Site icon Book PDF Down.com

ফেরারি PDF Download সুহাসিনী

ফেরারি PDF Download সুহাসিনী

লেখা লেখির জগতে শরিফা সুহাসিনী একজন নতুন লেখিকা। এই ফেরারী বইটি তার প্রথম থ্রিলার উপন্যাস। উপন্যাসটি লেখেই পাঠক মহলে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন এই নতুন লেখিকা। ফেরারি বইটি প্রকাশিত হয় চন্দ্রভুক প্রকাশনী থেকে। ১৫২ পৃষ্ঠার এই সুন্দর থ্রিলার বইটা এখনও যারা পড়েন নি তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করে পড়ে ফেলতে পারেন অনায়েসে।

বইটি শুরু হয় রহস্য ঘেরা এক সূচনা দিয়ে। এক নারীর প্রজ্জ্বলিত আলোর দিকে ছুটবার একাগ্র প্রয়াশ। যা প্রতিটি পাঠকের মন ছুঁয়ে দিবে। একজন নারী সমাজকে বদলাতে রুদ্রমূর্তি ধারণ করে কতটা মূখ্য ভূমিকা পালন করতে পারে তা এই বইটিতে ফুটে উঠেছে। ফুঠে উঠেছে আরো নানারকম ঘটনা, খুনসুটির মুহূর্ত এবং রহস্যে ঘেরা সময়ের আলোড়ন। নারীদের নরম মনটাও এক সময় কঠিন হয়ে সমাজ নামক শক্ত দেয়ালের পাঁচিল টপকে সংগ্রামী হতে পারে তা এই উপন্যাসটির উপলব্ধির বিষয়ও আছে।

কাহিনী সংক্ষেপ

উপন্যাসটি শুরু হয় প্রফেসর রাজিব সেনের চাঞ্চল্যকর মৃত্যুর খবর দিয়ে। ইনটেলিজেন্স এজেন্সি দায়িত্ব নেয় রাজিব সেনের মৃত্যুর ধোঁয়াশা রহস্য বের করার। এই এজেন্সির তদন্তকারী অফিসারদের পরিচয় সবসময়ই ধোঁয়াশায় রেখে দিয়েছেন লেখিকা সুহাসিনী। এই কাজটা ভালোই করেছেন তিনি। রহস্যটা আরও ভালো জমেছে এতে করে। এখানেই শেষ না রয়েছে অন্য রকম ধাঁচের একটি মিষ্টি ভালোবাসার গল্প। ফেরারির উড়ো মনকে কে বশ করতে পেরেছিল? একসাথে পথচলা কি হয়েছিল তাদের? ফেরারি কে? কী তার পরিচয়? এত এত ধাঁধার সমাধান পেতে হলে পড়তে হবে রহস্যের এবং গোয়েন্দার জাল বিছিয়ে রাখা এই উপন্যাসটি

‘ফেরারি’ উপন্যাসের বইটি খুবই চমৎকার একটি বই। বইটিতে রয়েছে দারুণ রহস্য এবং সাথে আছে গোয়েন্দা কাহিনীর স্বাদ। ভালো বললে কম বলা হবে তাই অসাধারণ ছিল এই উপন্যাসটি, যা বলে বোঝানো দায়! ফেরারির অজানা জায়গায় ঘুরাফেরা করা সাথে কিছু তাঁরা খসার গল্প এবং তার প্রতিটা পদক্ষেপে রহস্যের দ্বার উন্মোচন, তার চিন্তা- ভাবনা, কাজ, তার কথার উত্তর দেওয়ার ভঙ্গিমা সব এত সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন যা প্রশংসার দাবিদার।

তুখোড় বই পড়ুয়া এবং কাউকে উত্তর দিতে গিয়ে বাড়তি কথা বলা যা মাঝেমধ্যে হাসির উদ্রেক ঘটায়। অনেক লাইন পড়ে হেসেছি এবং লেখকের অনেক লাইনের কাব্যিক চয়নে মুগ্ধ হয়েছি। আরিয়ানের বোকাসোকা ভাবে এবং মিসেস মায়মুনার জেরা করার কান্ড সাথে চারুলতার কষ্ট এবং দুঃখের বিষয় সবগুলো উপভোগ করেছি। বিচ্ছেদ, মিলন, বিরহ, কষ্ট, সুখ সবকিছুর ছোঁয়া আছে বইটিতে। লেখিকা’র সাবলীল বর্ণনা যে কারও মন জয় করবে!

প্লট নিয়ে কিছু বলতে গেলে, বলবো রাজীব সেনের মৃত্যু দিয়েই প্লটটি শুরু এবং মৃত্যু রহস্যভেদ দিয়ে প্লটটির সমাপ্তি। মাঝে ফেরারির সমগ্র বিচরণ। থ্রিলার উপন্যাস এটি। তাই থ্রিলিং ছিল বেশি। প্লটটি সুনিপুণ দক্ষতায় সাজিয়েছেন লেখিকা। ধারাবাহিকতাও বজায় রাখতে পেরেছেন ভালোভাবে। বলা যায় এত সুন্দর প্রেক্ষাপটে সেরা একটা কাজ!

এই উপন্যাসের এন্ডিংটি একদম পার্ফেক্ট ছিল। যত রহস্য ছিল, প্রথম দিকের পৃষ্ঠা পড়ে মনে যতগুলো প্রশ্নের উদ্রেক ঘটেছে শেষ গিয়ে সব রহস্যের সমাধান পেয়েছি এবং প্রশ্নগুলোর উত্তরও পেয়েছি। কোনো কিছু বিস্তারিত জানতে কার্পণ্য করেননি লেখিকা। এই শেষের দিকটাই এই উপন্যাসের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে।

সর্বোপরি একটা কথাই বলবো, সব মিলিয়ে উপন্যাসটা ভালোই লাগবে। নিয়ে যাবে উপন্যাসের শেষ পাতা পর্যন্ত।

Exit mobile version