Site icon Book PDF Down.com

গামা মোশতাক আহমেদ pdf download

গামা মোশতাক আহমেদ pdf download

বাংলাদেশের সাহিত্য জগতে এক পরিচিত নাম হল মোশতাক আহমেদ। বাংলাদেশের সাহিত্যকে সমৃদ্ধ করার পেছনে তার অবদান অনস্বীকার্য। সে তার প্রতিভা দিয়ে খুব সহজে পাঠকদের মন জয় করে নিয়েছেন। তিনি পেশায় একজন ডিআইজি। কিন্তু বরাবরই লেখার প্রতি আগ্রহ তার অনেক আগে থেকেই। তিনি সবচেয়ে বেশি সাইন্স ফিকশন বই গুলো লিখেছেন। বাংলা সাইন্স ফিকশন জগতের তার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো। তার বিভিন্ন সাইন্স ফিকশনের মধ্যে “গামা”এটি একটি অন্যতম বই।

মোশতাক আহমেদকে সাহিত্যাঙ্গনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। তিনি সাইন্স ফিকশন এর পাশাপাশি অন্যান্য অনেক বই লিখেছেন। এগুলোর মধ্যে ভৌতিক, মুক্তিযুদ্ধ, কিশোর ক্লাসিক ও ভ্রমণকাহিনী নিয়ে অনেক উপন্যাস রচনা করেছেন। তিনি একটি বিষয়ের উপর সীমাবদ্ধ না থেকে অনেক বিষয়ের উপর লেখালেখি করেছেন। তিনি বাংলাদেশের একজন সুপরিচিত ও অভিজ্ঞ লেখক।

“গামা” মোশতাক আহমেদের একটি জনপ্রিয় সাইন্স ফিকশন। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশনী। বইটি প্রথম প্রকাশিত হয় 2019 সালে। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 112 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 150 টাকা।

কাহিনী সংক্ষেপ:

 

লেখক মোশতাক আহমেদ বিভিন্ন ধরনের বই লিখলেও বেশি জনপ্রিয়তা লাভ করেছে সাইন্স ফিকশন উপন্যাস গুলো রচনার মাধ্যমে। তিনি খুব তাড়াতাড়ি পাঠকদের কাছে খুব সহজে সমাদৃত হয়েছেন। সব বয়সের অনায়াসে পড়তে পারে।

গ্রিলি দ্বীপে এক গোপন সামরিক গবেষণাগার আছে। সেই গবেষণাগারে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মানুষের মস্তিষ্ক রোবটিক শরীরে স্থাপন করে অনুভূতিসম্পন্ন রোবট তৈরি করা হবে। এইরকম এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে সেই গবেষণাগারের বিজ্ঞানীরা। কিন্তু এরকম মানুষ পাওয়া তো দুঃসাধ্য কেউ রাজি হবেনা এই কাজে। একসময় অত্যন্ত গোপনীয়তার সাথে প্রচলিত নিয়ম ভঙ্গ করে নেলসন নামের এক ব্যক্তির মস্তিষ্ক সত্যি রোবটের শরীরে স্থাপন করা হয়।

নেলসন এর নাম তখন পরিবর্তন করে রাখা হয় গামা। কিন্তু বিষয়টা গামারুপী নেলসন কিছুতেই মেনে নিতে পারে না। সে আরো জানতে পারে তাকে যুদ্ধের কাজে ব্যবহার করা হবে। খবরটা শোনার পর মুক্তির জন্য অনেক চেষ্টা করতে থাকে গামা। কিন্তু বাস্তবতা টা অনেক কঠিন চাইলেও সবকিছু করা সম্ভব হয়ে ওঠেনা।

সে মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু কোন উপায় সেই খুঁজে পায় না। কারণ কড়া পাহারায় রাখা হয়েছে তাকে। অনেক চেষ্টার পরেও সে গোপন গবেষণাগার থেকে পালাতে সক্ষম হয়। সাথে তাঁর সঙ্গী হয় রোবট বানর ইমি। তাদের ধরতে আর হত্যা করতে তখন তাদের পিছু লাগে কমান্ডার ডুডুর দুর্ধর্ষ সামরিক বাহিনী।

এরইমধ্যে গিভিট নামের ভিনগ্রহের ভয়ঙ্কর যুদ্ধবাজ প্রাণির অবতরণ ঘটে পৃথিবীতে। তারা দখল করে নেয় গ্রিলি দ্বীপ। বন্দি হয়ে পড়ে গ্রিলি দ্বীপের পাঁচ হাজার মানুষ যাদের মধ্যে রয়েছে গামার স্ত্রী এবং কন্যা। গামা সিদ্ধান্ত নেয় তাদের যে করেই হোক উদ্ধার করবে। সে শুধু নিজের স্ত্রী ও কন্যাকে উদ্ধার করতে চায় না। সে সকলকেই উদ্ধার করে সুন্দর পৃথিবীতে আনতে চায়।

শেষ পর্যন্ত সকলের সাথে সাথে নিজেকে রক্ষা করতে পেরেছিল কী গামা? কি ঘটেছিল গ্রিলি দ্বীপের 5000 মানুষের সঙ্গে? তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছিল? নাকি মৃত্যু ঘটেছিল ভয়ঙ্কর প্রাণী দের আক্রমণে? সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের পুরো বইটা শেষ করতে হবে। আশা করি অনেক ভাল লাগবে।

Exit mobile version