণত হুমায়ূন আহমেদ ভাটি অঞ্চল নিয়ে বেশ কয়েকটি উপন্যাস রচনা করেছেন। ভাটি অঞ্চলের মানুষের জলাবদ্ধতার কারণে জীবনাচরণে এবং তাদের সামাজিক সম্পর্কগুলো একে অন্যের সাথে কিভাবে গড়ে ওঠে সে বিষয়গুলো মুখ্য হয়ে উঠেছে ফেরা উপন্যাসে। আপনারা যদি ফের উপন্যাস ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন। তবে এই বই সম্পর্কে কিছু কথা বলতে চাই।

হুমায়ূন আহমেদের সেরা বইটি আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এ বইটির বর্তমানে মুদ্রিত মূল্য 125 টাকা। বইটিতে পৃষ্ঠায় রয়েছে 76। তাছাড়া বইয়ের ধরণ হল এটি একটি সমকালীন উপন্যাস। যেকোনো পাঠক এক নিঃশ্বাসে বই শেষ করে ফেলতে পারবেন বলে মনে করি।

ফেরা বইয়ের কাহিনী সংক্ষেপ

মূলত এ বইয়ের রচনাকাল নব্বইয়ের দশকে। হুমায়ূন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় এই বইটি রচনা করেন। এ বয় লেখক তাঁর লেখনীর মাধ্যমে সুন্দরভাবে ভাটি অঞ্চলের কাহিনী তুলে ধরেছেন। ভাটি অঞ্চলের গায়ক মতি মিয়া এবং তাকে কেন্দ্র করে তাঁর গড়ে ওঠা পরিবার এবং আশ্রিত মানুষজনের কথোপকথন উঠেছে বইটিতে। পরিবারটি একটি অস্বচ্ছল পরিবারের হলেও পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং মিল-মহব্বত বেশি পরিমাণে রয়েছে।

মতিমিয়া গান পাগল লোক বলে পরিবারের দিকে হবে লক্ষ্য না করে দিগ্বিদিক ঘুরে বেড়াই। পরিবারে তার পঙ্গু বউ একটি সুন্দর চরিত্র যে সমাজের পঙ্গু মানুষের অসহায়ত্ব প্রতিনিধিত্ব করে। মতি মিয়ার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে এগিয়ে আসে তাদের পরিবারে আমিন নামক এক ডাক্তার। আমিন ডাক্তার মতি মিয়ার স্ত্রীকে নৌপথে হাসপাতালে নিয়ে যায় এবং যখন ফিরে আসে তখন দেখা দেয় যে মতি মিয়ার স্ত্রী পঙ্গু হয়ে গেছে। এতে তার অসহায়ত্ব সুন্দরভাবে ফুটে ওঠে বইটিতে।

মতি মিয়ার বড় ছেলে আজরফ ধান কাটার কাজ করে। সে অনেকটা নীরবেই এবং সঞ্চয় ধরনের ছেলে। আর মতি মিয়ার ছোট ছেলে নুরুদ্দিন অনেকটা পাগলাটে স্বভাবের। বেশিরভাগ সময়ে তার মন উদাস হয়ে থাকে। তবে এই বইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষনীয় চরিত্র হচ্ছে আমিন ডাক্তার। আর্থিক দিক থেকে দুর্বল হলেও এই লোকটি সব সময় তার বাহ্যিক বিষয়গুলো দেখাতে সিদ্ধহস্ত।

গ্রামে কলেরা রোগ রোগ আসলে লোকজন ডাক্তারের কাছে না ছুটে কবিরাজের কাছে ছুটে। গ্রামীন পরিবেশের যে কুসংস্কারছন্ন তা তাই বইটির খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। এই চমকপ্রদ বইটি আপনাদের ভাল লাগবে বলে মনে করি এবং আপনারা এ বইটি এখনই ডাউনলোড করে নিন সম্পূর্ণ বিনামূল্যে।

ফেরা PDF

Exit mobile version