Site icon Book PDF Down.com

ফেরা PDF Download সিহিন্তা শরীফাহ, নাইলাহ আমাতুল্লাহ

ফেরা PDF Download সিহিন্তা শরীফাহ, নাইলাহ আমাতুল্লাহ

বইঃ ফেরা
লেখকঃ সিহিন্তা শরীফাহ, নাইলাহ আমাতুল্লাহ।
প্রকাশনীঃ সমকালীন প্রকাশন।

শুরুতে মনে হতে পারে কোনো গল্পের বই। আমিও তাই ভেবেছিলাম। কিংবা হয়তো কোনো ইসলামিক গল্পের বই! বইটা সম্পর্কে না জানলে এই ভাবনাটা খুবই স্বাভাবিক।
যাই হোক, পুরোটা পড়ে বুঝতে পারলাম এটা সাধারণ কোনো গল্প না! এটি একজন রির্ভাটেড মুসলিম বোনের নিজের হাতে লেখা, মুসলিম গ্রহনের গল্প!

একজন খ্রিস্টান মেয়ে, যার নাম ‘কার্নেলিয়া স্টেফানি ম্যান্ডেজ। জন্ম তার একটি খ্রিস্টান পরিবারে। বাবা আবার মুসলিম। কিন্তু মা খ্রিস্টান!
তাদের বাবা-মা বিয়ে করেছিলেন ভালোবেসে। দুটো সন্তান জন্মের পর তার মা তাদের নিজের ধর্মে অর্থাৎ খ্রিস্টান ধর্মে দিক্ষা দেন। খ্রিস্টান হিসেবেই বড় করে তুলেছিলেন তাদের। এদিকা তাদের বাবা মুসলিম হওয়াতে খ্রিস্টান ধর্মের অনেক কিছুই জানতো না সে।
খ্রিস্টান মেয়েকে বিবাহ করলেও ইসলাম ধর্মের উপর বেশ শ্রদ্ধা ছিল তার।

মেয়েটি ছোট থেকেই বেশ ধর্মানুরাগী ছিল। বড়রা সবাই মুগ্ধ হয়ে যেত ছোট মেয়ের ধর্মের প্রতি এই ভালোবাসা দেখে। খ্রিষ্টবাদ তার রক্তের সাথে এতো গভীর ভাবে মিশে গিয়েছিল যে কৈশর পেরিয়েও সে জানতে চেস্টা করে নি সে যে ধর্ম টা মানছে তা আদেও কত টুকো সত্য। এসব মাথা ঘামানোর কোনো প্রয়োজনই মনে করেনি সে।

নিজেকে খ্রিস্টান হিসেবেই পরিচয় দিত। জিশু কে ইশ্বর হিসেবেও মানতো, শ্রদ্ধা করতো। তবু এতো ধর্মপরায়ন হওয়ার পরেও মাঝে মাঝে সে বিভ্রান্ত হয়ে যেট। মেলাতে পারতো না অনেক প্রশ্নের উত্তর।

আর সময়ের সাথে সাথে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পালটে গিয়েছিল তার সম্পূর্ণ জীবন। সে তার বাবাকে জিজ্ঞেস করেছিল কোন ধর্মটি সঠিক— ইসলাম? নাকি খ্রিষ্ট?
তার বাবা উত্তর দিয়েছিল– তুমি বড় হয়ে পড়াশোনা করে নিজে জেনে নিও।

মেয়েটির মনে গেথে গিয়েছিল তাকে বড় হয়ে এসকল প্রশ্নের উত্তর জানতে হবে।

বড় হওয়ার পর থেকে তার জীবনে নানা পরিবর্তন আসে। সে তার নিজের ধর্ম থেকে ধীরে ধীরে সরে যেতে থাকলো। এমনকি একটা সময় গিয়ে সে হয়ে গেল নাস্তিক! না মানতো খ্রিস্টান ধর্ম। না মানতো অন্য কিছু!

তার মনে তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
‘ইশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন?
যখন এসব কিছুই ছিল না তখন কি ছিল?
মহাবিশ্ব শুরুর আগে কি ছিল?
ইশ্বর কেন মানুষের জীবনে এত কষ্ট দেন?

এই প্রশ্নগুলো সে কিছুতেই মেলাত পারতো না। পড়াশোনা চালাতে লাগলো ব্যাপকভাবে!
সে কি পেয়েছিল এর উত্তর?

বইটা পড়ে আমক অনেক বিস্মিত হই। আল্লাহ তাআলা চাইলে কি-না করতে পারে। বইটার লেখিকা, সিহিন্তা এবং নাইলাহ এর বাবা একজন মুসলিম ছিলেন। তারপরেও তিনি তার ধর্ম বিসর্জন দিয়ে একজন খ্রিস্টান মহিলাকে বিবাহ করেন।
তাদের পিতা ইসলাম ধর্ম ত্যাগ করলেও আল্লাহ তাআলা তাদের দুই বনকেই মুসলিম বানিয়ে দেন। যা সত্যিই বিস্ময়কর।

বইটি পড়ার সময় মাঝখানে কিছু সময়ের জন্য সিহিন্তা আপুর জন্য খারাপ লাগে। আবার তিনি যখন পুরোপুরি মুসলিম হয়ে গেলেন তখন আবার অন্যরকম এক ভালোলাগা কাজ করছিলো। আর তাছাড়া বইটা পড়ে অনেক বিষয় সম্পর্কে অবগত হই। যে গুলো আগে জানতাম না।

সর্বোপরি বলবো, এটা কোনো রসালো গল্প বা সাহিত্যের বই না। তবুও এই বইটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে পাঠককে। আবার নতুন করে ভাবতে শেখাবে।

ফেরা PDF

Exit mobile version