Site icon Book PDF Down.com

ঘাটের কথা PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ঘাটের কথা PDF Download রবীন্দ্রনাথ ঠাকুর

ঘাটের কথা রবি ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংগৃহীত একটি ছোট গল্প। গল্পগুচ্ছের প্রথমেই সংকলিত হয়েছে রবি ঠাকুরের এই অসাধারণ ছোট গল্পটি। একটি কাল্পনিক নদীর ঘাট এই গল্পটির বর্ণনাকারী যে কুসুম নামের একটি গ্রাম্য সরল বালিকার গল্প বলেছে এই ছোটগল্পটি তে। কুসুম নামের সাত বছরের একটি বালিকা বিয়ে হয়ে যায় শহরে চাকরি করা কোন এক ছেলের সাথে।

স্বামীর সাথে মাত্র দুই একবার সাক্ষাতের পর এই শহর থেকে খবর আসে কুসুম বিধবা হয়েছে। আট বছর বয়সে বিধবা হয়ে পুনরায় সে নিজের গ্রামের সেই ঘাটে ফিরে আসে। কুসুমের এ বৈধব্য জীবন যেন অতি স্বাভাবিক ভাবেই কুসুমের জীবনে এসেছিল কিন্তু এই ক্ষুদ্র বালিকাটি বৈধব্যের ব্যাপারটা ঠিক মত এত কম বয়সে বুঝতে পারেনি।

ঘাটের কথা ছোট গল্প পিডিএফ ডাউনলোড রবি ঠাকুর

এই ছোটগল্পটি তে রবি ঠাকুর কুসুম চরিত্র নির্মাণে যে অসাধারণ লেখনি শৈলী প্রকাশ করেছেন তা সত্যিই অসাধারণ। কুসুম কেবল একটি গ্রাম্য ক্ষুদ্র বালিকা নয় বরং হাজারো বঞ্চিত নারীর প্রতিনিধি। কুসুম প্রথমে স্বামীর মূল্য না বুঝলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে বুঝতে পারে তার জীবনে তার স্বামী কতটা মূল্যবান ছিল।

মাথার সিঁদুর মুছে, গহনা ফেলে সাদা থান পরে তার জীবন কাটতে থাকে। কিভাবে ক্রমে দশ বছর পার হয়ে যায় এবং কুসুম অষ্টাদশী বালিকা তে পরিণত হয়। হঠাৎ করেই এই বিধবা মেয়েটির জীবনে এক অলোকিক ঘটনা ঘটে যায়। কোথা থেকে যেন এক সন্ন্যাসী আসে কুসুমের গ্রামে, সকলে সেই সন্ন্যাসীর চেহারা দেখে বলে যে এ যুবক অবিকল কুসুমের মৃত স্বামীর মত দেখতে।

প্রকৃতপক্ষে সন্ন্যাসী কুসুমের স্বামী ছিল। কুসুম নিজেও চিনতে পারে তার স্বামীকে। কিংবা স্বামীর মত অবিকল চেহারা দেখে কুসুম এর মধ্যে তার জন্য ভালোবাসা সৃষ্টি হতে থাকে। অনেক ঝড়ঝঞ্ঝা পার করে কুসুম বুঝতে পারে সে সন্ন্যাসী রুপি তার স্বামীকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। সে সন্ন্যাসীর কাছে গিয়ে বলে যে সে তাকে ভালোবাসে।

সন্ন্যাসী কুসুমকে একটা উপদেশ দেয় সেটা হল কুসুমকে ভুলতে হবে তার স্বামীকে। অনেক চেষ্টা করেও যখন সে তার স্বামীকে ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেনি সে মৃত্যুকেই বেছে নেয় স্বামীকে ভোলার জন্য। কুসুম তারপরে একদিন সেই ঘাটে চলে যায় এবং নিজেকে সঁপে দেয় সলিল সমাধি তে কারণ তাকে যে তার স্বামীকে ভুলতে হবে।

অসাধারণ এই ছোটগল্পটি পড়তে হলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর ডাউনলোড করে নিন রবি ঠাকুরের এই ছোটগল্পের পিডিএফ ফাইল সেই সাথে শেয়ার করুন বন্ধু-বান্ধবদের সাথে।

ঘাটের কথা PDF

Exit mobile version