Site icon Book PDF Down.com

গিগো মোশতাক আহমেদ PDF download

গিগো মোশতাক আহমেদ PDF download

বাংলাদেশের স্বনামধন্য ও জনপ্রিয় লেখক হলেন মোশতাক আহমেদ। তিনি বাংলাদেশের সাহিত্য ভান্ডার কে অনেকাংশে সমৃদ্ধ করেছে তার জনপ্রিয় সব লেখনীর দ্বারা। তিনি বরাবর পাঠকদের বোধগম্য ভাষা দিয়ে উপন্যাস লিখেছেন যার কারণে তার লেখাগুলো খুব সহজে পাঠকদের মনের মনিকোঠায় পৌঁছে গিয়েছে। সমসাময়িক যুগে তিনি বাংলাদেশের সব পাঠকদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি একাধারে ভ্রমণ কাহিনী, থ্রিলার, প্যারাসাইকোলজি উপন্যাস, রহস্য ও সাইন্স ফিকশন উপন্যাস গুলো লিখে বেশি সমৃদ্ধি লাভ করেছেন। তার উল্লেখযোগ্য সব উপন্যাসের মধ্যে “গিগো” অন্যতম।

একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সৃষ্টিকর্তা তার ভেতরে অসীম ক্ষমতা দিয়ে পাঠায়। ক্ষমতার দ্বারা মানুষ কর্ম করে এবং তার মাধ্যমে পরিচিতি লাভ করে। তেমনভাবেই লেখক মোশতাক আহমেদ পেশায় একজন ডিআইজি হলেও তার অসামান্য প্রতিভা লেখালেখির দ্বারা মানুষের মন জয় করে নিয়েছেন খুব সহজেই। তিনি সব সময় সহজ, সরল, প্রাঞ্জল ও সাবলীল ভাষা ব্যবহার করেছেন তার উপন্যাসগুলোতে।

“গিগো” মোশতাক আহমেদের একটি উল্লেখযোগ্য নামকরা সাইন্স ফিকশন উপন্যাস। বইটি প্রথমবারের মতো প্রকাশিত হয় 2019 সালে। বইটি প্রকাশ করেছে আনিন্দ্য প্রকাশনী। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 160 টি। বর্তমান বাজারে বইটির মুদ্রিত মূল্য হল 222 টাকা।

কাহিনী সংক্ষেপ:

লেখক বিভিন্ন জনার এর বই লিখলেও বেশি পরিচিতি লাভ করেছেন সাইন্স ফিকশনের জন্য। তিনি শুধু বড় পাঠকদের জন্য নয় ছোটদের কথা চিন্তা করেও খুব মজার মজার সাইন্স ফিকশন রচনা করেছেন। পড়লে পাঠকেরা অনেক অজানা তথ্য জানতে পারবে। তাই, দেরি না করে মূল গল্পে আসা যাক।

ইপকো কিছু বুঝে ওঠার আগেই একটি গোলা এসে আঘাত করলো তাদের স্পেসশিপ নীলগিনে। গোলা এসে আঘাত করার সাথে সাথেই তাদের স্পেসশিপে আগুন ধরে গেল। নিলগিনের এর পেছনের অংশে আগুন ধরে গেল সাথে সাথেই। ইপকো স্পষ্ট বুঝতে পারল কিছুক্ষণের মধ্যেই নীলগিরি বিধ্বস্ত হয়ে যাবে।

সে ক্ষেত্রে তাকে তার স্ত্রী এবং সন্তান রিবোকে মৃত্যুবরণ করতে হবে। সে কিভাবে তার স্ত্রী ও সন্তানকে বাঁচাতে কিছুতে উপায় খুঁজে পাচ্ছিল না। বেঁচে থাকার একমাত্র বিকল্প হলো সামনের অজানা-অচেনা গ্রহে অবতরণ করতে হবে। এটাই তাদের একমাত্র রাস্তা খোলা ছিল। কিন্তু সে গ্রহে অবতরণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ‌। কারণ সামনের ওই গ্রহে রয়েছে বুদ্ধিমান প্রাণী।

আর এই প্রাণীরাই তাদের স্পেসশিপে গোলা ছুরে আগুন ধরিয়ে দিয়েছে। সে ক্ষেত্রে সামনের ওই গ্রহে অবতরণ করার কারণে তাদের যে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে সে সম্পর্কে কারও কোন সন্দেহ নেই। এদিকে গোলার আঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোবট কিপিও নিষ্ক্রিয় হয়ে গেছে। স্ত্রী ইলি এবং রিবো দুজনই অবতরণ সিটে বসা। তাদের পক্ষে এখানে আসা অসম্ভব। এমন থেকেও যে তাকে সাহায্য করবে সেটারো কোনো আশা নেই। মহাকাশে এভাবে মৃত্যুবরণ করার চেয়ে নতুন গ্রহে নতুন প্রাণী দের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করা হবে তাদের অনেক আনন্দের।

যদি তারা সে যুদ্ধে জয়ী হয় তবে তারা শুরু করতে পারবে তাদের জীবনের নতুন অধ্যায়। শেষ পর্যন্ত কী গিগোরা অজানা-অচেনা নতুন গ্রহে নতুন জীবন শুরু করতে পারেন পেরেছিল? জানতে হলে এই অসাধারণ বইটি পড়তে হবে। উপন্যাসটি ছোট পাঠকদের অনেক আনন্দ যোগাবে। তাদের মনে এক অজানা পৃথিবীর সৃষ্টি করবে। আশাকরি অনেক ভালো লাগবে।

Exit mobile version